মোবাইলে সরাসরি খেলা দেখার অ্যাপস গুলো কি কি।

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকেন এটাই আমাদের কাম্য। আপনারা হয়তো আজকের আর্টিকেল টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচনার মূল টপিক কি, হ্যাঁ আপনি ঠিকই দেখছেন আজকের আলোচনার মূল টপিক হল: মোবাইলে সরাসরি খেলা দেখার সফটওয়্যার এবং কিভাবে লাইভ ক্রিকেট খেলা দেখবো।

চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের সরাসরি লাইভ খেলা দেখার সফটওয়্যার গুলো সম্পর্কে মূল আলোচনা,

প্রিয় দল ও খেলোয়াড়দের সাপোর্ট করা কিন্তু এখন আমাদের জন্য বেশ উত্তেজক একটা ব্যাপার। তাই আমরা যখন খেলার কথা শুনে থাকি, তখন আমাদের মনে খেলা দেখার সেই অনুভূতিটা বেড়ে যায়।

কিন্তু আপনারা যখন আপনাদের প্রিয় দলের বা প্রিয় খেলোয়ারদের খেলা দেখবেন তখন কিন্তু আপনারা অনলাইনে লাইভ খেলা দেখার ভালো সফটওয়্যার খুঁজে পান না। তাই আপনারা যাতে কাজের ফাঁকে থেকেও আপনাদের প্রিয় দলের খেলা ভালোভাবে আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পারেন তার জন্য আমি আপনাদের কয়েকটি ভালো মানের সফট্ওয়ারে লিস্ট দিচ্ছি আপনারা দেখুন।

মোবাইলে সরাসরি খেলা দেখার অ্যাপস গুলো কি কি
মোবাইলে সরাসরি খেলা দেখার অ্যাপস গুলো কি কি

সেরা ১০টি মোবাইলে সরাসরি খেলা দেখার অ্যাপস গুলোর তালিকা:

প্রিয় পাঠক, তাহলে জেনে নেওয়া যাক, মোবাইলে সরাসরি খেলা দেখার এপস / সফটওয়্যার গুলো কি কি।

আরোও দেখুন..

১. SonyLiv:

Sony liv হল বেশ মোবাইলে সরাসরি খেলা দেখার এপস অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে একটা। যারা এই এ্যাপ সমন্ধে জানেন তারা এই অবস্টাই বেশি ব্যবহার করে থাকেন সরাসরি লাইভ খেলা দেখার জন্য।

Sony live অ্যাপস এই অনলাইন সার্ভিসটি আপনার মোবাইলে সরাসরি খেলা যেমন, আপনাকে কুস্তি, রেসিং, রাগবি, ক্রিকেট কিংবা ফুটবলের মতো আরো অন্যান্য লাইভ টিভি ও লাইভ স্পোর্টিং ইভেন্টগুলোর সরাসরি সম্প্রচার এর মাধ্যমে আপনার মোবাইল থেকে এসকল লাইভ খেলা গুলো দেখতে পারবেন।

Sony liv, এটির অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, কম্পিউটার ভার্সন এবং অনলাইন সাইটও রয়েছে।

২. Disney+HotStar:

Disney+HotStar হল সবচেয়ে যথেষ্ট বড় ও লোকপ্রিয় অনলাইন টিভি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম।Disney+HotStar এখানে হাজার-হাজার সিনেমা ও টিভি শো ছাড়াও আপনি আরামসে হটস্টার লাইভ সারা বিশ্বের স্পোর্টসগুলো দেখতে পারবেন।

Disney+HotStar এই প্ল্যাটফর্মটি আপনাকে সেরা হাই-রেজোলিউশন স্পোর্টস স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা দিয়ে থাকে। এর জন্য আপনার অনলাইনে লাইভ খেলা দেখার কোনো সমস্যা হয় না, তবে, ডেস্কটপ বা লেপটপ  থেকে স্ট্রিম করতে গেলে অবশ্যই আপনাকে এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।

৩. ESPN:

সারা বিশ্বের সেরা জনপ্রিয় ও স্বীকৃত লাইভ খেলা দেখার চ্যানেলগুলোর মধ্যে ESPN হল একটি অন্যতম জনপ্রিয়। এখানে আপনারা আন্তর্জাতিক ফুটবল, বাস্কেটবল, সকার ও আরও অনেক লাইভ স্পোর্টস ইভেন্ট ESPN অ্যাপ বা ওয়েবসাইটে মাধ্যমে আপনি লাইভ দেখতে পারবেন।

তবে একটা জিনিস মনে রাখবেন, মোবাইলে লাইভ খেলা দেখার সফটওয়্যার যদি সম্প্রচার অধিকারের কারণে কিছু খেলার সম্প্রচার এখানে বন্ধও থাকতে পারে। তার জন্য আপনাকে এখানে প্রতিটা লাইভ খেলা দেখার জন্য প্রতিটা লাইভ লাইভ গেমের জন্যে আপনাকে ESPN এর একটা VPN আপনাকে ব্যবহার করতে হবে।

