মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন পদ্ধতি জানুন!

টাইপ রাইটার এর যুগের পরে মানুষ পিসির যুগে এসে টাইপিং করার জন্য সব থেকে জনপ্রিয় কিবোর্ডগুলো ব্যবহার করতে পারে। আর বর্তমানে দ্রুত টাইপিং করার জন্য QWERTY লেআউট এর কিবোর্ড গুলো জনপ্রিয়।

কম্পিউটারের সাহায্যে এই ধরনের কিবোর্ড দিয়ে দ্রুত টাইপ করা যায়। কিন্তু মোবাইল দিয়ে টাইপিং এখন মানুষ কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

আগের সময় বাটন ফোনের নাম্বার প্যাড দিয়ে টাইপ করা অনেক ঝামেলা পূর্ণ ছিল। কিন্তু স্মার্ট ফোন চলে আসার পরে টাইপিং কে সহজ করে দিয়েছে অনেকটা।

মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন পদ্ধতি জানুন!
মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন পদ্ধতি জানুন!

বর্তমানে বড় স্ক্রিনে অ্যান্ড্রয়েড মোবাইল গুলোতে QWERTY লেআউট এর মাধ্যমে সহজে টাইপিং করা যায়। মোবাইলে দ্রুত টাইপিং করতে এখন অসংখ্য অ্যাপ ব্যবহার করা যায়।

তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সুবিধার্থে মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন পদ্ধতির সম্পর্কে জানিয়ে দেব। এখন আপনি মোবাইল দিয়ে টাইপ করার সহজ পদ্ধতি গুলো জানতে আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

ভার্চুয়াল QWERTY কীবোর্ডে টাইপিং

QWERTY এন্ড্রয়েড মোবাইলের জন্য স্বাভাবিক একটি টাইপিং পদ্ধতি। আর আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে টাইপ করার কিবোর্ডে প্রবেশ করলেই একটি QWERTY  লেআউটের ভার্চুয়াল কিবোর্ড দেখতে পারবেন।

সেখানে নির্দিষ্ট অক্ষরের উপর ট্যাপ করে, সহজে যে কোন ওয়ার্ড টাইপ করা যায়। সেখানে আলাদা করে সেটআপ করার দরকার পড়ে না।

এন্ড্রয়েড মোবাইলে QWERTY কিবোর্ড ডিফল্টভাবে সংযুক্ত থাকে। সাধারণত এন্ড্রয়েড মোবাইল জিবোর্ড এবং আইফোনে আপেলের নিজস্ব ভার্চুয়াল কিবোর্ড ইন্সটল করা থাকে।

কিন্তু আপনি চাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে ডিফল্ট কিবোর্ড পরিবর্তন করে সহজে টাইপিং করতে পারবেন। কারণ ডিফল্ট কিবোর্ড গুলোতে বিভিন্ন ধরনের ফিচার সংযুক্ত থাকে।

সে কেমন গুলো ব্যবহার করে আপনারা টাইপিং করার সময়, ইংরেজি লিখলে বাংলা হবে, বাংলা লিখলে ইংরেজি হবে, এবং ভয়েস টাইপিং করার সুযোগ থাকবে।

জেসচার টাইপিং

জেসচার টাইপিং মোবাইলে টাইপ করার জন্য জনপ্রিয় একটি পদ্ধতি। এটি মূলত ভার্চুয়াল কিবোর্ডের QWERTY লেআউট দ্বারা কাজ করে থাকে।

কিন্তু এক্ষেত্রে সরাসরি অক্ষরের উপর ট্যাব না করে, আঙুল দিয়ে প্রতিটি অক্ষরে ঘুরিয়ে স্পর্শ করে টাইপ করতে হয়। মানে শোয়াইপ করার মাধ্যমে, টাইপিং করতে পারবেন।

এরকম ভাবে আপনার কিবোর্ড সোয়াইপ থেকে বুঝে নেবে আপনি কি ধরনের শব্দ টাইপ করতে চান? যার ফলে আপনার সামনে প্রয়োজনীয় শব্দটি প্রদর্শন করা হবে।

