Blogger প্লাটফর্মে Custom Domain সেটআপ করার উপায়

আপনি যদি নতুন ব্লগার হিসেবে ব্লগার ডট কম দ্বারা একটি ওয়েবসাইট তৈরি করে থাকেন। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের সাব ডোমেইন/ blogspot.com এর বিপরীতে ডুমিন প্রোভাইডারদের কাছ থেকে একটি কাস্টম ডোমেইন সেটআপ করতে চান?

সেক্ষেত্রে আজকের এই আর্টিকেলটি অনুসরণ করে, আপনারা জেনে নিতে পারবেন ব্লগার প্লাটফর্মে কাস্টম ডোমেইন সেটআপ করার নিয়ম সম্পর্কে।

ব্লগার প্লাটফর্মে একটি কাস্টম ডোমেইন শুধুমাত্র আপনার ওয়েবসাইটকে প্রফেশনাল করে তুলে না বরং ওয়েবসাইট ব্র্যান্ডিং এবং এসইও তেও বিশেষ সহায়তা করে।

এখন আপনি যদি আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন। তাহলে আশা করা যায় ব্লগার প্লাটফর্মে কিভাবে কাস্টম ডোমেইন সেটআপ করতে হয়, সে বিষয়ে জানতে পারবেন।

Blogger প্লাটফর্মে Custom Domain সেটআপ করার উপায়
Blogger প্লাটফর্মে Custom Domain সেটআপ করার উপায়

ব্লগার প্লাটফর্মে কাস্টম ডোমেইন ব্যবহার করা যাবে কি?

আপনার যদি প্রশ্ন হয়ে থাকে ব্লগার প্ল্যাটফর্মে কাস্টম রুমে ব্যবহার করা যাবে কিনা? তাহলে এর উত্তরে বলব হ্যাঁ অবশ্যই আপনারা ব্লগার প্লাটফর্মে সহজেই কাস্টম ডোমেইন যুক্ত করতে পারবেন।

ব্লগার প্লাটফর্মে কাস্টম ডোমইন ব্যবহার করতে চাইলে আপনাকে নিচে দেওয়া পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। যেমন-

  • প্রথমে ডোমেন রেজিস্টার থেকে একটি ডোমেইন নাম কিনতে হবে।
  • আপনার ব্লগার প্লাটফর্ম লগইন করতে হবে।
  • তারপর সেটিং অপশন থেকে ডোমেইন সেকশনে এড কাস্টম ডোমেইন অপশন এ ক্লিক করতে হবে।
  • তারপর আপনার ডোমেইন নেমটি লিখতে হবে।
  • সর্বশেষ সেটিং টি সম্পন্ন করবেন।

এরকমভাবে আপনার ব্লগস্পট ওয়েবসাইটে কাস্টম ডোমেইন এড করতে পারবেন। তো ব্লগার প্ল্যাটফর্মে কাস্টম ডোমেইন যুক্ত করার বিষয়ে বিস্তারিত জানতে নিজের অংশটি পড়ুন।

Blogger প্লাটফর্মে Custom Domain সেটআপ করার উপায়

আপনি যদি ব্লগার প্ল্যাটফর্মে কাস্টম ডোমেইন সেটআপ করতে চান তাহলে নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন।

স্টেপ – 1

ব্লগার প্লাটফর্মে কাস্টম ডোমেইন সেটআপ করার জন্য প্রথমে আপনার ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। তারপর সরাসরি সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পরে, আপনারা পাবলিশিং থেকে কাস্টম ডোমেইন অপশনে ক্লিক করবেন।

তারপর কাস্টম ডোমেইন অপশনে আপনার ক্রয় করা ডোমেইন নামটি যুক্ত করবেন। কাস্টম ডোমেইন যুক্ত করার জন্য, আপনার ডোমেইন নামটি www.dailytk.com এরকম ফরমেটে দিতে হবে। তারপর সেভ বাটনে ক্লিক করে দেবেন।

