Android মোবাইলের জন্য ফ্রিতে ছবি মেকআপ করার সফটওয়্যার ডাউনলোড করুন।

আমরা সকলেই মেকাপের মাধ্যমে নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আগ্রহে থাকি। কিন্তু নিজেদের সাধারণ ছবিকে যদি এডিট করে আরো সুন্দর করে তোলা যায়। তাহলে তো বিষয়টি খারাপ হয় না।

আর এজন্য তখন অনেকেই বেছে নেন, বিভিন্ন ছবি মেকআপ করার সফটওয়্যার অর্থাৎ ছবি এডিটিং অ্যাপ গুলো।

সেজন্য আজকের এই আর্টিকেলে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ছবি মেকআপ করার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। তাই চলুন আর দেরি না করে ছবি মেকআপ করার সফটওয়্যার সম্পর্কে জেনে আসি।

Android মোবাইলের জন্য ছবি মেকআপ করার সফটওয়্যার
Android মোবাইলের জন্য ছবি মেকআপ করার সফটওয়্যার

Android মোবাইলের জন্য ছবি মেকআপ করার সফটওয়্যার (ফ্রি)

আমরা আপনাকে যে সফটওয়্যার গুলো সম্পর্কে বলব। সেগুলো ব্যবহার করে, ছবি এডিট করা বা ক্যামেরায় তোলা ছবি গুলোকে মেকাপের মাধ্যমে, আকর্ষণীয় গড়ে তুলতে পারবেন।

কারণ এই ধরনের এন্ড্রয়েড মোবাইলে ছবি মেকআপ করার সফটওয়্যার গুলোতে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার, মেকআপ টুলসহ বিভিন্ন বিউটিটুলস পেয়ে যাবেন। যেগুলো ব্যবহার করে আপনার ছবি গুলোকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে ফেলতে পারবেন।

আর আমাদের দেখানোর প্রতিটি ছবি এডিটিং অ্যাপ গুগল প্লে স্টোর থেকে একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।

আর অ্যাপ গুলো ডাউনলোড করে, আপনার পছন্দমত মেকআপ দিয়ে সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। তাই দেরি না করে চলুন সেরা ছবি মেকআপ করার সফটওয়্যার গুলো সম্পর্কে জেনে আসি।

অবশ্যই দেখুনঃ

AI Enhancer AI photo enhancer

বর্তমান সময়ে গুগল প্লে স্টোরে AI Enhancer AI photo enhancer এই অ্যাপটি প্রায় 10M+ মানুষ ব্যবহার করে তাদের ছবিতে মেকআপ করে আকর্ষণীয় করে চলছে।

আপনারা গুগল প্লে স্টোরে এই মেকআপ করার অ্যাপটি মাত্র ২৪ এমবির বিনিময়ে ডাউনলোড করার সুযোগ পাবেন। এই অ্যাপ ব্যবহার করে পুরাতন যেকোনো ছবিকে নতুন প্রাণ দিতে পারবেন।

আর ছবিগুলো মেকআপ দিয়ে এডিটিং করা হলে সেগুলো এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। কম রেজুলেশনের ছবি গুলো হাই রেজুলেশন দিয়ে রূপান্তর করতে পারবেন।

আপনার পছন্দের মত ডিজাইন ব্যবহার করে সবাইকে সৌন্দর্য দিতে পারবেন। সাদা কালো ছবি রঙিন করতে পারবেন। নষ্ট হয়ে যাওয়া ছবি এডিট করে পুনরুদ্ধার করতে পারবেন।

তাই কোন প্রকার চিন্তা না করে ফ্রিতে এন্ড্রয়েড মোবাইলের জন্য গুগল প্লে স্টোরে গিয়ে, AI Enhancer AI photo enhancer এই অ্যান্ড্রয়েড ডাউনলোড করে নিন।

Pretty Makeup – Beauty Camera

গুগল প্লে স্টোরে আরো একটি জনপ্রিয় মেকআপ অ্যান্ড্রয়েড অ্যাপ হল- Pretty Makeup – Beauty Camera. এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে পঞ্চাশ মিলিয়নের বেশি ইউজার ব্যবহার করে যাচ্ছে।

অ্যান্ড্রয়েড অ্যাপটি আপনারা যে কোন সাধারণ এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল করে ব্যবহার করতে পারবেন। আর যে কোন ছবিকে আর্টিফিশিয়াল মেকাপের দ্বারা সৌন্দর্য করতে পারবেন।

এই অ্যাপটি সেলফি তোলার সময় ছবি গুলোকে একটি টিমভাবে মেকআপ দেওয়ার সুবিধা প্রদান করে। সবই তোলার সময় আপনার মুখের সামনে বিভিন্ন ধরনের মেকআপ টুলস চলে আসবে। সেগুলোতে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে, মেকআপ করতে পারবেন।

বিশেষ করে আপনি যদি রিয়েলস ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য অনেক কার্যকরী হবে। তাই এটি গুগল প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে নেন।

Beauty Makeup – Square Photo

প্লে স্টোরে আরো একটি জনপ্রিয় মেকআপ অ্যাপ হলো- Beauty Makeup – Square Photo. এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে প্রায় ১ মিলিয়নের বেশি লোক ব্যবহার করে যাচ্ছে।

কারণ এই অ্যাপ ব্যবহার করে সহজেই ছবিতে বিভিন্ন ধরনের মেকআপ যুক্ত করা যায়। আপনারা ২৫ এমবির বিনিময়ে গুগল প্লে স্টোর থেকে মেকআপ অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

