SEO কী? SEO কিভাবে কাজ করে?

Search Engine Optimization- কে সংক্ষেপে বলা হয় এসইও। যখন আপনি কোনো সার্চ ইন্জিনকে টার্গেট করে আপনার কোনো প্রোডাক্টকে অপটিমাইজ করবেন ৷ সেই অপটিমাইজের কাজ গুলোকে এক কথায় বলা হয় এসইও।

SEO মানে Search Engine Optimization । SEO হলো Digital Marketing এর একটি অংশ। আজকে মূলত SEO এর বেসিক নিয়ে আলোচনা করবো। SEO কী এবং এটা কিভাবে কাজ করে?

SEO কী?

Search Engine Optimization- কে সংক্ষেপে বলা হয় এসইও। যখন আপনি কোনো সার্চ ইন্জিনকে টার্গেট করে আপনার কোনো প্রোডাক্টকে অপটিমাইজ করবেন ৷

সেই অপটিমাইজের কাজ গুলোকে এক কথায় বলা হয় এসইও। এস ই ও অপটিমাইজ করতে পারলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা যেকোনো ওয়েবসাইটের কন্টেন্ট/প্রোডাক্ট/লেখা/ভিডিও যেকোনো কিছু সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসতে পারবেন।

SEO কী? SEO কিভাবে কাজ করে?
SEO কী? SEO কিভাবে কাজ করে?

SEO পরিপূর্ণভাবে করতে পারলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা যেকোনো ওয়েবসাইট গুগলের প্রথম পাতাই আসবেই।

কেন SEO গুরুত্বপূর্ণ?

বর্তমান প্রেক্ষাপটে গুগল,বিং এবং ইউটিউবে লক্ষ্যাধিক+ কন্টেন্ট রয়েছে। প্রতিদিন কোটি কোটি সার্চ করা হয়ে থাকে।

এতো কন্টেন্ট এর ভিড়ে আপনার কন্টেন্টটি চাপা পড়ে থাকে। এতো কন্টেন্ট এর মধ্য থেকে আপনার কন্টেন্টটিকে গুগল বা ইউটিউবের প্রথম পাতায় আনতে আপনার কন্টেন্টটিকে এস ই ও করতে হবে।

আপনি যদি আপনার কন্টেন্টকে গুগলের প্রথম পেইজে দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে পারফেক্টলি এস ই ও করতে হবে।

গুগলেল প্রথশ পাতাই আপনার কন্টেন্টটি না এসে যদি গুগলের 5ম পাতায় ও আসে তাহলে আপনি আপনার চাহিদা মতো ভিজিটর/আপনার প্রডাক্ট সেল করতে পারবেন না।

কারণ আপনি, আমি যাই সার্চ করিনা কেন খুব কম সময়ই আমরা দ্বিতীয় পাতায় যাই। তাহলে বুঝতেই পারছেন আপনার কন্টেন্টটিকে যেভাবেই হক গুগলের প্রথম পাতায় আনতে হবে। আর গুগলের প্রথম পাতায় আনতে এস,ই,ও কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতেই পারছেন।

SEO কত প্রকার?

SEO এর পারফেক্ট প্রকারভেদ কোথাও পাবেন না। তবে আমি আজ আপনাদের সাথে ৩টি এস,ই,ও প্রকারভেদ নিয়ে আলোচনা করবো।

১। অন-পেইজ ‍এস,ই,ও

২। অফ-পেইজ এস,ই,ও

৩। টেকনিক্যাল এস,ই,ও।

অন পেইজ এস,ই,ও

যখন কোনো সার্চ ইঞ্জিনকে টার্গেড করে যেসব অপটিমাইজেশন এর কাজ করা হয়। সেই কাজ গুলোকে বলা হয় এসইও।

একইভাবে যখন আপনি এই অপটিমাইজেশন এর কাজ গুলো আপনার ওয়েবসাইট থেকে করবেন। তখন তাকে বলা হবে On Page SEO বা অন পেইজ এস,ই,ও হলো কোনো ওয়েবসাইটে কোনো ব্লগ/পোস্ট পাবলিস্ট করার আগে যে কাজগুলো করতে হয় তা হলো অন পেইজ এস,ই,ও।

এখন প্রশ্ন করতে পারেন ব্লগ পাবলিস্ট করার আগে কি কাজ করতে হয়?

