সম্মানিত প্রিয় পাঠক আজকে আমরা অনলাইন বিজনেস নিয়ে আলোচনা করব। অনলাইনের মাধ্যমে বিজনেস কিভাবে করবেন তা আজকে আমরা আলোচনা করব। অনলাইন বিজনেস কাকে বলে যেমন,অনলাইন কে মাধ্যম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসা করাকে অনলাইন বিজনেস বলা যায়।
এখন প্রায় সব দেশেই অনলাইন বিজনেস চালু হয়েছে যেমন,আমাদের দেশের বিভিন্ন ই-কমার্স কোম্পানি যেমন দারাজ, রকমারি এরা অনলাইন বিজনেস করছে।
বর্তমানে এরা অনলাইন মাধ্যম ব্যবহার করে মানুষের কাছে তাদের নানান জাতীয় পণ্য বিক্রয় করছে। এখন বর্তমানে অনলাইন বিজনেস কে সংক্ষেপে ই-কমার্স ও বলে থাকেন অনেকে। আজকে আমরা অনলাইন বিজনেস কি? কিভাবে শুরু করব? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমাদের এই পোস্টে।
অনেক আগেই বলা হয়েছে যে অনলাইন মাধ্যম ব্যবহার করে বিজনেস করাকেই অনলাইন বিজনেস বলে। অনলাইনের মাধ্যমে যেকোনো পণ্য তা যদি দেশের আইনের সাথে সাংঘর্ষিক না হয় তবে বিক্রয় করা যায়।
যেমন, ধরুন বাংলাদেশের বিভিন্ন রকম পণ্য খাদ্যদ্রব্য সহ প্রায় সব রকমের জিনিস অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হচ্ছে।
সুতরাং সহজ কথায় বলা যায় যে, দেশের আইনের সাথে যদি সাংঘর্ষিক না হয় তবে সব ধরনের পণ্য অনলাইনে বিক্রি করা যায়। দেশের আইনের সাথে সাংঘর্ষিক এরকম একটি পণ্যের উদাহরণ দেওয়া যায় যে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বা ইয়াবা বিক্রয়।
মাদক দ্রব্য বা ইয়াবা বা ইয়াবা বিক্রয় করা বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ। সুতরাং, মাদকদ্রব্য বা ইয়াবা কোন অনলাইনে পেজ বা ওয়েবসাইট বিক্রয় করাও বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হবে।
সুতরাং অনলাইনে বিজনেস করতে গেলে আপনি দেশের আইনের সাথে সামঞ্জস্য রেখে যে কোন ধরনের পণ্য বিক্রয় করতে পারবেন।
আমরা এতক্ষণ তো অনলাইন বিজনেস কি জানলাম। এখন জানব অনলাইন অফলাইন বিজনেস এর মধ্যে কি কি পার্থক্য আছে। অনলাইন বিজনেস বিভিন্ন রকমের হতে পারে।
আবার আমরা সাধারণত দোকানপাটে বা শপিংমলে যে ধরনের বিজনেস দেখি সে গুলোকে অনলাইন বিজনেস এর অন্তর্ভুক্ত বলা চলে। অর্থাৎ অনলাইন বিজনেস হচ্ছে এমন বিজনেস যেখানে ক্রেতা-বিক্রেতা উপস্থিত থেকে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে।
অফলাইন বিজনেস এবং অনলাইন বিজনেস এর মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন-
বর্তমানে এখন অফলাইন বিজনেস করার জন্য একটি সুনির্দিষ্ট জায়গা লাগে। যেমন ধরুন কোন দোকানপাট বা শপিংমল বছরের পর বছর তারা একটি জায়গা থেকে ব্যবসা করে। এই ব্যবসা করার জন্য তাদেরকে এই দোকানটি বাড়ি ভাড়া নিতে হয়েছে বা কিনতে হয়েছে।
