মোবাইল দোকানের হিসাব রাখার সফটওয়্যার (পিসি এবং এন্ড্রয়েড ফোনের জন্য)

যে কোন ছোট বড় ব্যবসার হিসাব-নিকার ছাড়া কখনোই ব্যবসার প্রকৃত লাভ লস জানা সম্ভব হয় না। তাই আজকের এই আর্টিকেলে বিভিন্ন ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার সম্পর্কে জানা।

আমরা জানি যে কোন ছোট হোক বড় হোক ব্যবসার হিসাব রাখা অনেক গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসার মজুদ পণ্যের হিসাব, দেনা পাওনা এবং ক্রয় বিক্রয়, লাভ লস এর সঠিক হিসাব না থাকলে, হাজার চেষ্টা করো আপনার ব্যবসাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারবেন না।

অনেক ব্যবসায়ী সময়ের অভাবে বা সঠিক এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে হিসাব রাখার জ্ঞানের অভাবে ব্যবসার হিসাব রাখতে পারেনা।

তাই তাদের সুবিধার্থে আমরা এখানে android মোবাইলের জন্য অ্যাপস এবং কম্পিউটার সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনারা সহজেই যে কোন মোবাইল দোকান থেকে শুরু করে, আরো বিভিন্ন ছোট বড় ব্যবসার হিসাব রাখতে পারবেন।

এখন আপনি যদি মোবাইল দোকানের হিসাব রাখার ফ্রি সফটওয়্যার গুলো ডাউনলোড করতে চান। আমাদের লেখাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

মোবাইল দোকানের হিসাব রাখার সফটওয়্যার
মোবাইল দোকানের হিসাব রাখার সফটওয়্যার

মোবাইল দোকানের হিসাব রাখার সফটওয়্যার ডাউনলোড করুন

আমরা এখন হিসাব রাখার যে সফটওয়্যার গুলো সম্পর্কে বলব সেগুলো শুধুমাত্র মোবাইল দোকানের জন্য নয়, ছোট বড় যে কোন ব্যবসার হিসাব রাখতে পারবেন আপনার মোবাইলেই।

তাই চলুন জেনে নেয়া যাক জনপ্রিয় মোবাইল দোকানের হিসাব রাখার সফটওয়্যার গুলো সম্পর্কে বিস্তারিত।

টালি খাতা

টালি খাতা বাংলাদেশের অ্যাপ ডেভেলপারদের দ্বারা তৈরি করা হয়েছে। যা মোবাইল দোকান থেকে শুরু করে, যে কোন দোকানের হিসাব রাখার জন্য ফ্রিতে ব্যবসায়িক সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।

এই টালি খাতা অ্যান্ড্রয়েড অ্যাপে ছোট বড় সকল ব্যবসার কাজে হিসাব রাখার জন্য কার্যকর ভাবে কাজ করে। তাছাড়া হিসাবের সকল তথ্য ব্যাকআপ হয়ে থাকে। তাই অ্যাপ দিয়ে যে কোন হিসাব করে রাখলে হারানোর ভয় থাকবে না।

তাই আপনি যদি মোবাইল দোকানের হিসাব রাখার জন্য, সফটওয়্যার খুঁজেন তাহলে গুগল প্লে স্টোর থেকে টালি খাতা এপসটি ডাউনলোড করে নিন।

 (TallyKhata Download)

এস ম্যানেজার

এস ম্যানেজার বাংলাদেশী এফ ডেভেলপারদের দ্বারা বিভিন্ন ব্যবসার হিসাব নিকাশ করার জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপটি প্রায় ৩০ হাজারের বেশি ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখার জন্য ব্যবহার করছে।

তাই আপনি যদি মোবাইল দোকানের ব্যবসার হিসাব প্রতিদিনেরটা প্রতিদিন করতে চান? তাহলে এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

জিএনইউক্যাশ

জিএনইউক্যাশ android মোবাইলের জন্য একটি জনপ্রিয় হিসাব-নিকাশ করার ব্যবসায়িক সফটওয়্যার। এখানে সাধারণ হিসাব-নিকাশের কার্যাদেশ ছাড়াও কঠিন কঠিন কাজগুলো সহজেই সম্পাদন করা যায়।

