স্ক্যানার কি | স্ক্যানার কত প্রকার ও কি কি ?

এখন বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই স্ক্যানার ব্যবহার করি এবং স্ক্যানার দেখেছি। আমাদের প্রয়োজনীয় যে কোন ধরনের ডকুমেন্ট ফটো টেক্সট এবং বিকাশ থেকে টাকা তোলার জন্য এখন আমরা স্ক্যান করে টাকা উত্তোলন করি এ ধরনের অনেক কাজে আমরা স্ক্যান করে থাকি।

যেমন- আমাদের প্রয়োজনীয় শিক্ষা বিষয়ক কাগজ পত্র স্ক্যান করে আমরা আমাদের মোবাইলের মেমোরিতে রেখে দেই, তাছাড়া দেশে বাইরে যখন কারো কাছে আমাদের পিকচার বা ফটো পাঠাতে চাই তখন আমরা এই স্ক্যানার ব্যবহার করে থাকি।

কিন্তু অনেকেই আবার জানে না স্ক্যানার কি (scanner kake bole) ? স্ক্যানার কিভাবে কাজ করে ? স্ক্যানার কেন ব্যবহার করা হয় ? স্ক্যানার দাম কেমন ইত্যাদি বিষয়।

স্ক্যানার কি

স্ক্যানার কি ?

বন্ধুরা, আপনারা যদি আজকের এই আর্টিকেল সম্পূর্ণ ভালোভাবে পড়েন তাহলে জানতে পারবেন স্ক্যানার মেশিন সম্পর্কে সমস্ত ধারণা। চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক স্ক্যানার কি, স্ক্যানার কত প্রকার ও কি কি?

স্ক্যানার কি  (scanner meaning in Bengali)

মূলত স্ক্যানার হল এক ধরনের  ইলেকট্রনিক্স হার্ডওয়ার ইনপুট ডিভাইস। যেটির সাহায্যে নিয়ে যেকোন ডাটা আমরা ভালোভাবে স্ক্যান করে আমাদের কম্পিউটারে নিয়ে যেতে পারি।

অর্থাৎ স্ক্যান করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় যেকোনো লেখা, পিকচার, বা ফটো, ডকুমেন্ট স্ক্যান করতে পারি এবং সেগুলো স্ক্যান করা জিনিসপত্র কে ডিজিটাল ফরম্যাটে আবার আমরা ভালোভাবে রূপান্তরিত করতে পারি।

স্ক্যানার কাকে বলে ( what is scanner in bangla)

আমরা যে ইনপুট ডিভাইসের সাহায্যে নিয়ে আমাদের প্রয়োজনীয় যেকোন লেখা, পিকচার বা ফটো, ডকুমেন্ট, ফটো hard copy থেকে soft copy বা digital copy তে ভালোভাবে রূপান্তরিত করে তাকে স্ক্যানার বলে।

স্ক্যানার কত প্রকার ও কি কি

স্ক্যানার কি, স্ক্যানার কাকে বলে আমরা জানলাম, চলুন তাহলে এবার আমরা জানি স্ক্যানার এর প্রকারভেদ গুলো ভালোভাবে জেনে নেওয়া যাক।

1. Flatbed scanner

বিশেষ করে এখন বর্তমান সময়ে এই ধরনের স্ক্যানার গুলি সবথেকে বেশি বেশি ব্যবহার করা হয়। দোকানে বা ঘরে অর্থাৎ অফিসে যে গুলো স্ক্যানার দেখতে পান মূলত সেইগুলো বেশিরভাগ কিন্তু এই Flatbed scanner ।

এই Flatbed scanner কোন টেবিল বা মেঝের উপর রেখে আপনি ভালোভাবে স্ক্যান করতে পারবেন।  scanner এর ঢাকনা উপরের অংশটা তুললে এই স্ক্যানার এর একটি কাচের অংশ আপনি দেখতে পাবেন, সেখানে মূলত যে কোন ফটো, কোন টেক্সট  বা কোন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট রেখে দিয়ে আপনি ভালোভাবে স্ক্যান করতে পারবেন।

