বন্ধুরা, আপনার যদি পার্সোনাল একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের জন্য নতুন নতুন সফটওয়্যার গুলো ডাউনলোড করতে চাইবেন।
আপনার কম্পিউটার বা ল্যাপটপের জন্য আজকের এই আর্টিকেলে আমি আপনাদের জন্য এমন ৯টি ফ্রি ওয়েবসাইটের বিষয়ে বলব, এই ৯টি ফ্রি ওয়েবসাইটের মধ্য থেকে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য ফ্রীতে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
এবং, শুধুমাত্র একটি বা দুটি সফটওয়্যার নয়, আপনি চাইলে আপনার নিজের windows computer-এর জন্য প্রয়োজনীয় আপনার সব ধরণের সফটওয়্যার গুলো এই ৯টি ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার ৯টি ফ্রি সাইট এই ওয়েবসাইট গুলিতে প্রবেশ করে আপনি বিশেষ ভাবে উইন্ডোস ৭, উইন্ডোস ৮, উইন্ডোজ ১০ এবং ১১ কম্পিউটারের জন্য সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
টপিক সূচিঃ
৯টি ফ্রি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড সাইট | Download PC software
Top 9 free PC software downloading website
প্রিয় বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে, আপনি যদি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড এরকম লিখে গুগল সার্চ করলে আপনি হয়তো উইন্ডোস কম্পিউটার বা ল্যাপটপের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং ডাউনলোড করার নানান ধরনের সাইট গুলো পেয়ে যাবেন।
কিন্তু এখন বর্তমানে আজেবাজে অনেক সাইট আসার কারণে এমন অনেক ক্ষতিকর software downloading সাইট গুলো রয়েছে, সেগুলি ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার কম্পিউটারে জন্য সফটওয়্যার ডাউনলোড করেন তাহলে নানান রকমের ভাইরাস গুলো আপনার কম্পিউটারে ইনস্টল করে থাকে।
তাই, আপনি এমন কোন ধরনের ফ্রি সফটওয়্যার ডাউনলোডিং সাইট থেকে আপনার পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপের জন্য সফটওয়্যার গুলো ডাউনলোড করবেননা যেগুলো অনেক ক্ষতিকর।
কেবল শুধুমাত্র আপনি সেই সকল ডাউনলোডিং সাইট গুলি ব্যবহার করে আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য সফটওয়্যার করুন যেগুলি বিশ্বস্ত ওয়েবসাইট এবং যেগুলির থেকে বেশিরভাগ লোকেরাই নিজের কম্পিউটার বা ল্যাপটপের জন্য সফটওয়্যার বা টুলস গুলো ডাউনলোড করে থাকে।
(২০২৩ সালের) কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার ৯টি ফ্রি সাইট নিচে আমি আপনাদের জন্য এমন ৯টি ডাউনলোডিং সাইট এর বিষয়ে শেয়ার করব, যেগুলি ট্রাস্টেড এবং যেগুলির ওয়েবসাইট থেকে আপনার কম্পিউটারের সফটওয়্যার ডাউনলোড করার মাধ্যমে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ভাইরাস ঢোকার সুযোগ অনেক কম থাকে।
১. Download.com | সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার
Download.com এই ওয়েবসাইটে আপনারা শুধুমাত্র কম্পিউটারের উইন্ডোস সফটওয়্যার নয়, তবে এখানে আরো রয়েছে ম্যাক, IOS এবং এন্ড্রয়েড সফটওয়্যার গুলো এই ওয়েবসাইট থেকে একদম ফ্রীতেই পেয়ে যাবেন।
এই ওয়েবসাইটটিকে এখন বর্তমান সময়ে ইন্টারনেটে থাকা অন্যান্য সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট এর মধ্য কম্পিউটারের সফটওয়্যার ডাউনলোড সাইট গুলোর রাজা হিসেবে অনেকেই বলে থাকেন।
এই ওয়েবসাইটটি মূলত প্রায় ১৫ থেকে ১৬ বছর পুরোনো এবং কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড সাইট অর্থাৎ এই সাইটটির মালিক হল CNET যেটি বর্তমান সময়ে ইন্টারনেটে টেকনোলজি এবং PRODUCT রিভিউ ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক বড় একটি নাম।
এই ওয়েবসাইটটি ইন্টারনেটে অনেক বেশি বেশি নামকরা এবং তাই এখানে আপনার ভাইরাস এবং adware এর কোন ভয় নেই।
আপনি চাইলে আপনার পার্সোনাল কম্পিউটারের জন্য নির্ভয়ে সরাসরি প্রয়োজনীয় সফটওয়্যারটি এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করে নিতে পারবেন বা সেখানে আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার দেওয়া আছে আপনি চাইলে সেই বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার গুলোর মধ্যে আপনার পছন্দ মতো যে কোন সফটওয়্যারটি আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য ডাউনলোড করে নিতে পারেন।
