হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় – জেনেনিন এখানে!

বর্তমানের ডিজিটাল প্রযুক্তির জগতে মোবাইল ছাড়া চলা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। একে অন্যের সাথে যোগাযোগ রক্ষার জন্য এবং ইন্টারনেট অ্যাক্সেস করতে মোবাইল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

অনেক সময় আমাদের মোবাইল হারিয়ে যায়, হারানো মোবাইল ফোন গুলো খুঁজে পাওয়ার উপায় সম্পর্কে জানানোর জন্য আজকের এই আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে।

অনেক সময় আমাদের মোবাইল চুরি হয়ে যায় বা ভুলবশত হারিয়ে যায়। সেই মোবাইল ফোন আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্ট এবং তথ্য থাকে।

আমরা চাইলে কয়েকটি পদক্ষেপ অনুসরণ করেম হারিয়ে যাওয়া মোবাইলটি খুঁজে নিতে পারব।

আপনাদের মোবাইল যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক হেল্পফুল। এখন হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় জানতে আমাদের আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন।

হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় - জেনেনিন এখানে!
হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় – জেনেনিন এখানে!

হারানো মোবাইল খুজে পাওয়ার উপায়

হারানো মোবাইল খুঁজে পাওয়ার জন্য প্রথমে আপনাদের নিকটস্থ থানায় একটি জিডি এন্ট্রি করতে হবে। থানায় জিডির কপিতে মোবাইলের আইএমইআই নম্বর উল্লেখ করতে হবে।

তারপর প্রশাসন আইএমইআই নম্বর সিমের মাধ্যমে ফোন ট্র্যাক করে, খুঁজে বের করবে।

মোবাইল খুজে পাওয়া গেলে কিছুদিনের মধ্যে থানা থেকে কল দিয়ে, এবং এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলটি নিয়ে যাওয়ার জন্য বলা হবে।

এছাড়া আপনার মোবাইল চালু থাকলে এবং স্মার্টফোন হলে গুগলের মাধ্যমে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন।

মোবাইল হারিয়ে গেলে প্রথমত, মোবাইলটি যে কোম্পানি থেকে কিনবেন সেই কোম্পানির হট লাইন নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে আপনার সিমটি বন্ধ করে দিবেন।

যার ফলে কোন কোচক্রী মানুষ আপনার মোবাইল ব্যাংকিং একাউন্ট গুলোতে প্রবেশ করে কোন তথ্য চুরি করার সুযোগ পাবে না।

হারানো মোবাইল পাওয়ার জন্য থানায় জিডি করার নিয়ম

আপনার মোবাইল খুজে পাওয়ার জন্য অবশ্যই, যে এরিয়া থেকে আপনার মোবাইল হারাবে, সেই এরিয়ার নির্দিষ্ট থানায় গিয়ে জিডি করতে হবে।

থানাতে জিডি করার সময় অবশ্যই আপনাকে একটি আবেদন দাখিল করতে হবে।

আবেদনপত্রের মূল বিষয় হবে ‘হারানো মোবাইল ফিরে পাওয়ার সাধারণ ডায়েরি ভুক্তের জন্য আবেদন’। তারপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এই আবেদন পত্র জমা দিতে হবে।

আবেদনপত্রে মোবাইলের আইএমইআই নম্বর এবং আপনার মোবাইলে থাকা সিমের নম্বর উল্লেখ করে দিতে হবে।

তাছাড়া আবেদনপত্রে আপনার জাতীয় পরিচয় পত্র এন আইডি কার্ডের নাম্বার, আপনার নাম এবং বর্তমান ঠিকানা/স্থায়ী ঠিকানা, বয়স, পিতার নাম উল্লেখ করে দিতে হবে।

সুন্দর এবং সাবলীল ভাষায় একটি দরখাস্ত লিখে থানায় জমা দিবেন।

সরকারিভাবে ফ্রিতে হারানো মোবাইল উত্তোলনের সেবা প্রদান করা হয়। অফিসার ইনচার্জ, এস আই এই সেবা গুলোর দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের প্রতিটি নাগরিক এই সেবা গুলো ভোগ করতে পারবে। মোবাইল উদ্ধারের জন্য তিন দিন থেকে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত সময় লাগে।

তো সঠিক পদ্ধতিতে জিডি করার পরে, থানা থেকে আপনার জিডি আবেদন এপ্রুভ হয়েছে কিনা সে বিষয়ে জানতে 3 থেকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর মধ্যে থানা থেকে কোন রেসপন্স পাওয়া না গেলে পুনরায় থানাতে যোগাযোগ করবেন। তাহলে বিস্তারিত জানতে পারবেন।

হারিয়ে যাওয়া মোবাইল গুগলের মাধ্যমে খোঁজার পদ্ধতি

আপনার মোবাইল যদি আশেপাশের কোথাও থাকে। আপনি কোথায় রেখেছেন তা ভুলে গিয়েছেন। সে ক্ষেত্রে গুগলের (Find my phone) অপশন ব্যবহার করে আপনার মোবাইলটি কোথায় রয়েছে সে বিষয়ে জেনে নিতে পারবেন।

কিন্তু এর জন্য অবশ্যই আপনার মোবাইলে একটি জিমেইল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে। যে মোবাইলটি হারিয়ে গেছে সেটি ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

এই তথ্যগুলো ঠিক ঠাক থাকলে নিচে দেওয়া পদক্ষেপ অনুসরণ করে, হারিয়ে যাওয়া মোবাইল গুগলের মাধ্যমে খুঁজে নিতে পারবেন। তার জন্য নিচে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

  • আপনারা অন্য যেকোনো একটি মোবাইল বা কম্পিউটার হারিয়ে যাওয়া মোবাইল ফোনের ইমেইল অ্যাকাউন্ট লগইন করুন।
  • তারপর গুগলে গিয়ে (Find my phone) লিখে সার্চ করে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এরপরে আপনার সামনে Find my phone লেখাটি নোটিফিকেশন আকারে চলে আসবে সেটি একসেপ্ট করে দিবেন।
  • তো আপনার মোবাইলের মডেল এবং আপনার মোবাইল যদি কোন ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করা থাকে, তাহলে সেটি দেখানো হবে।
  • তাছাড়া মোবাইলে কত পারসেন্ট চার্জ রয়েছে এবং মোবাইলের সঠিক লোকেশন দেখানো হবে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের যে রিংটোন সেট করা থাকবে সেটি বেজে উঠবে।

আরও পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আশা করি হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায় কি সে সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি আশেপাশে বাড়িতে কোথাও ফোন রেখে খুঁজে না পান তাহলে গুগলের মাধ্যমে, উপরে দেওয়া পদক্ষেপ অনুযায়ী খুঁজে নিতে পারবেন।

আর যদি পথে ঘাটে কোথাও আপনার ব্যবহার করা মোবাইলটি হারিয়ে যায়। তাহলে সেটি খুঁজে পাওয়ার জন্য, থানায় একটি জিডি করতে হবে। তারপর থানা থেকে পদক্ষেপ নিয়ে আপনার মোবাইলটি দ্রুত সময়ে খুঁজে দেবে।

তার জন্য আপনার মোবাইলটি যদি হারিয়ে যাই সেই মোবাইলের আইএমইআই নম্বরটি প্রয়োজন পড়বে। তাই আপনারা যারা মোবাইল হারানো সমস্যায় পড়েননি। তারা মোবাইলের আইএমইআই নম্বরটি সংগ্রহ করে রেখে দেবেন যদি কোন কারনে। মোবাইলটি হারিয়ে যায় তাহলে সেটি ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে।

ধন্যবাদ।

Leave a Comment