ups কি | ইউপিএস এর কাজ কি | what is ups in bengali

এখন বর্তমান সময়ে ups এই শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত, বিশেষ করে আমরা যারা মূলত কম্পিউটার ব্যবহার করে থাকি তারা অনেকে ইউপিএস (ups) ব্যবহার করি।

ups হচ্ছে ব্যাটারি যাকে আমরা বলে থাকি এক ধরনের পাওয়ার সাপ্লাই (power supply) ডিভাইস। ups এর সঙ্গে যুক্ত ডিভাইস গুলোকে ব্যাটারি দাঁড়া বা পাওয়ার সাপ্লাই করে থাকে।

তো আপনারা এখন বর্তমান সময়ে অনেকেই কম বেশি প্রায় প্রত্যেকেই কম্পিউটার ব্যবহার করে থাকেন, তো Computer মূলত electricity মাধ্যমে চলে থাকে।

আবার কেউ বর্তমানে ইন্টারনেট উন্নত হওয়ার কারণে অনেক বিজ্ঞানী গবেষণা করে সৌর বিদ্যুৎ এর মাধ্যমে ব্যাটারি চার্জ করে কম্পিউটার চালাচ্ছে অনেকে।

আমরা যারা ইলেকট্রিক বিদ্যুতের মাধ্যমে কম্পিউটার চালায় তখন ইলেকট্রিসিটি বা কারেন্ট চলে গেলে তখন কিন্তু আমাদের কম্পিউটারটি (ups না থাকলে) বন্ধ হয়ে যায়। ইউপিএস যদি থাকে তাহলে অল্প সময় আমাদের কাজ করার জন্য সময় থাকে।

এর ফলে এই অল্প সময়ে কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ কাজ করলে সেগুলো ভালোভাবে সেভ করা যায় যদি আপনার ইউপিএস থাকে।

ups
ups

আর যদি আপনার কম্পিউটারে ইউপিএস সেটআপ না থাকে তাহলে সেই ইনপরটেন কাজগুলো আপনি করতে পারেন না এবং সেগুলো ভালোভাবে সেভ করতে পারেন না।

তার ফলে আবার বিদ্যুৎ যখন চলে আসে তখন আবার প্রথম থেকে ওই কাজগুলো আপনাকে করতে হয় এক কথায় ইউপিএস না থাকলে কাজের ব্যাঘাত ঘটে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা মূলত অনেকেই কম্পিউটারে ups ব্যবহার করি।

প্রিয় পাঠক, এই আর্টিকেলে আমরা আজকে আলোচনা করব ইউপিএস কি । ups ব্যবহারের নিয়ম। ups এর পূর্ণরূপ কি ইত্যাদি সকল বিষয়।

যদি আজকের এই আর্টিকেলটি আপনি ধৈর্য ধরে সম্পন্ন স্টেপ বাই স্টেপ পড়েন, তাহলে ups সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জানতে আপনি পারবেন। চলুন তাহলে শুরু করি ইউপিএস ককে বলে ( ups kake bole) এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জেনে নেই।

Ups কি । ups meaning in bengali

ups হচ্ছে নিরবচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই ডিভাইস যাতে একটি ব্যাটারি থাকে। বিদ্যুতের মাধ্যমে চার্জ হয়, আবার বিদ্যুৎ চলে গেলে যেটির মাধ্যমে আমরা অল্প সময়ের জন্য কম্পিউটারকে ভালোভাবে চালাতে পারি।

ইউপিএস এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিক না থাকলে ups কম্পিউটারে পাওয়ার সাপ্লাই প্রদান করে অল্প কিছুক্ষণের জন্য কম্পিউটারের নানান তথ্য গুলো ভালোভাবে সেভ করা যায়।

দেখা যায় আমরা যখন অনেক সময় কম্পিউটারে গুরুত্বপূর্ণ কাজ করি, করতে করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় তখন আমাদের কম্পিউটার বন্ধ হয়ে যায়।

এর ফলে আপনি কম্পিউটারে যে সকল কাজগুলো করছেন যদি আপনি সেভ করে না রাখেন এবং বিদ্যুৎ চলে গেলে ইউপিএস কানেক্ট না থাকলে সেই সমস্ত কাজ করা বৃথা হয়ে যায়।

