ডোমেইন কি | Domain name

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি নিশ্চয়ই ভালো আছে, ভালো থাকেন এটাই আমাদের কাম্য বন্ধুরা আজ আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটি আপনাদের সবার জানা প্রয়োজন যারা অনলাইনে ইনকাম করতে চান।

বর্তমান সময়ে অনলাইন থেকে ইনকাম করতে গেলে সেরা ইনকামের মাধ্যম হলো ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম, ওয়েবসাইট খুলে কিভাবে ইনকাম করবেন তা আমি আপনাদের জানাবো।

আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো ডোমেইন কি? আপনি যদি ডোমেইন কি বিস্তারিত বিষয় গুলো জানার আগ্রহী হয়ে থাকেন।

ডোমেইন কি
ডোমেইন কি

তাহলে আজকেরে আর্টিকেল আপনাকে একদম শেষ পর্যন্ত পড়তে হবে, তাহলে আপনি ডোমেইন কি জানতে পারবেন।

ডোমেইন কি, অনেকেই এই বিষয়ে জানেন না, আবার অনেকেই এই বিষয়টি জানেন যারা এক্সপার্ট রয়েছেন, তারাই জানেন ডোমেইন কি এছাড়া যারা নতুন অনলাইন জগতে আসছেন তারা এই বিষয়টি অনেকেই ভালোভাবে জানেন না ডোমেইন কি।

ডোমেইন কি, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ডোমেইন হলো একটি ওয়েবসাইটের ঠিকানা বা নাম যেমন, ধরুন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো Dailytk..com এখানে শেষে যে .com টি রয়েছে এটি হলো মূলত ডোমিন এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ডোমেইন কি।

ডোমেইন নাম – বাংলা ডোমেইন নাম – ডোমেইন নাম কি

বন্ধুরা এখন আপনাদের আমি জানাব আসলেও কত ধরনের ডোমেইন নাম রয়েছে, চলুন তাহলে জেনে নেওয়া যাক, এখন আমরা আপনাদের জানবো কত ধরনের ডোমেইন নেম রয়েছে, অবশ্যই আপনাদের বোঝার সুবিধার্থে আমি নিচে একটি একটি করে লিস্ট করে দিয়েছি আপনারা দেখুন।

.com

.net

.org

.info

.site

.xyz

এছাড়াও আরও বিভিন্ন ধরনেরডোমেইন নাম রয়েছে, আপনি যেকোনো ধরনের ডোমেইন নেম ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী।

যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে যাবেন, তখন আপনার সেই ডোমেইন নাম নির্ধারণ করতে হবে, যে নামে আপনার ওয়েবসাইটকে সবাই চিনে থাকবে।

আর আপনারা কোথায় থেকে ডোমেইন কিনবেন এবং কোথায় থেকে হোস্টিং কিনবেন তা আমি আপনাদের নিচে দেখিয়ে দিচ্ছি সব চাইতে ভালো এবং নিরাপদ?

ডোমেইন কিনতে খরচ – ডোমেইন কিনতে খরচ কত হয়?

বন্ধুরা এখন আমি আপনাদের জানাব একটি নতুন ডোমেইন নেম কিনতে আপনার কত টাকা খরচ হতে পারে বিশেষ করে এখানে আপনার Domain উপরে নির্ভর করবে।

আরো পড়ুন..

আপনি যদি namecheap & GoDaddy থেকে কিনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ডোমেইন নেম আপনার একটু দাম বেশি দাম হতে পারে।

কিন্তু namecheap থেকে ডোমেইন হোস্টিং যদি আপনি কিনে থাকেন, তাহলে সব চাইতে ভালো এবং নিরাপদ।

কারণ এ ধরনের সার্ভারগুলো সব থেকে ভালো সার্ভিস দিয়ে থাকে এবং এখানে কোন ধরনের সমস্যা হবে না যদি আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে তাদের লাইফ চ্যাট এর মাধ্যমে মুহূর্তের মধ্যেই সমাধান করে দেয়।

namecheap থেকে যদি আপনি ডোমেইন কিনে থাকেন, তাহলে তারা এখানেও অফারের ব্যবস্থা করেছে আপনি একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন অফার এর নিয়মাবলী।

কান্ট্রি ডোমেইন কি – কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন

বর্তমান সময়ে আপনাদের মধ্য যারা একটু অনলাইন বিষয়ে ঘাটাঘাটি করে থাকেন, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না কান্ট্রি ডমিনেটিং কি, এবং কিভাবে কাজ করে থাকে বিশেষ করে যেমন আমাদের বাংলাদেশের ও ইন্ডিয়া কিংবা আমেরিকা এরকম যে দেশগুলো রয়েছে।

চলুন তাহলে জেনে নেয়া যাক এ দেশগুলোর ডোমেইন কি রকম হয়ে থাকে এবং এগুলোর সুবিধা কি কি থাকে অবশ্যই আপনি যদি কোন কান্ট্রি নেম দিয়ে ডোমেইন গুলো কিনে থাকেন।

সেক্ষেত্রে আপনি অন্য তুলনায় একটু ভিজিটর বেশি অর্জন করতে পারবেন, আমরা একটা বিষয়ে অনেকেই জানি সবাই সবার দেশকে ভালোবাসে।

এইজন্য অবশ্যই সবার দেশের খাতিরে কিন্তু বেশি ভিজিটর অর্জন করতে পারে, তাই আপনাদের বোঝার সুবিধার্থে নিচে কান্ট্রি লিস্ট করে দিচ্ছি আপনারা দেখুন।

.BD

.in

.us

.uk

বাংলা ডোমেইন – Bangla Domain Name

বন্ধুরা এখন আপনাদের আমরা জানবো বাংলা ডোমেইন কি এবং আপনি এটি কিভাবে কিনবেন বাংলা ডোমেন বলতে আমি এখন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি,

যেমন ধরুন আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে dailytk.com আমি চাইলে এই ডোমেইনটি বাংলায় কিনে নিতে পারি যেমন ধরুন ডেইলি টিকে বাংলা ?

বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।

ডোমেইন কি ict – ডোমেইন রেজিস্ট্রেশন এর প্রয়োজনীয়তা

প্রিয় বন্ধুরা, আমি মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি, ডোমেইন কি এই সম্পর্কে অবশ্যই আপনার যদি ডোমেইন কি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন।

এছাড়া ডোমেইন কি এ সম্পর্কে আপনার যদি আরও তথ্য জানার আগ্রহ হয়ে  থাকে তাহলে সেটি ও আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন।

আরো দেখুন..

Leave a Comment