এই পদ্ধতিতে টাইপ করলে আপনারা দ্রুত টাইপিং কাজ সম্পন্ন করতে পারবেন। আবার এই ধরনের এমন কিছু কিবোর্ড রয়েছে। যেখানে শুধু শব্দ নয় বরং বাক্যই টাইপ করতে দেয়।

এটি মোবাইলে টাইপ করার জন্য advance একটি পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে, টাইপ করা শিখতে পারলে আপনারা মুহূর্তের মধ্যে, বড় বড় টাইপিং প্রোজেক্ট গুলো সম্পন্ন করতে পারবেন।

জেসচার টাইপিং এর জন্য অনেকগুলো থার্ড পার্টি কিবোর্ড অ্যাপস রয়েছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন।

এক্সটার্নাল কীবোর্ড

আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে যদি সত্যিকারের একটি কম্পিউটার কিবোর্ড ব্যবহার করে টাইপ করতে চান? তাহলে এটি একটি সেরা মাধ্যম হতে পারে।

বর্তমান সময়ের সকল মোবাইলে এক্সটার্নাল QWERTY লে আউটের যেকোনো কিবোর্ড মোবাইলের সাথে সংযুক্ত করা যায়।

এক্সটারনাল কিবোর্ড আপনার মোবাইলে সংযুক্ত করার জন্য ওয়্যারলেস কিবোর্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া মোবাইলে অটিজির মাধ্যমে, এক্সটার্নাল কিবোর্ড এন্ড্রয়েড মোবাইলে সংযুক্ত করে টাইপিং করতে পারবেন।

এখন আপনার পছন্দমত যে কোন একটি পদ্ধতিতে এক্সটার্নাল কিবোর্ড গুলো সংযুক্ত করে টাইপিং করা শুরু করতে পারেন। বিশেষ করে যাদের কম্পিউটার নেই। কিন্তু অনলাইনে বিভিন্ন সেক্টরের লেখালেখি করেন। তারা চাইলে এই এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করে দ্রুত টাইপিং সম্পন্ন করে নিতে পারেন।

ভয়েস টাইপিং

আপনার যারা হ্যান্ড রাইটিং করতে দুর্বল। তারা চাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে, বিভিন্ন ধরনের কিবোর্ড ইন্সটল করে। ভয়েস টাইপিং এর মাধ্যমে আপনার টাইপিং কাজ সম্পন্ন করতে পারবেন।

ভয়েস টাইপিং করার ফলে আপনারা একাধিক সুবিধা ভোগ করতে পারবেন। ভয়েস টাইপিং করলে আপনারা দ্রুত টাইপিং কাজ শেষ করতে পারবেন। এবং কোন শব্দ ভুল হওয়ার চান্স থাকবে না।

তাই মোবাইলে, দ্রুত টাইপ করার জন্য ভয়েস টাইপিং বেছে নিতে পারেন।

বিশেষ করে যারা ব্লগিং সেক্টরে কাজ করছেন। কিন্তু কম্পিউটার ব্যবহার করেন না। সে ক্ষেত্রে আপনারা চাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে, বাংলা কিবোর্ড ইন্সটল করে, সেখানে ভয়েস সেটিং করে, ভয়েস টাইপিং এর মাধ্যমে আপনার লেখালেখি কাজ সম্পাদন করতে পারবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের সুবিধার্থে মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানিয়ে দিলাম। আপনি যদি আমাদের দেওয়া পরামর্শ অনুযায়ী মোবাইলে, টাইপ করার জন্য একটি কিবোর্ড ইন্সটল করেন।

তখন সে কিবোর্ডে, টাইপ করার জন্য ভয়েস টাইপিং সেটিং করে, ভয়েস এর মাধ্যমে টাইপিং করে, দ্রুত কাজ শেষ করতে পারবেন।

এখন মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আপনার যদি আরো কিছু জানা থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।

Leave a Comment