আপনাকে এই ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) আপনাকে আপনার মোবাইলের লোকেশন পরিবর্তন করতে।

৪. BCCI TV:

মোবাইলে সরাসরি খেলা দেখার সফটওয়্যার BCCI TV হল ভারতের ক্রিকেটের প্রশাসনিক সংস্থার নিজস্ব অনলাইন লাইভ খেলা দেখানর স্ট্রিমিং পরিষেবা। আপনি যদি একবার BCCI TV এই সাইটে এন্ট্রি পেয়ে গেলে, তাহলে, আপনি ভারতের যেকোনো অনলাইন লাইভ স্পোর্টস কন্টেস্টই দেখতে পারবেন।

BCCI TV এখানে থেকে আপনি যেকোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট লাইভ ম্যাচই দেখতে পারবেন।

৫. JioTV:

Jio TV অনলাইন অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি  Jio TV ব্যবহারকারীদের জন্য সরাসরি মোবাইল ফোনে লাইভ স্পোর্টস ইভেন্টের স্ট্রিমিং এর জন্যে প্রতিষ্ঠিত করা হয়েছে।

BCCI TV সাহায্য আপনি মোবাইলে সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন এবং সহজেই অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে BCCI TV এর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন।

BCCI TV অ্যাপস ইনস্টল করার পরে, আপনাকে লাইভ ক্রিকেট ম্যাচ দেখার জন্যে এই প্ল্যাটফর্মে নিজের Jio ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে, অবশ্যই আপনাকে ভালোভাবে সাইন ইন করতে হবে।

৬. Cricbuzz.com:

প্রিয় পাঠক, CricBuzz হল অনলাইন মোবাইলে লাইভ খেলা দেখার সফটওয়্যার একটা স্পোর্টস নিউস ওয়েবসাইট।

CricBuzz এটি এখন বর্তমানে সবচেয়ে একচেটিয়াভাবে শুধুমাত্র অনলাইনে লাইভ খেলা দেখার সফটওয়্যার ফুটবল,ক্রিকেট সহ আরো অন্যান্য খেলার খবরই দেখিয়ে থাকে।

এখন বর্তমান সময়ে CricBuzz ক্রিকেট ইনফো ও স্কোরের জন্য এই প্ল্যাটফর্মটি সবার কাছে বেশ জনপ্রিয়।

৭. G TV Live sports

আপনি যদি বাংলাদেশ থেকে খেলা দেখতে চান, তাহলে সবচেয়ে জনপ্রিয় মোবাইলে লাইভ খেলা দেখার সফটওয়্যার হ্যালো জিটিভি। এই অ্যাপটির মাধ্যমে আপনি মোবাইলে সরাসরি লাইভ খেলা দেখতে পারবে কোন রকম ঝামেলা ছাড়াই।

G TV Live sports এই সফটওয়্যার টি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিয়ে সরাসরি মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন।

৮। ICC Cricket:

সারাবিশ্বে ক্রিকেটের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হল এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। অনলাইনে এই ICC মোট তিনটে ফর্মে উল্লেখযোগ্য লাইভ ক্রিকেট টুর্নামেন্ট এর ব্যবস্থাপনা করে থাকে। এই অ্যাপস এর মাধ্যমে আপনি সরাসরি ক্রিকেট খেলা দেখতে পারবেন।

৯. UK TV Now:

UK TV Now এখন বর্তমান সময়ে লাইভ ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার এর মধ্যে দারুণ জনপ্রিয় লাইভ-স্ট্রিমিং অ্যাপ। আপনি এখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৫০টি চ্যানেলের অনুষ্ঠান ভালোভাবে দেখতে পারবেন।

আপনি যদি এই অ্যাপসটি ডাউনলোড করতে চান তাহলে, আপনি এই অ্যাপটি Google Playstore এ পাবেন না। এটিকে আপনার ডেস্কটপে পেতে হলে এর ওয়েবসাইট থেকে Apk ফাইলটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে।

১০. T Sports:

মোবাইলে লাইভ খেলা দেখার সফটওয়্যার t-sports। এই অ্যাপসটির মাধ্যমে আপনি অনলাইনে ক্রিকেট ফুটবল ও অন্যান্য সকল খেলা লাইভ দেখতে পারবেন।

আপনি যদি মোবাইলে লাইভ খেলা দেখতে চান তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন।

প্রিয় পাঠক, মোবাইল দিয়ে সরাসরি খেলা দেখার সফটওয়্যার আজকের আর্টিকেল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট: বাংলা আর্টিকেল লিখে ইনকাম | বিকাশ, রকেট, শিওর ক্যাশ, নগদ, মোবাইল রিচার্জ ইত্যাদি বিস্তারিত এখানে

Leave a Comment