ইনপুট ডিভাইস কাকে বলে | ইনপুট ডিভাইসের উদাহরণ

এখন বর্তমান সময়ে আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি আমরা প্রত্যেকেই ইনপুট ডিভাইস (input device) এই নামটি শুনেছি। কিন্তু সেই ইনপুট ডিভাইস গুলা কি তা অনেকেই জানি, আবার অনেকেই জানি না আর আপনাদের যদি একটু ভেঙে বলি তাহলে আপনি ইনপুট ডিভাইস সম্পর্কে ভালোভাবে বুঝতে অনেক সুবিধা হবে।

যেমন- আমরা অনেকেই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার সময় মাউস (Mouse) , কি বোর্ড (keyboard) , পেনড্রাইভ (pendrive) এই সমস্ত external ডিভাইস গুলো ব্যবহার করি। তো এই সকল ডিভাইসগুলো হচ্ছে ইনপুট ডিভাইস।

ইনপুট ডিভাইস কাকে বলে

what-is-input-device

একজন ব্যবহারকারী ইনপুট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর সকল নির্দেশ কম্পিউটারে ভালোভাবে ইনপুট করতে পারেন এবং ইনপুট ডিভাইস ব্যবহারকারী ও কম্পিউটারে মধ্য একটি যোগসূত্র স্থাপন করে।

আপনি যদি আজকের এই আর্টিকেল ভালোভাবে মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন ইনপুট ডিভাইস বলতে কি বোঝায়? ইনপুট ডিভাইস এর কাজ কি ? কম্পিউটারের input device গুলো কি কি ? এই সমস্ত সকল বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।

ইনপুট ডিভাইস কি আপনারা এর সকল ধারনা পেয়ে যাবেন যদি আপনি আজকের আর্টিকেল ভালোভাবে পড়েন, চলুন তাহলে জেনে নেওয়া যাক কম্পিউটারের ইনপুট ডিভাইস কাকে বলে (computer er input device kake bole)।

ইনপুট ডিভাইস কাকে বলে? What is input device in Bangla

Input device হল এক ধরনের Hardware Device যেটি সাহায্যে একজন ব্যবহারকারীর ডেটা বা নির্দেশাবলী গুলি কম্পিউটারের central processing unit CPU তে Input করতে পারে।

আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে interact করার জন্য আপনার সবথেকে ব্যবহার যোগ্য দুটি Input device মাউস (Mouse) ও কি বোর্ড (keyboard)।

ইনপুট ডিভাইস এর সংজ্ঞা | Input device meaning in bengali

যে Hardware ডিভাইসের এর মাধ্যমে ল্যাপটপ বা কম্পিউটারকে instruction বা আদেশ দেওয়া হয় তাকে Input device বলে। এই instruction বা command গুলি সিপিইউ (CPU) কাছে পৌঁছায় CPU সেটি প্রসেসিং করে output device এ পাঠায়।

৫ টি ইনপুট ডিভাইসের নাম।

৫ টি input device এর উদাহরণ হল: মাউস (Mouse), কি বোর্ড (Keyboard), স্ক্যানার (Scanner), Webcam, Track ball

ইনপুট ডিভাইস গুলো কি কি

ইনপুট ডিভাইসের উদাহরণ গুলি হল:

  • Scanner
  • OMR
  • OCR
  • Digital camera
  • Barcode reader
  • Light pen
  • Graphics tablet
  • Microphone
  • Mouse
  • Keyboard
  • Touch screen ইত্যাদি

ইনপুট ডিভাইসের কাজ কি

ইনপুট ডিভাইসের প্রধান যে কাজ গুলো হল আপনার কমান্ড কম্পিউটারে পাঠানো পরবর্তীকালে সেই সকল ডেটা কম্পিউটার সিপিইউ (CPU) যায় এবং আউটপুট ডিভাইসের প্রদর্শন হয়।

যেমন- কি বোর্ড (keyboard) একটি input device তো keyboard এ কোন কিছু type করলে। সেই ডেটা আগে আপনার কম্পিউটারের সিপিইউ (CPU) তে যাবে সেখানে প্রসেসিং হয়ে output device যেমন, কম্পিউটারের মনিটরে প্রদর্শিত হবে এবং এই ইনপুট ডিভাইসের মাধ্যমে আপনার সকল কিছু নির্দেশাবলী গুলি কম্পিউটারে পাঠাতে পারেন এবং তার output আপনার output device দেখতে পান।

বন্ধুরা, আপনাদেরকে আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানাতে চেষ্টা করেছি ইনপুট ডিভাইস সম্পর্কে। আমি আশা করি আপনি যদি আজকের এই আর্টিকেল ভালোভাবে পড়ে থাকেন তাহলে আপনি জানতে পারবেন ইনপুট ডিভাইস কাকে বলে।

ইনপুট ডিভাইস কাকে বলে | input device kake bole bangla আজকের এই আর্টিকেল আপনার কেমন লাগলো যদি এই আর্টিকেল সম্পর্কে কোন প্রশ্ন বা কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ?

Leave a Comment