মিউজিক সহ গান গাওয়ার এবং রেকর্ড করার অ্যাপস

আজকের এই আর্টিকেলে আমরা এমন কিছু অ্যান্ড্রয়েড কাপ সম্পর্কে বলবো যা ব্যবহার করে, মিউজিক সহ গান গাওয়ার এবং রেকর্ড করার সুবিধা পাবেন।

আমাদের সকলের মধ্যেই গান গাওয়ার ইচ্ছা রয়েছে। নিজের মধ্যে থাকা গায়কে মানুষের কাছে নিয়ে যাওয়াটা আজ অনেকটাই সহজ হয়েছে। কারণ অনলাইনে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন অ্যাপ তৈরি হয়েছে।

এই অ্যাপ গুলো ব্যবহার করে বর্তমানে, আকর্ষণীয় মিউজিক দিয়ে গান তৈরি করা যায়। আর এই ধরনের গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়। আপনারা প্রতিটি অ্যাপ ডাউনলোড করে মিউজিক সহ গান গাওয়া এবং রেকর্ড করতে পারবেন।

তাই আপনি যদি মিউজিক সহ গান গাওয়ার এবং রেকর্ড করার অ্যাপ সম্পর্কে জানতে চান। আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

মিউজিক সহ গান গাওয়ার এবং রেকর্ড করার অ্যাপস
মিউজিক সহ গান গাওয়ার এবং রেকর্ড করার অ্যাপস

মিউজিক সহ গান গাওয়ার এবং রেকর্ড করার অ্যাপস

গান রেকর্ড করার মিউজিক সফটওয়্যার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা চাইলে মিউজিক সহ গান গাওয়ার এবং রেকর্ড করার অ্যাপ গুলো গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইন্সটল করতে পারবেন।

আমরা এখানে জনপ্রিয় কিছু তাপ সম্পর্কে উল্লেখ করব। যেগুলো ব্যবহার করলে আপনারা সহজেই নিজের কন্ঠে গান গেয়ে রেকর্ড করে সেগুলো সোশ্যাল মিলিয়ে আপলোড করতে পারবেন।

Smule: Social Karaoke Singing

Smule: Social Karaoke Singing এটি একটি অসাধারণ সিঙ্গিং অ্যাপস। যা ব্যবহার করে অনেক সহজে নিজের কন্ঠে গানগুলো আকর্ষণীয় গড়ে তোলা যায়।

আপনার এই অ্যাপ ব্যবহার করে গানের লিস্ট তৈরি করে সেই গানের মিউজিক সহ রেকর্ড করতে পারবেন।

বর্তমানে গুগল প্লে স্টোর থেকে 50 মিলিয়নের বেশি এন্ড্রয়েড ইউজাররা, এই অ্যাপ ব্যবহার করে তাদের কাজ সম্পন্ন করে নিচ্ছে। এখন আপনি যদি একদম ফ্রিতে মিউজিকসহ গান গাওয়ার এবং রেকর্ড করার অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করুন।

StarMaker: Sing free Karaoke

StarMaker: Sing free Karaoke হ্যালো আরো একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস। এই অ্যাপ ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আপনারা যে কোন গান মিউজিক সহ রেকর্ড করতে পারবেন।

গুগল প্লে স্টোর থেকে বর্তমানে এটি 50 মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করে, নিজের গায়ে গানের মিউজিক ব্যবহার করে রেকর্ড করছেন।

StarMaker: Sing free Karaoke ব্যবহার করলে আপনারা অনেক সুবিধা ভোগ করতে পারবেন। বিশেষ করে আপনি এখানে গান গাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের বিভিন্ন লোকদের সাথে বন্ধুত্ব করবেন।

এছাড়া এই অ্যাপের মধ্যে থাকা ব্যবহারকারীদের নিজের রেকর্ড করা গানগুলো শেয়ার করতে পারবে।

এখন আপনি যদি নিজের গায়ে গানগুলো মিউজিক সহ রেকর্ড করতে চান? তাহলে এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।

WeSing – Karaoke, Party & Live

WeSing – Karaoke, Party & Live ব্যবহার করে আপনি নিজের পছন্দের গানগুলোকে মিউজিক সহরে রেকর্ড করতে পারবেন।

এখানে ছয় মিলিয়নের বেশি গান আছে। এবং সারা বিশ্বে প্রায় 100 মিলিয়নের থেকে বেশি ইউজার এটি ব্যবহার করছে।

আপনার চাইলে, একান্তভাবে গান গাইতে পারবেন আবার চাইলে বন্ধুদের সাথে একত্রিত হয়ে গাওয়া গানগুলো রেকর্ড করতে পারবেন।

এই একা থাকা বিভিন্ন ভয়েস কিপ্যাড এবং ভিডিও ফিল্টারগুলো ব্যবহার করে আকর্ষণীয় করে রেকর্ড করতে পারবেন।

Yokee – Sing Unlimited Songs

Yokee – Sing Unlimited Songs একটি ভালো অ্যান্ড্রয়েড অ্যাপস। আপনারা চাইলে এটি গুগল প্লে স্টোর থেকে একদম বিনামূল্যে ডাউনলোড করতে পারেন।

এখানে আপনি যে কোন ভাষায় গান গেয়ে সেগুলো মিউজিক সহ রেকর্ড করতে পারবেন।

আপনার নিজের পছন্দের শিল্পীদের গানগুলো খুঁজে সেগুলোর সাথে গান গাইতে পারবেন। আপনার নিজের পছন্দের গান সিলেক্ট করে রিলিক্সের সাথে সাথে নিজের ভোকাল ট্রাক রেকর্ড করতে পারবেন।

তাই উপরে বালা অ্যাপ গুলোর মত এটি আপনারা গুগল প্লে স্টোর থেকে একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা গান গাইতে পছন্দ করেন। তারা অবশ্যই উপরে বলা ফ্রি মিউজিক কারওয়াকে সফটওয়্যার গুলো ফ্রিতে ব্যবহার করে দেখতে পারেন।

এই অ্যাপগুলোর মাধ্যমে আপনারা অনেক সুন্দর করে বিভিন্ন গানের মিউজিকের সাথে নিজের গান গাওয়ার সুযোগ পাবেন।

তাছাড়া অন্যান্য গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক এর সঙ্গে রেকর্ড করা গানগুলো সহজে মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবেন।

আমাদের এই ওয়েবসাইটে সব সময় চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য প্রদান করার জন্য। তাই আপনার যদি এ বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর সম্পূর্ণ আর্টিকেল পড়ে আপনার যদি মিউজিকসহ গান গাওয়ার এবং রেকর্ড করার অ্যাপ গুলো পছন্দ হয় অবশ্যই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।

ধন্যবাদ।

Leave a Comment