এই ওয়েবসাইটে আপনারা প্রায় ১,০০,০০০ থেকেও আরো অধিক ফ্রিওয়ার (freeware) এবং shareware সফটওয়্যার গুলো পেয়ে যাবেন। যেমন আরো রয়েছে ফ্রি কম্পিউটার এন্টিভাইরাস বলুন বা কম্পিউটারের সিস্টেম ক্লিনার সফটওয়্যার এবং কম্পিউটারের ফটো এডিটিং সফটওয়্যার, সবটাই আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।
২. Filehippo.com | Best সফটওয়্যার সাইট
প্রিয় বন্ধুরা, হয়তো এখন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই সাইট থেকে যে সফটওয়্যার ডাউনলোড করা যায় এর বেপারে হয়তো তা অনেকেই জানে না। এই ওয়েবসাইটটি আমার কাছে সবথেকে বেশি এবং ভালোলাগা ফ্রি ডাউনলোডিং সাইট।
এই ওয়েবসাইট থেকে আপনি আপনার নিজের কম্পিউটারের জন্য এবং ল্যাপটপের জন্য অনেক ভালো ভালো আপডেট এবং লেটেস্ট সফটওয়ারের লিস্ট গুলো এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন।
এবং সফটওয়্যার ডাউনলোডিং যা এই ওয়েবসাইটে যেগুলি উইন্ডোস সফটওয়্যার আপনার অনেক বেশি ভালো লাগবে এবং আপনি সরাসরি একটি মাত্র ক্লিকেই সেগুলি সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন।
Filehippo এই ওয়েবসাইটে আপনারা উইন্ডোস সফটওয়্যার সহ এবং ম্যাক (MAC) কম্পিউটারের জন্য A to Z সব রকমের ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে পাবেন।
প্রিয় বন্ধুরা আপনি চাইলে এর বাইরেও, এই ওয়েবসাইটটিতে আপনারা নানান ক্যাটেগরি গুলো খুঁজে পাবেন এবং আপনি চাইলে সেই ক্যাটাগরি হিসেবে আপনারা নিজের পছন্দের software গুলো খুঁজে বের করে নিয়ে ডাউনলোড করতে পারবেন।
এই ওয়েবসাইটে থাকা বেশ কিছু পপুলার সফটওয়্যার ক্যাটাগরি গুলো হচ্ছে,
online software, multimedia, editing, security/ Antivirus, System software, photo/video, Internet/CD/DVD, Compression এবং আরো অনেক।
৩. SoftPedia.Com – Software directory
বন্ধুরা, আপনাদের যদি ওপরে বলে দেওয়া সেই দুটি ডাউনলোডিং সাইট গুলি আপনাদের ভালো না লেগে থাকে, তাহলে Softpedia অবশই অবশ্যই আপনাদের ভালো লাগবে।
Softpedia এখানেও আপনারা আপনার উইন্ডোজ কম্পিউটারের জন্য ফ্রিতে উইন্ডোস ৭, উইন্ডোস ৮ এবং উইন্ডোস ১০ এর জন্য হাজার হাজার কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড গুলো পেয়ে যাবেন।
কম্পিউটার সফটওয়্যার ছাড়াও এর বাইরেও এখানে আপনাদের জন্য লিনাক্স, এন্ড্রয়েড এবং MAC সিস্টেমের জন্য সফটওয়্যার গুলো ডাউনলোড করতে পাবেন।
বন্ধুরা, আপনি যদি আপনার পার্সোনাল কম্পিউটারের জন্য কম্পিউটার গেম ডাউনলোড করতে চান, তাহলে আপনি এখানে আপনারা নানান PC গেম গুলো ডাউনলোডিং সফটওয়্যার পেয়ে যাবেন যেগুলি আপনি আপনার কম্পিউটার download করে নিতে পারবেন।
এই ওয়েবসাইটটিও বেশ পুরোনো এবং অনেক বেশি সফটওয়্যার ডাউনলোডের জন্য ভরসাযোগ্য। তাই, এই ওয়েবসাইট থেকে কম্পিউটারে জন্য সফটওয়্যার ডাউনলোড করলে কোন রকমের ভাইরাসের চিন্তা না করে আপনি আপনার নিজের মন মতো PC software গুলো download করতে পারবেন।
৪. FreeWareFiles.Com | PC ফ্রি সফটওয়্যার
FreeWareFiles হল এমন একটি পিসি ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট এই ওয়েবসাইটে সব রকমের পিসি সফটওয়্যার এবং নতুন নতুন ফ্রিওয়ার ফাইল গুলি নিজের পার্সোনাল উইন্ডোস কম্পিউটারের জন্য সফটওয়্যার পেয়ে যাবেন।
ওপরে দেওয়া সাইট গুলির মতোই আপনি এই ওয়েবসাইট থেকে এখানেও আপনারা নানান ক্যাটাগরির কম্পিউটার সফটওয়্যার গুলো পাবেন।
এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নিজের পছন্দ মতো সফটওয়্যার সার্চ করার পাশাপাশি আপনি বিভিন্ন ক্যাটাগরি গুলো এক্সপ্লোর করেও সফটওয়্যার গুলো এই ওয়েবসাইট থেকে খুঁজে নিয়ে তা ভালোভাবে ডাউনলোড করতে পারবেন।
বন্ধুরা, এই ওয়েব সাইটের একটি বিশেষ আকর্ষণ রয়েছে, এখানে আপনারা পছন্দ মত সার্চ করে সফটওয়ারের ক্যাটেগরি বেছেনিয়ে তারপর আপনার মন মতো ফাইল গুলি আপনার নিজস্ব কম্পিউটারের জন্য সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
আরও দেখুন..
