ব্লগার প্লাটফর্ম যেভাবে সঠিক SEO সেটিংস চালু করবেন ?

বর্তমান সময়ে যারা ব্লগার প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাদের জন্য সুখবর। আপনারা চাইলে ব্লগার প্ল্যাটফর্মে সম্পূর্ণ ওয়েবসাইট এসইও করে নিতে পারবেন।

কারণ বর্তমানে ব্লগার প্ল্যাটফর্মে কিছু উন্নত এসইও বিকল্প চলে এসেছে। এটি অবশ্যই একটি উত্তেজনাপূর্ণ ব্যাপার। আমরা যখন ব্লগার vs সম্পর্কে আলোচনা করি। তখন সব সময় ওয়ার্ডপ্রেস কে এসইও’র দিক থেকে ভালো জায়গায় রাখি।

তবে এখন ব্লগার এ এ নতুন এসইও ফিচার সংযুক্ত করে গুগল এসইও এর এই পার্থক্য অনেকটাই ফিক্সড করেছে। যদিও এটি এমন নয় যে আপনার ব্লগিংয়ের জন্য শুধুমাত্র ব্লগার ধরে রাখতে হবে। তারপরও এই পরিবর্তনটা অনেক প্রশংসারযোগ্য।

তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাকে জানিয়ে দেবো। ব্লগার প্লাটফর্ম যেভাবে সঠিক SEO সেটিংস চালু করবেন ? তো চলুন আর সময় নষ্ট না করে বিস্তারিত জেনে আসি।

ব্লগার প্লাটফর্ম যেভাবে সঠিক SEO সেটিংস চালু করবেন ?
ব্লগার প্লাটফর্ম যেভাবে সঠিক SEO সেটিংস চালু করবেন ?

ব্লগার এডভান্স এসইও কিভাবে সেট করবেন?

ব্লগার এডভান্স এসইও করার জন্য আপনাদের অবশ্যই ব্লগার ড্যাশবোর্ড লগইন করতে হবে। ব্লগার ড্যাশবোর্ডে গিয়ে আপনারা Under settings + Search preference এর মাধ্যমে আপনি ব্লগার টিম দ্বারা, নতুন সংযুক্ত সকল এসইও অপশন ব্যবহার করতে পারবেন।

আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ সকল সেটিং সম্পর্কে বলে দেব। কিন্তু সতর্ক হতে হবে কারণ একটা সেটিংস ভুল করলে আপনার সম্পূর্ণ সাইট ডি ইনডেক্স হয়ে যেতে পারে।

এখন আমরা ব্লগার টিমের নতুন সংযোগ কিছু এসইও ফিচার নিয়ে আলোচনা করব। তো চলুন জেনে নেয়া যাক।

ডেসক্রিপশন মেটা ট্যাগ

এখন আমি আপনার ব্লগার সম্পর্কে আলোচনা করব। আপনার ব্লগার ওয়েবসাইটের ধরন বা কি সম্পর্কিত এরকম কিছু বর্ণনা আপনার ভিজিটর এবং সার্চ ইঞ্জিন গুলোকে জানানোর জন্য ১৫০ অক্ষরের মধ্যে ওয়েবসাইটের সম্পূর্ণ বর্ণনা সংযুক্ত করতে হবে।

যার ফলে ভিজিটরদের আপনার ব্লগ কে খুঁজে পেতে সুবিধা মনে করবে।

এসইও এর পরিপেক্ষিতে বলা যায় ব্লগার ডেসক্রিপশন মেটা ট্যাগ আপনাদের মেইন কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। যেমন কেউ যদি গুগল dailytk এ লিখে সার্চ করে তাহলে, https://dailytk.com ওয়েবসাইট সম্পর্কে যে সকল তথ্য গুগলে রয়েছে সেগুলো ম্যাটা ডেসক্রিপশনে দেখাবে।

সম্পূর্ণ বর্ণনা করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে ১৫০ অক্ষরের বেশি না হয়। তার কারণ ১৫০ ওকারের বেশি হলে গুগল সেটি সাপোর্ট করবে না। আপনার দেওয়া বর্ণনাগুলো গুগল সেটিকে ভিজিটরদের কাছে প্রদর্শন করবে।

কাস্টম ৪০৪ ইরর পেইজ মেসেজ

404 ভুল ভাবে টাইপ করা একটি পেজ। এটি এমন একটি পেজ যেখানে ভিজিটর প্রবেশ করলে কোন পেজ খুঁজে পাবে না। এই 404 মেসেজটি আপনাকে এইচটিএমএল মেসেজ তৈরি করতে বলবে।

