বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

বর্তমানে জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট হলো নগদ। নগদ গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় ব্যাংকিং সেবা প্রদান করা যাচ্ছে। নগদের মাধ্যমে গ্রাহকরা খুব সহজে টাকা লেনদেন করতে পারে।

নগদ একাউন্টের মাধ্যমে নিজের ঘরে বসে মোবাইল রিচার্জ, সেন্ট মানি করা যায়।

সেজন্য নগদ গ্রাহকদের কাছে খুব তাড়াতাড়ি এটি জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া নগদ একাউন্ট এর মাধ্যমে ক্যাশ আউট চার্জ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় কম। সেজন্য নগদ অ্যাকাউন্ট দ্রুত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

কিন্তু আমাদের মধ্যে অনেকেই এখনো জানেনা বাটন মোবাইল দিয়ে কিভাবে নগদ একাউন্ট খুলতে হয়। বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার জন্য, কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে, আজকের এই আর্টিকেলে জানিয়ে দেব।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

তা যারা এখনো বাটন মোবাইলের নগদ একাউন্ট খোলার বিষয়ে জানেনা। তারা আমাদের লেখাটি ধৈর্য সহকারে পড়ুন।

বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলা অনেক সহজ। android মোবাইল দিয়ে নগদ অ্যাপের মাধ্যমে খুব সহজে নগদ একাউন্ট ক্রিয়েট করা যায়।

কিন্তু আমাদের মধ্যে অনেকে রয়েছে, যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারেনা। তাই বাটন ফোন ব্যবহার করে থাকে।

বাটন মোবাইল দিয়ে কিভাবে নগদ একাউন্ট খুলবেন সেটি আমরা বলে দেব। বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার জন্য কয়েকটি পদক্ষেপ অনুসরণ করার দরকার হবে।

সে পদক্ষেপ গুলো অনুসরণ করে যে কোন বাটন মোবাইল দিয়ে সহজেই  নগদ একাউন্ট খুলতে পারবেন।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে চান। তাহলে নিচে দেয়া পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

পদক্ষেপ- 1

বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে- *167# ডায়াল করুন। তারপর সে নম্বরে কল দেয়ার আগে আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে, সেখান থেকে আপনি কোন নাম্বারে নগদ একাউন্ট খুলবেন সেটি সিলেক্ট করে তারপর কল দেবেন।

পদক্ষেপ- 2

তারপর নগদ একাউন্ট এর কিছু ইন্টারফেস দেখানো হবে। সেখানে আপনাদের ৪ ডিজিট কোড যুক্ত করতে হবে। পিন কোড দেয়ার জন্য প্রথমে, বাটন মোবাইলের মাঝখানের বাটনটি ক্লিক করতে হবে।

তারপর আপনার পছন্দের পেন্টি টাইপ করবেন। তারপর পুনরায় মোবাইলের বড় বাটনের মাঝখানে ক্লিক করে দিবেন।

পদক্ষেপ- 3

তারপর আরো কয়েকটি ইন্টারফেস দেখানো হবে। যেখানে আপনার পিন কোড কনফার্ম করার জন্য বলা হবে। নগদের পিন কোডটি সেখানে পুনরায় যুক্ত করবেন।

তার জন্য প্রথমে আপনাদের মাঝখানের বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর সে পিন নম্বরটি টাইপ করতে হবে তারপর আবার মাঝখানে বাটনে ক্লিক করতে হবে।

পদক্ষেপ- 4

তারপর আপনার মোবাইলে এমন কিছু ইন্টারফেস চলে আসবে সেখানে লেখা থাকবে- (Do you frofit bearing account) তার মানে হল আপনি আপনার এই নগদ একাউন্ট থেকে লভ্যাংশ নিতে চেয়েছেন।

আপনি যদি লভ্যাংশ নিতে চান তাহলে 1 প্রেস করে ইয়েস টাইপ করে দিবেন। আর যদি লভ্যাংশ নিতে না চান। সে ক্ষেত্রে 2 প্রেস করে দেবেন। আপনার কোটি কনফার্ম করার জন্য, মোবাইলের বড় বাটনের মাঝখানে টাপ করবেন।

পদক্ষেপ- 5

তারপর আপনার মোবাইলে এমন কিছু ইন্টারফেস দেখানো হবে। আপনার নগদ একাউন্ট খোলার সম্পন্ন হয়ে গেছে। মানে আপনি যে সিম দিয়ে নগদ একাউন্ট খুলতে চাইছিলেন সেটি সম্পন্ন হবে।

তারপর আপনার মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে। এসএমএস এর মাধ্যমে বলা হবে যে আপনার একাউন্টে খোলার জন্য স্বাগতম।

পদক্ষেপ- 6

তারপর আপনার মোবাইলের  ডায়াল প্যাডে গিয়ে, *167# লিখে কল দিবেন, দেখবেন আপনার নগদ একাউন্ট ক্রিয়েট হয়েছে কিনা।

পদক্ষেপ- 7

নগদ একাউন্টে প্রবেশ করার পরে আপনারা My nagad হঠাৎ ৭ নাম্বার সিলেক্ট করবেন। সাত নম্বর অপশনটি সিলেক্ট করার জন্য প্রথমে মোবাইলের বড় বাটনের মাঝখানে চাপ দিবেন। তারপর 7 টাইপ করবেন।

তারপর পুনরায় বড় বাটনের মাঝখানে চাপ দিবেন। এরপর কিছু ইন্টারফেস দেখানো হবে।

পদক্ষেপ- 8

তারপর আপনারা এক নাম্বার অপশনটি সিলেক্ট করবেন। এক নম্বর অপশনটি হলো ব্যালেন্স দেখার অপশন। সেটি সিলেক্ট করার জন্য প্রথমে আপনার মোবাইলের বাটনের বড় বাটনটিতে চাপ দিবেন। তারপর ওয়ান প্রেস করবেন।

এরপর আবার মাঝখানের বাটনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে কিছু ইন্টারফেস দেখানো হবে।

পদক্ষেপ- 9

বিভিন্ন অপশন থেকে আপনার দেখতে পারবেন নগদের গোপন নম্বর দেওয়ার জন্য বলা হবে। আপনারা নগদের পিন নম্বরটি দেওয়ার জন্য প্রথমে মাঝখানের বাটনটিতে চাপ দিবেন।

তারপর নগদের তিনটি টাইপ করবেন। পুনরায় মাঝখানের বাটনে চাপ দেবেন। তারপর কিছু ইন্টারফেস দেখানো হবে।

পদক্ষেপ- 10

আপনারা সেই ইন্টারপ্রেশন দেখতে পারবেন আপনার নগদ একাউন্টে কত টাকা রয়েছে।

শেষ কথাঃ

আপনারা যদি উপরে উল্লেখিত পদক্ষেপ অনুযায়ী বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে চান? তাহলে, এখন একটি বাটন মোবাইল নিয়ে ট্রাই করতে পারেন যদি আপনার অন্য কোন নাম্বারে নগদ একাউন্ট খোলা না থাকে।

আপনারা একটি নাম্বারে শুধুমাত্র একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। এখন বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে যদি কোন প্রশ্ন জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ।

Leave a Comment