2. Sheet feed scanner 

মূলত সাইজে Flatbed scanner তুলনায় অনেক ছোট। সিঙ্গেল পেজ scann এর জন্য বিশেষ করে এই ধরনের scanner গুলো বেশি ব্যবহার করা হয় ।

বিশেষ করে এই স্ক্যানারে পুরো বই কিন্তু ভালোভাবে স্ক্যান করা হয় না। আপনি যদি এই স্ক্যানার এ অনেকগুলো single-page স্ক্যান করতে চান দেখবেন তাহলে এই ধরনের স্ক্যানার গুলো সবথেকে ভালো এবং বেষ্ট।

আরেকটা বিষয় জেনে নিন Flatbed scanner তুলনায় Sheet feed scanner স্ক্যান খুব দ্রুত হয়।

3. Handheld scanner

মূলত এই স্ক্যানার গুলো সাইজ অনেক আকারে ছোট হয়। বিশেষ করে এই ধরনের স্ক্যানার গুলোকে হাতে করে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়।

Handheld scanner মূলত বারকোড স্ক্যান করার জন্য বেশি বেশি ব্যবহার করা হয়। হ্যান্ডহেল্ড স্ক্যানার গুলো আমাদের আশেপাশে সুপার শপ ও শপিংমলে বেশি বেশি এই স্ক্যানার ব্যবহার করা হয়।

আপনারা একটা বিষয় ভালোভাবে খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে কোন সুপার শপ বা শপিংমলে আপনি যখন কোন কিছু কিনে যখন তাদেরকে টাকা পেমেন্ট করতে যান তখন একটা বিষয় লক্ষ্য করবেন যে এই স্ক্যানার এর সাহায্যে আপনার কোন প্রোডাক্ট এর উপর থাকা বারকোড গুলো স্ক্যান করা হয় এবং তখন দেখবেন ওই আউটপুট কম্পিউটার দেখা যায়।

4. Drum scanner

বিশেষ করে ড্রাম স্ক্যানার কোন ডকুমেন্ট কে high resolution এ স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়। মূলত এই স্ক্যানার গুলির দাম অনেক বেশি হওয়ার কারণেই এই স্ক্যানার খুব কম জায়গায় ব্যবহার হয়।

মূলত এই স্ক্যানার গুলিতে Photo Multiplier Tube (PMT) টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে করে যেকোনো কোন ডকুমেন্টকে হাই রেজুলেশনে ভালোভাবে স্ক্যান করতে পারে।

স্ক্যানার এর কাজ কি

1. স্ক্যানার এর কাজ হল, ছবি, মুদ্রিত পাঠ্য, হাতের লেখা বা কোন বস্তুকে ভালোভাবে স্ক্যান করে এবং এই স্ক্যান করা গুলো একটি ডিজিটাল ছবিতে ভালোভাবে রূপান্তর করে।

2. স্ক্যানার  যেকোন পিকচার বা ফটো, সাদা কালো বা রঙিন যেকোনো ছবি ভালোভাবে স্ক্যান করতে পারে।

3. স্ক্যানার এর সব থেকে বেশি ভালো এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল যে কোন ডকুমেন্ট, ফোটো  বা কোন লেখা কে কপি করা।

4. এই স্ক্যানার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ডিজিটাল ফরম্যাটে ভালোভাবে রেকর্ড করতে সাহায্য করে।

5. এই স্ক্যানার গুলো গুরুত্বপূর্ণ physical document  যেমন, ব্যক্তিগত কোন নথিপত্র, ব্যক্তিগত ব্যবসায়িক কাগজ পত্র, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের সার্টিফিকেট, অন্যান্য কাগজপত্র বা চিঠি ইত্যাদি স্ক্যান করে ভালোভাবে ডিজিটাল কপি তৈরি করে।

অরজিনাল ডকুমেন্ট সাথে সাথে ডিজিটাল ফাইলগুলো থাকা খুবই জরুরী কারণ, আমাদের কোন Original document হারিয়ে গেলে আমরা আবার খুব সহজ স্ক্যান করা document গুলো পুনরুদ্ধার করতে পারি।

6. বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল-কলেজে ব্যবসায়িক অন্যান্য সকল প্রতিষ্ঠান বা গবেষণার উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি বা অন্যান্য কাগজপত্র তথ্যের প্রয়োজন হয় মূলত আর এই তথ্যের অনেক অংশ আমাদের আশেপাশে লাইব্রেরীর বইয়ে পাওয়া যায়।

স্ক্যানার থাকার কারণে সেই জন্য আমাদের প্রয়োজনীয় বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য গুলি স্ক্যান করে কম্পিউটারের সংরক্ষণ করে রাখি এবং যখন প্রয়োজন হয় যেনো পরবর্তীকালে সেগুলো তথ্য আবার খুব সহজেই খুঁজে পাওয়া যায়।

আপনারা হয়তো বুঝতে পেরেছেন স্ক্যানার কেন ব্যবহার করা হয় এবং স্ক্যানার কি।

স্ক্যানার এর সুবিধা:

1. স্ক্যান, কপি ইত্যাদি আমাদের অনেক চাহিদা পূরণ করতে সক্ষম এই স্ক্যানার ।

2. মূলত এই স্ক্যানার image, text ইত্যাদি ডকুমেন্ট আমরা hard copy থেকে soft copy তে ভালোভাবে রুপান্তরিত করতে সাহায্য করে।

3.  স্ক্যানার এর গুরুত্বপূর্ণ যে সকল সুবিধা গুলো হচ্ছে যেকোন physical deta যেমন- আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ইত্যাদি তথ্য digitally ভালোভাবে স্ক্যান করে আমাদের কম্পিউটারে সংরক্ষন করে আজীবন রাখা যায়।

4. এই স্ক্যানার ব্যবহার করা এবং এই স্ক্যানার পরিচালনা করা তুলনামূলক ভাবে অনেক অনেক সহজ।

5. USB cable,  parallel ports অথবা Wifi কানেক্ট করে বা ব্যবহার করে কম্পিউটার বা ল্যাপটপ ডেক্সটপ ও নোটপ্যাড সহ আরো অন্যান্য ডিভাইস এই স্ক্যানার কানেক্ট করতে পারবেন।

স্ক্যানার এর অসুবিধা

1. স্ক্যানার এর মাধ্যমে আপনি আপনার কোন ডকুমেন্ট স্ক্যান করে বা প্রিন্ট করলে সেটির quality অরজিনাল তুলনায় একটু খারাপ হয়ে যায়।

2. আমাদের স্ক্যান করা ডকুমেন্ট স্কুলি হার্ডডিক্সে অনেক জায়গা নেই।

3. আমাদের প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট আমরা যদি একসাথে স্ক্যান করতে চাই তাহলে একটু সময় বেশি লাগে।

FAQ :

1. স্ক্যানার কি ডিভাইস ?

উত্তর : ইনপুট ডিভাইস হলো স্ক্যানার।

2. স্ক্যানার এর দাম কত ?

উত্তর : আমাদের প্রয়োজনীয় কাজের তুলনায় স্ক্যানার এর দাম একটু বেশি ।  এখন বর্তমান সময়ে ভালো স্ক্যানার সহ প্রিন্টার দাম প্রায় ২০ হাজার টাকা থেকে শুরু । আপনারা মোটামুটি ৩০,০০০ রুপিস এ মোটামুটি ভালো স্ক্যানার সহ প্রিন্টার পেতে পারেন।

আমাদের কথা,

এখন বর্তমান সময়ে দেখা গেছে বেশিরভাগ প্রিন্টারে scanning এর options এর সুবিধা রয়েছে সুতরাং আপনি যদি অর্থ বাঁচাতে চান তাহলে আপনারা এই ধরনের প্রিন্টার কিনতে পারেন।

আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে পারলেন কম্পিউটারের স্ক্যানার কি (scanner ki) ?   কম্পিউটারে স্ক্যানার কেন ব্যবহার করা হয় ? স্ক্যানার কিভাবে কাজ করে ইত্যাদি বিষয়ে সকল তথ্য জানতে পারলেন।

আপনার যদি স্ক্যানার বিষয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ ও জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, ধন্যবাদ।

Leave a Comment