এই সফটওয়্যারে বেশ কয়েকটি ফিচার রয়েছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে অনেক কাজ নিজে নিজে করে দেয়।

তাই কোন ঝামেলা ছাড়া ব্যবসার পাই টু পাই হিসাব করার জন্য, এন্ড্রয়েড অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

পিসিতে ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার ডাউনলোড করুন

আপনি যদি মোবাইলের পাশাপাশি কম্পিউটারে মোবাইল দোকানের ব্যবসার হিসাব রাখতে চান? তাহলে নিচে দেওয়া পিসিতে ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার ডাউনলোড করতে পারেন।

Akaunting

Akaunting একটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার। যা সম্পূর্ণ বিনামূল্যে কোন ব্যবসার হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করা হয়। আপনি যদি এই অ্যাপের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে চান? তাহলেও টাকা দিয়ে কোন অসুবিধা কিনতে হবে না।

আপনারা এই সফটওয়্যারটি কম্পিউটারে অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই ব্যবহার করার সুযোগ পাবেন। তো যারা ফ্রিতে মোবাইল দোকানের ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার করছেন তারা এটি ডাউনলোড করে নিন।

ZipBooks

ZipBooks একটি জনপ্রিয় ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার। আপনি যদি ফ্রিতে এই সফটওয়্যারটি ব্যবহার করেন। তাহলে, মৌলিক হিসাব নিকাশগুলো সহজেই সারতে পারবেন এই সফটওয়্যার দ্বারা।

আপনি যখন এই সফটওয়্যারটি হিসাব রাখার জন্য, ব্যবহার করবেন তখন আনলিমিটেড ইন ভয়েস তৈরি করতে পারবেন। আনলিমিটেড কাস্টমার এবং সাপ্লায়ের ম্যানেজ করতে পারবেন। হিসাব নিকাশের সকল রিপোর্ট দেখতে পারবেন।

তাই এটি ডাউনলোড করতে গুগলে সার্চ করুন এখনই।

ZOHO Books

ZOHO Books একটি সেরা ফ্রি অ্যাকাউন্টিং সফটওয়্যার। যা সম্পূর্ণ বিনামূল্যে আপনার মোবাইল দোকানের ব্যবসা হিসাব রাখতে পারবেন। তাই এটি আপনার মোবাইল এবং কম্পিউটারে যে কোন জায়গায় বসে পরিচালনা করার সুযোগ থাকবে।

আপনারা এই সফটওয়্যার ব্যবহার করে, আনলিমিটেড ক্লায়েন্ট তৈরি করতে পারবেন। প্রতিটি ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা পোর্টাল তৈরি করতে পারবেন। সেই সাথে মাসিক সাংস্ক্রিপশন এবং বারবার ইনভয়েস করতে পারবেন।

এক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করে আপনারা একটি অসুবিধা ভোগ করতে পারবেন সেটি হল আনলিমিটেড ইন ভয়েস করার সুযোগ থাকবে না।

এখানে আপনারা সর্বোচ্চ বাৎসরিক ভিত্তিতে ১০০০ এর বেশি ইনভয়েস তৈরি করতে পারবেন না। আপনার বিক্রয় এবং কাস্টমারের সংখ্যা যদি বেশি হয় তাহলে এটি আপনার জন্য নয়।

শেষ কথাঃ

আপনি যদি একটি মোবাইল দোকানের মালিক হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার মোবাইল দোকানের ব্যবসায় কেমন লাভ হচ্ছে, কি পরিমাণে প্রোডাক্ট বিক্রি হচ্ছে সে বিষয়ে জানতে, উপরে দেয়া যেকোনো একটি এন্ড্রয়েড অ্যাপ বা পিসির জন্য সফটওয়্যার ডাউনলোড করতে পারেন।

তবে আমি আপনাকে পরামর্শ দিব যে কোন ব্যবসার সঠিক হিসাব করতে চাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য টালি খাতা অ্যাপটি ডাউনলোড করুন।

ধন্যবাদ।

Leave a Comment