যে কাজগুলো করতে হয় পোস্ট/ব্লগ পাবলিস্ট করার আগে তা হলো:- সঠিক কিওয়ার্ড নির্বাচন, মেটা ডিস্কিপশন, টেগ,ইমেইজ টেগ, টাইটেল নির্বাচন, হেডিং, সাবহেডিং, ইন্টারনাল লিংক তৈরি, পার্মালিংক তৈরি ইত্যাদি ঠিকমতো সাজানো।

অফ পেইজ এস ই ও

অফ পেজ এসইও মানে হলো, নিজের ওয়েবসাইটকে এমন কিছু টেকনিক ব্যবহার করে “সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন” করা, যেখানে সোজা ভাবে ওয়েবসাইটের ভেতরে কাজ করতে হয় না।

মানে, এই মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য, আপনার সম্পূর্ণ ভাবে ওয়েবসাইটের বাইরে গিয়ে কিছু এসইও টেকনিক (seo technique) ব্যবহার করতে হবে।

যেমন কন্টেন্ট আপলোড করার পরে বিভিন্ন সোসাল মিডিয়ায় শেয়ার করা বা ব্যাকলিংক তৈরি করা। যার ফলে গুগলের বাইরে থেকেও, বিভিন্ন সোস্যাল মিডিয়া থেকে ব্যাংক লিংকের মাধ্যমে কন্টেন্টে এ ভিজিটর আসবে।

টেকনিক্যাল এস ই ও

আপনার সাইটের অন পেইজ এবং অফ পেইজ যথাযথভাবে করলেও আপনার টার্গেটেড কন্টেন্ট যে সার্চ ইঞ্জিনে র‍্যাংক (সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় আসাকে বুঝাতে এই শব্দ ব্যবহার করা হয়) করবে তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেনা।

কারণ এই দুটোর পারফর্মেন্সকে দূর্বল করে দিতে পারে সার্চ ইঞ্জিনের কিছু টেকনিক্যাল সমস্যা।

তাই টেকনিক্যাল এস ই ও ভালোভাবে জানতে হবে।

টেকনিক্যাল এস ই ও তে যা যা আছে,

  • পেইজ স্পিড/ পেইজ লোডিং স্পিড
  • মোবাইল ইউজেবিলিটি
  • সাইটম্যাপ
  • রোবট টেক্সট/টিএক্সটি ফাইল
  • সাইট ডিজাইন এবং স্ট্রাকচার
  • ৩০১ রিডিরেক্ট
  • ৪০৪ এরর
  • কন্টেন্ট ডুপ্লিকেশন
  • কন্টেন্ট থিকনেস/ থিন কন্টেন্ট
  • ক্যানোনিক্যাল ট্যাগ
  • স্ট্রাকচার্ড ডাটা
  • ইউআরএল স্ট্রাকচার
  • এসএসএল সার্টিফিকেট
  • ফিক্সড ব্রোকেন লিংক
  • ক্রল(সার্চ ইঞ্জিন বট) এরর ফ্রি রাখা

এই তিনটি এস,ই,ও সম্পর্কে পুরোপুরি ধারনা পেলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ইউটিউব বা যেকোনো ওয়েবসাইটে আপনার লিখা কন্টেন্ট এ ভিজিটর নিয়ে আসতে পারবেন এবং গুগলে র‌্যাংকিং ও করাতে পারবেন।

আরো পড়ুন..

Leave a Comment