- কম্পিউটারে স্ক্রিন শট কিভাবে নিবেন ? জানুন ৪ টি সহজ উপায়
- ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
- ভিডিও গান এবং সিনেমা (Movies) ডাউনলোড করার ওয়েবসাইট ( ৩ টি )
এছাড়াও, এই সাইট থেকে কম্পিউটারের সফটওয়্যার এবং ফাইল ডাউনলোড করাটা অনেক সহজ এবং আপনারা কেবল দুটো ক্লিকেই এই ওয়েবসাইট থেকে নিজের ফাইল গুলো ডাউনলোড করে নিতে পারবেন।
৫. SnapFiles.com
এই ওয়েবসাইট থেকেও কম্পিউটারের সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন, এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে ১৯৯৭ সালে। এই ওয়েবসাইট থেকে আপনারা সর্বাধিক কম্পিউটারে বা ল্যাপটপের সফটওয়ারের কালেকশন গুলি গোছানোভাবে পেয়ে যাবেন, যেগুলি কেবল আপনি আপনার কম্পিউটারের জন্য সফটওয়্যার গুলো ৩টি ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবেন।
আমিও নিজেই এই ওয়েবসাইট ব্যবহার করে আমার নিজের উইন্ডোস ১০ পিসির জন্য নানান ধরনের কম্পিউটার সফটওয়্যার ফাইল গুলো ডাউনলোড করেছি।
প্রিয় বন্ধুরা, আমি এইটা অবশই বলব যে, আমাদের সকলের কম্পিউটার বা ল্যাপটপের জন্য সফটওয়্যার ডাউনলোড করার এটা একটি সেরা সাইট।
এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার কম্পিউটারের জন্য নানান সফটওয়্যার ক্যাটাগরি গুলি পাবেন । যেমন সেগুলো হল, ফ্রিওয়ার, shareware, latest downloads, top ১০০ downloads এবং আরো অনেক ধরনের লিস্ট।
৬. FileCluster.Com | Unlimited Software
এখন বর্তমান যুগে কম্পিউটারের জন্য একটি নতুন সফটওয়্যার ডাউনলোডিং ওয়েবসাইট হলো FileCluster,। এই ওয়েবসাইট ২০০৬ এ ইন্টারনেটে দেখা দিয়েছিলো এবং অনেক এই ওয়েবসাইট বর্তমান সময়ে অনেক পুরোনো হওয়ার কারণে সাইটটিকে অনেকেই করে থাকে এবং ভরসা করা যেতেই পারে।
এই ওয়েবসাইট থেকে আপনারা freeware এবং shareware সফটওয়্যার ডাউনলোড করতে পাবেন এবং পাওয়ার সাথে লেটেস্ট এবং আপডেটেড সফটওয়্যার গুলো পাবেন।
এই ওয়েবসাইটটিতে ভিজিট করলেই নানান ধরনের লেটেস্ট সফটওয়ারের ও নানান ধরনের কালেকশন গুলি দেখতে পাবেন। এই ওয়েবসাইট থেকে সফটওয়্যার কালেকশন গুলির থেকে নানান আপনি নানান ধরনের সফটওয়্যার গুলো আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের এমনিতেই পছন্দ হওয়াটা অনেকটাই স্বাভাবিক।
৭. FileHorse.Com
বন্ধুরা, FileHorse.Com এই ওয়েবসাইটের তালিকার একেবারে শেষে দিলাম যদিও এই ওয়েবসাইট থেকে আমার দিক থেকে দ্বিতীয় এবং সবথেকে ভালোলাগা উইন্ডোস সফটওয়্যার ডাউনলোড সাইট।
কারণ এই ওয়েবসাইট থেকে আপনি দৈনিক নতুন নতুন কম্পিউটারের জন্য উইন্ডোস সফটওয়্যার গুলো পাবেন। Latest এবং আপডেট download এবং Most popular download-এর ভাগে আপনারা অনেক ভালো ভালো ডাউনলোডিং সফটওয়্যার গুলি পেয়ে যাবেন।
আমার হিসেবে এই ওয়েবসাইট ব্যবহার করার সময় কোন ধরনের ভাইরাস নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন হতে লাগেনা। এছাড়া, আপনি কেবল দুই ক্লিকেই আপনারা যেকোনো ধরনের আপনার প্রয়োজনীয় ভালোলাগা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন।
