ব্লগ সাইটে ভিজিটর পাওয়ার উপায়

আপনি কি আপনার ব্লগ সাইটে ভিজিটর পাওয়ার উপায় খুঁজছেন। আপনার ওয়েবসাইটে ভিজিট হয় না। আজকে আর্টিকেলে আপনাদের step-by-step দেখিয়ে দেবো কিভাবে আপনার নতুন ওয়েবসাইটে ভিজিটর আনবেন।

আপনি যদি কোন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে থাকেন তাহলে দেখা যায় আপনার নতুন ব্লগ বা ওয়েবসাইটের শুরুর দিকে ভালো ভিজিটর পাওয়া যায় না। এমনকি আরোও অনেক পুরনো blog বা ওয়েবসাইটেও এই সমস্যা বেশি দেখা যায়।

আর একটা কথা আপনাদের বলাই ভালো, আপনার ব্লগ ওয়েবসাইটে ভালো ভিজিটর না থাকলে সেই ব্লগ সাইটের কোনো গুরুত্বই থাকে না।

তবে এ বিষয়ে আপনার যদি কৌশল জানা থাকে তাহলে আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন খুব সহজেই। এই আর্টিকেলে আলোচনা করব আপনার ব্লগ এ কিভাবে ভিজিটর আনতে হয় এর নতুন কিছু কৌশল।

ব্লগ সাইটে ভিজিটর পাওয়ার উপায়

সোশ্যাল মিডিয়া শেয়ার

এখন বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগ। কখন কোন জিনিস ভাইরাল হয়ে যায় তা বলা খুবই কঠিন। বর্তমানে এখন সোশ্যাল Networking সাইটগুলো হলো ভিজিটর পাওয়ার অন্যতম মাধ্যম।

সেজন্য আপনাকে Facebook, Twitter বা গুগল প্লাসের মতো আরো অনেক মাধ্যম গুলোতে ব্লগ বা সাইটের ফ্যান পেইজ খুলতে হবে। আপনার ব্লগ সাইটে ভিজিটর আকৃষ্ট করার জন্য সর্বশেষ বিষয়বস্তু ভালোভাবে পোস্ট করতে হবে।

খুঁজে খুঁজে বিভিন্ন বড় বড় গ্রুপে আপনার সেই পোস্ট শেয়ার করতে হবে।

পোস্টে ইন্টারনাল লিংক যুক্ত

আপনার ওয়েবসাইট বা ব্লগে নতুন কোনো কনটেন্ট পোস্ট করলে আপনাকে ইন্টারনাল লিংক জুড়ে দিতে হবে। এতে করে আপনার ব্লগে ভিজিটর দীর্ঘক্ষণ সময় ধরে থাকবে। আপনার ব্লগ বা ওয়েবসাইটে ভিজিটর দীর্ঘক্ষণ সময় থাকা মানে এর বাউন্সরেট কমা।

ব্যাকলিংক তৈরি করা

আপনার ওয়েবসাইটে বা ব্লগে ভিজিটর পাওয়ার আরেকটি সহজ উপায় হলো ব্যাক লিংক তৈরি করা। এতে করে আপনার ব্লগ সার্চ ইঞ্জিনে সাইটটিকে খুঁজে পাওয়া অতি সহজ হবে।

ব্যাক লিংক হচ্ছে ব্লগ কমেন্টিং, অন্যের ব্লগে আর্টিকেল মার্কেটিং ইত্যাদি। যেমন আপনি একটা ৫০০ থেকে ১০০০ ওয়ার্ডের আর্টিকেল লিখে অন্য একটি ওয়েবসাইটে পোস্ট করে তার নিচে আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করাকে বলে ব্যাক লিংক।

মন্তব্যের সুবিধা

আপনার ব্লগে ভিজিটরদের জন্য মন্তব্যের অপশন রাখা। এতে আপনার বিভিন্ন পোস্টের জ্ঞান মূলক কমেন্ট পড়বে বা এ নিয়ে আপনার ব্লগের নিচে কমেন্ট করবে এবং আপনার কাছে অনেক বিষয়ে প্রশ্ন আসবে।

কেউ যদি আপনার ব্লগ পোস্টে প্রশ্ন করে তাহলে অবশ্যই অবশ্যই উত্তর দিতে হবে। আপনার ব্লগ পোস্টে কমেন্ট বাড়া মানে আপনার ওয়েবসাইট গুগলের কাছে সাইটর অথোরিটি বৃদ্ধি পাওয়া।

ব্লগের ডিজাইন

আপনার blog বা ওয়েবসাইটের ডিজাইন অতিরিক্ত রংবে রঙ্গের ব্যবহার করা উচিৎ নয়। সেজন্য আপনাকে সিম্পল ডিজাইনে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হবে, এতে করে দেখা যায় অনেক সময় কনটেন্ট পড়া ও বোঝার ক্ষেত্রে সাধামাটা ডিজাইনই অনেক ভালো।

আপনার ব্লগ বা ওয়েবসাইট অতিরিক্ত ডিজাইনের কারণে ভিজিটররা বিরক্ত হয়ে থাকে।

প্রিয় পাঠক, ব্লগ সাইটে ভিজিটর পাওয়ার উপায়, যদি আপনার কাছে এই পোষ্ট ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।

আর কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, ধন্যবাদ।

আরোও পড়ুন..

Leave a Comment