টিন সার্টিফিকেট তৈরী এবং টিন সার্টিফিকেট ডাউনলোড করার উপায়

টিন সার্টিফিকেট তৈরি এবং টিন সার্টিফিকেট ডাউনলোড করার উপায় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা কর।

বর্তমান সময়ে টিন সার্টিফিকেট দরকার পড়ে না এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব। বিশেষ করে যারা দেশের বৈধ নাগরিক তাদেরকে ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক।

আরেকটা দেওয়ার জন্য অবশ্যই টিন সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ। যখন আমাদের টিন সার্টিফিকেট দরকার হয় তখন আমরা ২০০ টাকা থেকে ২৫০ টাকা খরচ করে, বিভিন্ন লোকদের মাধ্যমে টিন সার্টিফিকেট তৈরি করে নেই।

কিন্তু আমরা অনেকেই জানি না মাত্র অল্প কিছু মুহূর্তের মধ্যেই, নিজের ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে টিন সার্টিফিকেট তৈরি করা যায়। তাই আপনি যদি কোন প্রকার টাকা ছাড়া ফ্রিতে টিন সার্টিফিকেট তৈরি করতে চান। এবং ডাউনলোড করতে চান আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

টিন সার্টিফিকেট তৈরী এবং টিন সার্টিফিকেট ডাউনলোড করার উপায়
টিন সার্টিফিকেট তৈরী এবং টিন সার্টিফিকেট ডাউনলোড করার উপায়

টিন সার্টিফিকেট তৈরী করার উপায়

তো আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে টিন সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন। তাদের সুবিধার জন্য আমরা এখানে টিন সার্টিফিকেট কিভাবে বানাবেন। সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব।

টিন সার্টিফিকেট তৈরি করার উপায় জানতে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করুন। যেমন-

পদক্ষেপ- ১

টিন সার্টিফিকেট তৈরি করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, টিন সার্টিফিকেট রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে।

তারপর রেজিস্ট্রেশন পেজ আসার পরে, নাম, আইডি, পাসওয়ার্ডে রেজিস্ট্রেশন করতে হবে। টিন সার্টিফিকেট এরকমভাবে সহজেই তৈরি করে নিতে পারবেন।

  • টিন সার্টিফিকেট তৈরি করার জন্য রেজিস্ট্রেশন করার লিংক হলো- TIN-Home.

  • উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে, User ID বক্সে আপনার একটি সংখ্যা মিলিয়ে শব্দ লিখতে হবে। এখানে সর্বনিম্ন আটটি সংখ্যা ব্যবহার করতে হবে।
  • পাসওয়ার্ড যুক্ত করার জন্য আপনারা দুইটি খালি বক্স পেয়ে যাবেন। নিচে দেওয়া দুটি ঘরে একই পাসওয়ার্ড দুইবার যুক্ত করবেন।
  • সিকিউরিটি অপশনে গিয়ে আপনার পছন্দ মোতাবেক যেকোনো একটি প্রশ্ন বাছাই করে সেটির উত্তর দিবেন।
  • কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন।
  • তারপর ই-টিন অ্যাক্টিভেশন করার জন্য একটি মোবাইল নাম্বারে যুক্ত করবেন।
  • তারপরে ই-মেইলের ঘরে একটি ইমেইল এড্রেস যুক্ত করবেন।
  • তারপর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পারবেন। সেখানে যে লেখা বা সংখ্যাগুলো থাকবে সেগুলোর সঠিকভাবে লিখে।
  • সর্বশেষ রেজিস্টার বাটনে ক্লিক করবেন।

রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইল নম্বরটি যুক্ত করেছিলেন সেখানে একটি অটিপি কোড চলে আসবে। সেটি সঠিকভাবে যুক্ত করে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিবেন। তারপর সম্পূর্ণভাবে আপনার একাউন্টে রেজিস্টার হয়ে যাবে।

সঠিকভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি টিন সার্টিফিকেট তৈরি করার প্রথম ধাপ সম্পন্ন করবেন। তারপর লগইন পেজে ক্লিক করে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।

পদক্ষেপ- ২

  • টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেজে যাওয়ার পরে একটি ফরম পেয়ে যাবেন।
  • সেখানে পর্দাটার ধরন সিলেক্ট করে, আপনার পরিচিতি ধরন বাছাই করবেন। এখানে ব্যক্তিগত হলে (Individual) আর কোম্পানির হলে Company সিলেক্ট করবেন।
  • রেজিস্ট্রেশন এর ধরন অপশন থেকে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন।
  • ইনকামের প্রধান উৎস অপশনে, আপনার ব্যক্তিগত বা কোম্পানির ইনকামের উৎস সংযুক্ত করবেন।
  • Location Of Income Source অপশনটিতে আপনার জেলার নাম বাছাই করবেন।
  • Businesses বক্সে লোকেশন সিলেক্ট করবেন।
  • তারপর লোকেশন অপশন থেকে আপনার উপজেলা সিলেক্ট করবেন।

অতঃপর Go To Next নেক্সট বাটনে ক্লিক করে, আপনার ব্যক্তিগত তথ্য দেয়ার জন্য একটি ফরম দেখতে পারবেন। সেখানে আপনার নাম, পরিচয়, ঠিকানা, এনআইডি নম্বর এবং জন্মতারিখ ইত্যাদি উল্লেখ করবেন।

পরবর্তী অংশে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যুক্ত করবেন তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। আপনার দেওয়া তথ্য গুলো পরবর্তীতে ফাইনাল প্রিভিউতে দেখতে পারবেন।

তারপর নিচে থাকার টিক মার্ক ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর আপনার এনআইডি নাম্বার সঠিক থাকলে আপনার ছবিসহ সকল তথ্য দেখানো হবে।

রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনার টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন। উপরে দেওয়া তথ্য অনুযায়ী কাজ শেষ করতে পারলে আপনাদের কাজ বাকি থাকবে, টিন সার্টিফিকেট ডাউনলোড করা।

টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম

টিন সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে আপনাদের সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন বাটনে ক্লিক করে রেজিস্টার করা।

ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে। বাম পাশে থাকা মেনু বারে, ভিউ সার্টিফিকেট নামে একটি অপশন দেখতে পারবেন।

সেই ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি দেখানো হবে। তারপর সেফ সার্টিফিকেট বাটনে ক্লিক করলে, টিন সার্টিফিকেট ডাউনলোড হবে।

শেষ কথাঃ

আপনারা যারা টিন সার্টিফিকেট তৈরি এবং ডাউনলোড করার বিষয়ে জানতে চেয়েছিলেন তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, ধাপে ধাপে কাজ করে টিন সার্টিফিকেট তৈরি এবং ডাউনলোড করে নিতে পারবেন মুহূর্তের মধ্যে।

এখন টিন সার্টিফিকেট তৈরি করার বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে এবং টিন সার্টিফিকেট ডাউনলোড করার বিষয় যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।

Leave a Comment