৮. SnapFiles
বিশেষ করে এমনিতে SnapFiles, দেখতে আরো অন্যান্য পিসি সফটওয়্যার ডাউনলোড করার মতই ওয়েবসাইট। কারণ আপনারা এই সাইট থেকে আপনি কিছু বিশেষ ফীচার গুলি আপনারা ভালোভাবে পাবেন, যার কারণে এই ওয়েবসাইটটি অন্যান্য সাইট গুলোর তুলনায় কিছুটা ভিন্ন।
এই ওয়েবসাইট থেকে আপনারা Shareware software, Freeware software, Latest downloads ইত্যাদি আরো নানান আকর্ষণীয় সফটওয়্যার ডাউনলোড করার আগে আপনি ভালোভাবে ক্যাটেগরি গুলো পাবেন, পড়ে আপনার পছন্দ মতন সফটওয়্যার ডাউনলোড গুলো করতে পারবেন।
এই ওয়েবসাইটে থাকা সার্চ বারের মধ্যে যে কোন ধরনের সফটওয়্যার এর নাম লিখে আপনি সার্চ দিলেই আপনি আপনার পছন্দের ডাউনলোডিং পিসি সফটওয়্যার এখানে ভাল ভাবে দেখতে পাবেন।
৯. The Microsoft Store
আমাদের লিস্টে সবশেষে যে ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই ওয়েবসাইট থেকে The Microsoft Store আপনি যেকোন আপনার Windows computer-এর মধ্যে শুরু থেকে থাকলেও আমরা এই ওয়েবসাইট থেকে Official App Store-টিকে আমরা অনেকে অবহেলা করে থাকি।
যদি আপনি আপনার কম্পিউটারের জন্য Windows 10 বা Windows 11 ব্যবহার করছেন, তাহলে এই ওয়েবসাইট থেকে উইন্ডোস সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে কোন এক্সটার্নাল ওয়েবসাইটে যেতে হবেনা। আপনি চাইলেই এই ওয়েবসাইট থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিতে পারবেন।
Microsoft Store-এর মধ্যে প্রচুর নিত্য নতুন ও কাজের Apps, Software এবং Games গুলো আপনি তা পেয়ে যাবেন।
এই ওয়েবসাইটের Store-থেকে download করা Apps/software গুলো নিজে নিজেই কিন্তু update হতে থাকে। এছাড়া, যেহেতু এটি Microsoft এর official site/App, তাই এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করা সফটওয়্যার গুলো সম্পূর্ণ ভাবে ভাইরাসমুক্ত এবং অনেক নিরাপদ।
আপনার পার্সোনাল নিজের Windows PC-তে Microsoft Store লিখে সার্চ করলেই আপনারা এই store App-টি তা ভালোভাবে খুঁজে পাবেন।
শেষ কথা,
বন্ধুরা আমি আশা করছি, আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার যেই সাইট গুলোর উপরে একটি একটি করে স্টেপ বাই স্টেপ বিষয়ে বলেছি আপনি যদি সেগুলি থেকে সফটার ডাউনলোড করে থাকেন তাহলে আপনার কম্পিউটার ভাইরাস মুক্ত থাকবে এবং আপনার সেগুলি সফটওয়্যার ভালো লাগবে।
একটা কথা অবশ্যই ভালো করে মনে রাখবেন, এই ওয়েবসাইট গুলিতে গিয়ে আপনারা আপনার নিজের পছন্দ মতো যেকোন ধরনের সফটওয়্যার সার্চ করতে পারবেন।
আবার আপনি চাইলে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে ক্যাটেগরির মধ্যে গিয়ে নিত্য নতুন সফটওয়্যার গুলো ডাউনলোড করার জন্য খুঁজতে পারবেন।
বন্ধুরা, যদি আপনিও এমন কোন ধরনের আপনার কম্পিউটারের জন্য PC Software Downloading Site-এর বিষয়ে জানেন তাহলে তা আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয়-স্বজন এবং নিজের বন্ধুদের মধ্যে অবশই শেয়ার করবেন, ধন্যবাদ।