যা আপনি ব্লগার 404 পেজে প্রদর্শন করাতে পারবেন। এই জায়গায় আপনারা সৃজনশীলতা দেখাতে পারবেন।

যখন কেউ dailytk লিংকে ক্লিক করবে তখন সে কিছুই দেখতে পারবে না। কারণ এটি একটি ভুল টাইপ লিংক। তাই একটা ভুল ভাবে টাইপ করার লিংক ভিজিটরকে একটি মেসেজ দেখানো হবে। এই লিংকের ক্ষেত্রে যাতে কেউ বুঝতে পারে সে ভুল লিংকে প্রবেশ করেছে, 404 মেসেজ।

কাস্টমস রিডাইরেক্টস

যখন কোন ছাড়পাটি ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের সাথে linking করবে। যার কোন অস্তিত্ব নেই বা আপনি যদি একটি পেজ রিমুভ করেন। এবং ভিজিটর পুনঃনির্দেশ করতে চান।

আপনি গুগল ওয়েবমাস্টার টুল ব্যবহার করে 404 পেজ খুঁজে পাবেন। এবং রিটাডিক্ট সেট করে, সেটি হোমপেজে যুক্ত করে দিতে পারবেন।

যার ফলে ফোর জিরো ফোর এরোর পেজে কোন ভিজিটর প্রবেশ করলে, সরাসরি আপনার ওয়েবসাইটের হোমপেজে চলে যাবে।

নোফলো – ওপেন ইন নিউট্যাব

এখানে নিউ ট্যাবে এক্সটার্নাল লিঙ্ক চালু করা হয়। , পোস্ট এডিট থেকে যখন কোন লিংক আপনি ওয়েবসাইটে যোগ করবেন। তখন দুইটি অপশন দেখতে পারবেন যেমন-

  1. Add the Nofollow attribute and
  2. Open the new tab

আগে সময়গুলোতে আমরা এইচটিএমএল ব্যবহার করে নোফলো যুক্ত করতাম। তবে এই নতুন একটি লিঙ্ক সংযুক্ত আপনার কাছে আরও সহজ করে দিবে।

নোফলো লিঙ্ক ntvude ব্যবহার করুন, শুধুমাত্র তখন যখন আপনাকে অপ্রাসঙ্গিক ডোমেইন ব্যবহার করতে হবে। এমন পেজ ব্যবহার করতে হবে যা বিশ্বাস করতে পারবেন না।

রোবটস ডট টেক্সট ফর ব্লগস্পট

ব্লগস্পটে এসইও সেটা এর একটি অংশ হচ্ছে রোবটস ডট টেক্সট। এটি ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে কোন ভুল সেটিংস করলে আপনার ওয়েবসাইট সম্পূর্ণভাবে ইনটেক্স হারিয়ে যাবে।

আপনার ওয়েবসাইটে এমন কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকে যেখানে আপনি চান না যে গুগল সেটে ভিজিট করুক বা ইনডেক্স করুক।

রোবটডস ডট টেক্সট আপনার সেই কাজটি অটোমেটিক করে দেবে। এটি সার্চ ইঞ্জিনকে নির্দেশ প্রদান করে আপনার ওয়েবসাইটের কোন অংশ ইনডেক্স বা প্রসেস করবে না কিংবা করবে। নিচে দেওয়া সাধারণ বোবটস ডট টেক্সট উদাহরণ দেওয়া হল-

  • User-agent: *Disallow:Sitemap: https://dailytk.com/sitemap.xml, Sitemap:https://dailytk.com/sitemap-pages.xml

কাস্টমস রোবটস হেডার ট্যাগস

কাস্টম রোবট হেডটার ট্যাগস এটিকে মূলত ম্যাটা ট্যাগ বলা হয়। যারা একটি পেজ স্পেসিফিক অ্যাপচার বচা অভিগমন অনুসরণ করে। সার্চ ইঞ্জিন কে নির্দেশ প্রদান করে কিভাবে প্রতিটি পেজ এবং ওয়েবসাইট ভিজিট করবে এবং ইনডেক্স করবে।

শেষ কথাঃ

আলোচনা শেষে বলা যায় ব্লগারদের জন্য যে সকল ফিচার নিয়ে এসেছে সেগুলো সহজ। এর মধ্যে ব্লগার খুব দ্রুত তাদের ইচ্ছা পূরণ করতে পারবে, এডভান্স এসইও সম্পন্ন করে।

এখন ব্লগার ওয়েবসাইট এসইও নিয়ে আপনার যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।

Leave a Comment