এখানে ছবি মেকআপ করার জন্য বিভিন্ন ব্রাশের অপশন রয়েছে। যেগুলো সেকেন্ডের মধ্যে আপনার ছবিতে যুক্ত করতে পারবেন। তাই আপনার যদি একটি ভালো লেগে থাকে google play store এ গিয়ে ডাউনলোড করুন।

YuFace : Makeup Photo, Face App

মেকআপ করার সফটওয়্যার গুগল প্লে স্টোরে YuFace : Makeup Photo, Face App এটি প্রায় ১০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। কারণ এটি মাত্র 66 এমবির বিনিময়ে ডাউনলোড করা যায়।

এখানে একটি ছবিকে বিভিন্ন পদ্ধতিতে এডিটিং করার সুযোগ রয়েছে। এছাড়া আপনার পছন্দমত ছবির ব্যাকগ্রাউন্ড এবং মুখের গঠন পরিবর্তন করতে পারবেন।

Artistry Virtual Beauty

গুগল প্লে স্টোর থেকে Artistry Virtual Beauty  এই মেকআপ করার সফটওয়্যারটি আপনারা মাত্র ৫৩ এমবির বিনিময়ে মোবাইলে ইন্সটল করে নিতে পারবেন।

তবে মেকআপ করার সফটওয়্যারে আপনি পেয়ে যাবেন স্মার্ট ফেসিয়াল ডিটেকশন। যা ব্যবহার করে ছবিতে আপনার স্ক্রিন টোন, স্ক্রিন স্মুথনেস, কালার পরিবর্তন করতে পারবেন।

এই একটি ব্যবহার করে আপনার ইচ্ছামত আই শ্যাডো, আইটোন, লিপস্টিক ইত্যাদি ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি আইল্যাসের সেপ, সাইজ পরিবর্তন করতে পারবেন।

আপনি এই অ্যাপ ব্যবহার করে মেয়েদের ছবিতে মাস্টাররাও যুক্ত করতে পারবেন যা দিয়ে চোখ দুটিকে আকর্ষণীয় বানাতে পারবেন। তাই আপনি যদি জনপ্রিয় থাকা এই মেকআপ করার সফটওয়্যারটি ডাউনলোড করতে চান। তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে ইন্সটল করুন।

Makeup Camera Beauty Editor

আপনি যদি বেশি পপুলারে থাকা মেকআপ করার সফটওয়্যার ডাউনলোড করতে চান? তাহলে Makeup Camera Beauty Editor এটি আপনার মোবাইলে ইন্সটল করে নিতে পারেন।

কারণ এটি গুগল প্লে স্টোরে এখন পর্যন্ত ১০ মিলিয়নেরও বেশি ইউজার ব্যবহার করছে। এই অ্যাপটি মাত্র ৪০ এমবির বিনিময়ে ডাউনলোড করার সুবিধা দেয়।

এই সফটওয়্যার ব্যবহার করে আপনার ছবিতে মুখের ব্রণ, কালো দাগ, তালাক তো ভাবগুলো দূর করে আপনার মুখে উজ্জ্বল এবং সুন্দর করে তুলতে পারে।

এই মেকআপ করার সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে, গুগল প্লে স্টোরে গিয়ে ইন্সটল করে নিতে পারেন।

Blink Beauty Cam

গুগল প্লে স্টোরে থাকা ছবি মেকআপ করার আরো একটি জনপ্রিয় এন্ড্রয়েড এপ হলো- Blink Beauty Cam. এটি মূলত গুগল প্লে স্টোর থেকে এক লেখারও বেশি ডাউনলোড করা হয়েছে।

যা এন্ড্রয়েড মোবাইলে 69 এমবির বিনিময়ে ডাউনলোড করা যাবে। এই অ্যাপ ব্যবহার করে আপনারা ৫০ এরও বেশি ফেসিয়াল স্টাইল এবং ১০০ এর বেশি ব্লিস্ক ফিল্টার পাবেন।

যা ব্যবহার করে আপনার ইচ্ছা অনুযায়ী হেয়ার স্টাইল, চোখের স্টাইল, ফাউন্ডেশন ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। তাই এই ছবি মেকআপ করার সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করুন।

Makeup Master Beauty Salon

আমরা সর্বশেষ আরও একটি বিখ্যাত মেকআপ করার সফটওয়্যার সম্পর্কে জানাতে যাচ্ছি। আর ছবি মেকআপ করার সফটওয়্যারটির নাম হল- Makeup Master Beauty Salon.

এই অ্যাপটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোরে 10 মিলিয়নের বেশি মানুষ হবে মেকআপ করার জন্য ব্যবহার করছে। এই ছবি মেকআপ করার সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনাকে মাত্র ৭৫ এমবি খরচ করতে হবে।

আপনি এই সফটওয়্যার ব্যবহার করে, যে কোন ছবিতে ফেসওয়াশ করতে পারবেন, মুখের ব্রণ, কালো দাগ ইত্যাদি দূর করে দিতে পারবেন।

এছাড়া ছবি কে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন অপশন দেওয়া রয়েছে। সেগুলো দেখে দেখে কাজ করতে পারলে ছবিকে সৌন্দর্য দিতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আমরা সকলেই চাই নিজেদেরকে যাতে, অন্যের কাছে সুন্দর লাগে সেরকম আকর্ষণীয় করে তুলতে। তাই আজকে আপনাদের এমন কিছু জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে বলে দিলাম। যেগুলো ব্যবহার করে ছবি মেকআপ করতে পারবেন।

এখন এই ছবি মেকআপ করার সফটওয়্যার গুলো সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে। অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন।

সেই সাথে আমাদের ওয়েবসাইট থেকে এন্ড্রয়েড মোবাইলের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করার বিষয় জানতে ভিজিট করুন

Leave a Comment