যদি আপনার কম্পিউটারের সঙ্গে ups এর কানেকশন থাকে। তাহলে বিদ্যুৎ চলে গেলে আপনার কম্পিউটারকে আপনারা অল্প সময়ের জন্য চালাতে এবং আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো তাড়াতাড়ি সেভ করে রাখতে পারবেন।

এবং আপনি কম্পিউটারে যে কাজগুলো করছিলেন সেই কাজগুলো তাড়াতাড়ি সেভ করে কম্পিউটারটাকে বন্ধ করতে পারবেন। এবং পরবর্তীকালে আপনি যেখান থেকে কাজ করছিলেন ঠিক সেখান থেকে আবার কাজ শুরু করতে পারবেন।

ups এর পূর্ণরূপ কি । UPS full form in Bengali

ups এর ফুল ফর্ম হলো Uninterruptible Power Supply যার বাংলায় অর্থ হল: নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। আশা করি ইউপিএস এর পুরো নাম কি এ বিষয়টি ভালোভাবে বুঝতে পারলেন।

ইউপিএস কত প্রকার

ইউপিএস (ups) প্রধানত ৩ প্রকারের হয়।

  • Standby UPS
  • Standby Online Hybrid UPS
  • Line Interactive UPS

১। Standby UPS : Standby UPS হলো নরমাল UPS। এই ধরনের UPS সাধারণত পার্সোনাল কম্পিউটারে বেশি ব্যবহার করা হয়। Standby UPS কি অফলাইন UPS ও বলা হয়।

এই ইউপিএস ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে কম্পিউটার সিস্টেমকে ভালোভাবে চালু রাখতে সাহায্য করে।

২। Standby Online Hybrid UPS : Standby Online Hybrid UPS কে অনলাইন UPS ও বলা হয়। এটি টোপোলজি দেখে 10kVA এর নিচে অনেক ইউপিএস -এর জন্য ব্যবহার করা হয়েছে।

AC power ব্যর্থতার সময় ব্যাটারি থেকে Standby কনভার্টার চালু করা হয়।

১। Line Interactive UPS : বিদ্যুৎ বিভ্রান্তি ঘটলে বা লো ভোল্টেজ বিদ্যুৎ হলে সাধারণত এই ধরনের UPS ব্যবহার অনেকেই করে থাকে। এর ডিজাইন অনুযায়ী battery to AC power converter সব সময় UPS এর আউটপুটের সঙ্গে যুক্ত থাকে।

ইউপিএস এর কাজ কি

চলুন তাহলে UPS এর কাজ কী সেগুলোর নিচে আলোচনা করা হলো।

  • ইউপিএস প্রধান কাজ হল কম্পিউটার চালাতে চালাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে UPS কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহ করে এর ফলে আমরা বেশ কয়েক মিনিট কম্পিউটার ভালোভাবে চালাতে পারি।
  • UPS ভোল্টেজ regulate করে। যখন বিদ্যুতের ভোল্টেজ ঘন ঘন পরিবর্তিত হয় অর্থাৎ ভোল্টেজ খুব বেশি থাকেনা বা কম থাকে তখন UPS ভোল্টেজ নিয়ন্ত্রক ভোল্টেজটিকে একটি নিরাপদ সীমার মধ্যে রাখে যাতে কম্পিউটারের সরঞ্জাম গুলি স্বাভাবিক ভাবে কাজ করে।
  • ইউপিএস শর্ট সার্কিট (short circuit) সুরক্ষা প্রদান করে।

আরোও দেখুন..

ইউপিএস এর দাম কত?

বাংলাদেশে সাধারণত ইউপিএস এর দাম শুরু হয় ৫০০০ থেকে ১০০০০ হাজারের মধ্যে। যা আপনার কম্পিউটার ডিভাইস কে ২৫ থেকে ৩০০ মিনিট পার সাপ্লাই দিতে সাহায্য করে।

আপনি আপনার কম্পিউটারের জন্য যত ভালো UPS নিবেন। আপনি ততো বেশি কম্পিউটারে পাওয়ার সাপ্লাই পাবেন।

প্রিয় পাঠক, আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি UPS কি । ইউপিএস কিভাবে কাজ করে । UPS ব্যবহারের নিয়ম। ইউপিএস কত প্রকার ইত্যাদি বিষয় গুলো ভালোভাবে জানতে পারলেন।

UPS কাকে বলে এই নিয়ে আজকের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।

Leave a Comment