সেভ বাটনে ক্লিক করার পরে একটি Error দেখানো হবে। আপনার ডোমেটি এখনো ভেরিফাই করা হয়নি। তাই আপনার ডি এন এস রেকর্ড সেটিং সম্পন্ন করতে হবে।

ডি এন এস রেকর্ড সেটিং করার জন্য আপনাদের চারটি রেকর্ড যুক্ত করতে হবে।

আপনারা দুইটি Cname পেয়ে যাবেন। উক্ত Cname গুলো ব্লগারের সাথে আপনার ডোমেইন লিংক করার জন্য দরকার হবে। তার জন্য আপনার ডোমেইন রেজিস্ট্রার এর সাইট লগিন করবেন। DNS সেটিং খুজে বের করে ব্লগার দ্বারা দুইটি সিনেম যুক্ত করবেন। যেমন-

ডোমেইন রেজিস্ট্রার এর ইউজার প্যানেলে যাবেন। ডোমেইন নেম এর পাশে থাকা। মেনেজ ডিএনএস অপশনে যাবেন।

তারপরে Type থেকে CNAME নির্বাচন করে, গুগল এর দেওয়া CNAME দুইটি যুক্ত করবেন। আপনারা মনে রাখবেন হোস্ট নেম এর জায়গায় প্রথমটা যুক্ত করবেন। যেমন- www এবং Address এর জায়গায় CNAME এড করবেন।

তারপরে A Record এ ধারাবাহিকভাবে নিচের দেওয়া কোড গুলো এড করবেন। যেমন

  • 216.239.32.21
  • 216.239.34.21
  • 216.239.36.21
  • 216.239.38.21

তো এই পর্যন্ত করলে কাজ শেষ হবে। তার পরে, সেভ বাটনে ক্লিক করে দিবেন। পূনরায় আপনারা ব্লগার ড্যাশবোর্ডে চলে আসবেন। যেখানে কাস্টম ডোমেইন যুক্ত করেছেন।

সেখানে পুনরায় ডোমেইন নাম যুক্ত করে সেভ বাটনে ক্লিক করবেন। এখন সবকিছু ঠিক থাকলে ১ দিনের মধ্যে ডোমেইন যুক্ত হয়ে যাবে।

স্টেপ – 2

আপনার ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এসইও উন্নত করার জন্য আপনার কাস্টম ডোমেইন এর জন্য https অপশনটি চালু করতে হবে। তার জন্য ব্লগার ড্যাশবোর্ড থেকে কাস্টম ডোমেইনের পরের অপশনে ডোমেইন রিডাইরেক্ট অপশনটি খুজে নিবেন। তার পরে সিট এনাবল করবেন।

এরপরে আপনার সকল কাজ শেষ। এখন অপেক্ষা করতে হবে ব্লগারে ডোমেইন নেম টি সেট হওয়ার জন্য।

শেস কথাঃ

তো বন্ধুরা, এই ছিল আজকের আর্টিকেল কিভাবে ব্লগার প্লাটফর্মে কাস্টম ডোমেইন সেটআপ করা যায়। আপনার ব্লগ এবং ওয়েবসাইট যদি ব্লগার দ্বারা blogspot.com দিয়ে তৈরি করা থাকে।

তাহরে আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ডোমেইন প্রোভাইডারদের সাথে যোগাযোগ করে একটি ডোমেইন নেম কিনে নিবেন।

এক্ষেত্রে, আমি আপনাকে পরামর্শ দেব। আপনি যদি ব্লগার প্লাটফর্ম দিয়ে সাইট তৈরি করে, টাকা ইনকাম করতে চান? তাহলে টপ লেভেল এর একটি ডোমেইন কিনবেন। আর টপ লেভেল ডোমেইন এক্সটেনশন হলো- .com, .net, .info, org ইত্যাদি।

আর বাংলাদেশ থেকে ডোমেইন না কিনে আপনারা ইন্টারন্যাশনাল ডোমেইন প্রোভাইডার নেমচিপ থেকে একটি ডোমেইন রেজিস্ট্রার্ট করবেন। তাহলে নিশ্চিন্তে সাইট পরিচালনা করতে পারবেন।

ধন্যবাদ।

Leave a Comment