দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় | Google Adsense

গুগল এডসেন্স পাওয়ার উপায় : এখন বর্তমানে অনলাইনে আয় করার সবচেয়ে সহজ উপায় হলো ইউটিউব এবং ব্লগ বা ওয়েবসাইট থেকে আয় করা। আর ইউটিউব এবং ব্লগ বা ওয়েবসাইট থেকে আয়োর অন্যতম একটি উপায় হচ্ছে গুগল এডসেন্স দ্বারা আয় করা ৷

এখন বর্তমানে পৃথিবীতে যতগুলো এডভারটাইজিং নেটওয়ার্ক আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো Google Adsense। কারণ এডসেন্সের বিজ্ঞাপন গুলো ইউজার ফ্রেন্ডলি। এছাড়াও বাকি নেটওয়ার্ক থেকে Adsense আয়ের সুযোগ সবচেয়ে বেশি।

কিন্তু Google Adsense এড আপনার ইউটিউব এবং ওয়েবসাইট বা ব্লগে বসাতে হলে আপনাকে প্রথমে আপনার ইউটিউব ব্লগ বা ওয়েবসাইটকে এপ্রুভ করাতে হবে। অর্থাৎ: যদি আপনার ওয়েবসাইটে Google Adsense এর এড বসাতে চান তাহলে সর্বপ্রথমে আপনাকে এডসেন্সে সেটির জন্য Google এ আবেদন করতে হবে।

আবেদনের পর Google Adsense একজন প্রতিনিধি আপনার ইউটিউব এবং ওয়েবসাইট ভিজিট করবে এবং দেখবে আপনার ইউটিউব বা ওয়েবসাইট এডসেন্সের সব শর্ত মেনেছে কিনা এবং সব ঠিকঠাক আছে কিনা । যদি মেনে থাকে তবেই তারা আপনার ইউটিউব বা ওয়েবসাইটকে Google Adsense এর এড বসানোর জন্য এপ্রুভাল দিবে।

কিন্তু বেশিরভাগ মানুষই Google Adsense একাউন্ট  এপ্রুভাল করাতে গিয়ে হতাশার মুখে পড়ে এবং সকল আশা ছেড়ে দেন।

কারন তারা এডসেন্সের শর্ত না মেনে আবেদন করে যার ফলে তাদের একাউন্ট এপ্রুভ হয় না এবং তাদের জন্ম নেই হতাশা। তারা ভাবে তাদের দ্বারা হয়ত হবে না এ কাজ। আসলে আপনি যদি এডসেন্সের শর্ত মেনে কাজ করেন তাহলে খুব সহজে আপনিও এডসেন্স এর এপ্রুভাল পেয়ে যাবেন।

যাই হোক আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় নিয়ে।

গুগল এডসেন্স পাওয়ার উপায়

Google Adsense এপ্রুভাল পাওয়ার প্রধান এবং অন্যতম শর্ত হলো এডসেন্সের টার্মস এন্ড কন্ডিশন অথবা সকল পিলিসি মেনে চলা। গুগল এডসেন্স আমার আপনার থেকেও অনেক চালাক। অনেকেই মনে করে একটু নিয়ম অমান্য করলে এডসেন্স বুঝবে কিন্তু তারা ঠিকই বুঝতে পারে ৷

দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায়
দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায়

আর এডসেন্স তাদের রুলস গুলো নিয়ে একটু বেশি সচেতন। তাই ভুলেও কোন প্রকার চালাকি করা যাবে না। তাহলে চলুন দেখে

1 thought on “দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় | Google Adsense”

Leave a Comment