কিন্তু অনলাইন বিজনেস করার জন্য এমন কোনো সুনির্দিষ্ট জায়গার প্রয়োজন নেই। যে কেউ অনলাইনে তার পণ্য থাকলেই অনলাইনের মাধ্যমে বিক্রয় করতে পারবে।
অফলাইন বিজনেসে বিক্রেতা ক্রেতা কে সামনাসামনি পণ্য প্রদর্শন করে থাকে। বিক্রেতার উপস্থিতিতে ক্রেতা সামনাসামনি পণ্যের যাচাই বাছাই করে নেন।
কিন্তু অনলাইন বিজনেস এর পদ্ধতি আলাদা। এখানে পণ্য সামনাসামনি প্রদর্শন করা লাগেনা। কোন ফেসবুক পেজ বা কোন ওয়েবসাইটের মাধ্যমে এখানে বিক্রেতা ক্রেতা কে তাকে তার পণ্য প্রদর্শন করে।
পরিচালনা পদ্ধতির দিক থেকে বিবেচনা করলে অনলাইনে বিজনেস করা অফলাইনে বিজনেস করার থেকে অনেক সুবিধাজনক। কারণ এখানে ঘরে বসে যে কেউ বিজনেস করতে পারে।
অপরদিকে অফলাইনে বিজনেস করতে হলে কাউকে দিয়ে বা নিজে উপস্থিত থেকে ব্যবসা করতে হয়।
অফলাইনে বিজনেস পরিচালনা করার বিষয়ে আগেই বলা হয়েছে যেখানে বিক্রেতা এবং ক্রেতা সামনাসামনি ক্রয় বিক্রয় করে। সুতরাং এখানে পণ্য যে হস্তান্তর হয় তা প্রায় সব ক্ষেত্রেই তাৎক্ষণিক হয়ে থাকে।
কিন্তু অনলাইন বিজনেস এর ক্ষেত্রে বিষয়টি এমন নয়। অনলাইনে বিজনেস বিক্রেতার স্থান থেকে ক্রেতার স্থানে পৌঁছাতে কিছু সময় লাগে। অর্থাৎ এখানে তাৎক্ষণিক পণ্য হস্তান্তর হয় না। এই সময়ের পরিমাণ বিক্রেতার স্থান থেকে ক্রেতার স্থানের দূরত্ব এর উপর নির্ভর করে।
যেমন বাংলাদেশে বসে বিদেশে অ্যামাজন থেকে পণ্য অর্ডার দেয় তবে তা আসতে প্রায় এক মাস সময় লাগে। আবার বাংলাদেশের অভ্যন্তরে কোন ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য অর্ডার দিলে তা আসতে সর্বোচ্চ ১ সপ্তাহ লাগে।
আমরা অনলাইন এবং অফলাইন বিজনেস এর মধ্যে পার্থক্য সম্পর্কে জানলাম। অনলাইন এবং অফলাইন বিজনেস এর উদাহরণ দিতে বলা যায় যে যেমন দারাজ, রকমারি, বিক্রয় এসব বাংলাদেশ অনলাইন বিজনেস করছে।
আবার অফলাইন বিজনেস এর উদাহরণ আমাদের নিচের মুদি দোকান থেকে শুরু করে শোনা বসুন্ধরা শপিং মলসহ এরকম দোকান।
অনলাইন বিজনেস এর সুবিধা (Benefits of Online Business)
বর্তমানে অনলাইন বিজনেস করার অনেকগুলো সুবিধা আছে। যেমন অনলাইন বিজনেস যে কেউ যখন তখন শুরু করতে পারে। কিন্তু অফলাইন বিজনেসের ক্ষেত্রে বিষয়টি এমন নয়। যেমন ধরুন আপনি কোন খাদ্য দ্রব্য তৈরি করলেন।
এখন আপনি যদি তা সাধারণভাবে অফলাইনে বিক্রি করতে চান তাহলে আপনার একটি দোকান খোঁজা লাগবে। তারপর সেই দোকানের ভাড়া পরিশোধ, কাগজপত্র তৈরি, ট্যাক্স এসব করা লাগবে আপনার পণ্য বিক্রি করার জন্য।
কিন্তু একই খাদ্যদ্রব্য আপনি অনলাইনে কোন ফেসবুক পেজ বা ওয়েবসাইট খুলে বিক্রয় করতে চান তবে সাথে সাথে করতে পারবেন। তখন আপনার এত সব ঝামেলার মধ্যে দিয়ে যাওয়া লাগবেনা।
1 thought on “অনলাইন বিজনেস কি | অনলাইনে বিজনেস শুরু করার উপায়?”