Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার [Apply Now]

Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার (এইচএসসি পর্যায়) ২৯ নভেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা প্রকাশিত হয়। ২০২৪ সালের SSC সমমান পাস ছাত্র-ছাত্রী /HSC সমমান পর্যায়ে লেখাপড়ার খরচ চালানোর জন্য Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৩ এই শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন।

Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন করা যাবে ৩০ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে এই লিংকের মাধ্যমে: https://app.dutchbanglabank.com/DBBLScholarship/

ডাচ বাংলা বৃত্তির টাকার পরিমান

ডাচ-বাংলার বৃত্তি প্রাপ্তরা হচ্ছে HSC/সমমানে পড়াশোনা চলাকালীন দুই বছর Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ শিক্ষার্থীরা পাবেন। ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি শিক্ষার্থীদের দেবে প্রতিমাসে ২,৫০০ টাকা। আরো পোশাক-পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা করে।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার HSC
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার HSC

এই বৃত্তির টাকা ও উপকরণ ২ বছর শিক্ষার্থীদের মাঝে দেওয়া হবে।

Dutch Bangla Bank Scholarship 2024

বৃত্তির নাম: ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি

শিক্ষার স্তর: এইচএসসি বা সমমানে অধ্যায়নের জন্য

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে জিপিএ-৫ ( চতুর্থ বিষয় ছাড়া) গ্রামীণ শিক্ষার্থীদের জন্য জিপিএ-৪.৮৩

বৃত্তির মেয়াদ: ২ বছর

মাসিক বৃত্তি: ২৫০০ টাকা

বাৎসরিক উপকরণ: ২৫০০+১০০০

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ hsc

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি

ডাচ বাংলা ব্যাংক ১৯৯৭ সালে থেকে অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতিবছর ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। ডাচ বাংলা ব্যাংক মূলত সি এস আর কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর ১০২ কোটি টাকার উপরে মেধাবী শিক্ষার্থীদের কে উপবৃত্তি প্রদান করে।

এ পর্যায়ে দেখা গেছে ৬০ হাজার ছাত্র-ছাত্রী উপবৃত্তির আওতায় এসেছে এবং চলতি হিসেবে আরোও ১৫ হাজার ছাত্র-ছাত্রী চলমান কর্মসূচির আওতায় আছে।

ডাচ বাংলা ব্যাংক বৃত্তির আবেদনের যোগ্যতা

Dutch Bangla Bank গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি ও উপবৃত্তি দিয়ে থাকে। বাংলাদেশের সকল প্রান্তরে সকল শিক্ষার্থী এই উপবৃত্তির আওতায় আছে। ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি শহর এবং গ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য যোগ্যতা ভিন্ন ভিন্ন যেমন,

  1. সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য: এসএসসি/সমানে ন্যূনতম জিপিএ থাকতে হবে ৫.০০ ( চতুর্থ বিষয় ব্যতীত, সকল গ্রুপের জন্য)
  2. জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ থাকতে হবে ৫.০০ ( চতুর্থ বিষয় ব্যতীত, সকল গ্রুপের জন্য)
  3. গ্রামীণ অঞ্চলের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নূন্যতম জিপিএ থাকতে হবে ৪.৮৩

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন প্রক্রিয়া

Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন শুধুমাত্র অনলাইনে করা হয়। তাই সরাসরি এই আবেদন জমা নেওয়া হয় না। সে ক্ষেত্রে আপনাকে ডাচ-বাংলা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্কলার্শিপ সাইটে যেতে হবে।

এবং সেখানে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ফরমটি পূরণ করে সাবমিট দিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ডাচ-বাংলা অফিস ওয়েবসাইট লিংক এখানে দিলাম আপনারা এখান থেকে খুব সহজে ডাচ-বাংলা শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন।

ডাচ-বাংলা শিক্ষাবৃত্তির আবেদন লিংক: https://app.dutchbanglabank.com/DBBLScholarship/

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদনের তারিখ

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদনের তারিখ: ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির অন্যান্য শর্তসমূহ

  1. ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেতে হলে সরকারি বৃত্তি ব্যতীত ছাত্র-ছাত্রী অন্য কোন সংস্থার বৃত্তি গ্রহণ করতে পারবে।
  2. মোট প্রায় ৯০% গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ এবং ছাত্র-ছাত্রীদের ৫০ শতাংশ মহিলাদের জন্য বরাদ্দ।
  3. ডাচ বাংলা ব্যাংক এসএসসি বৃত্তির প্রার্থীকে অবশ্যই একাদশ শ্রেণির অধ্যায়নের বিভাগীয় প্রদানের সুপারিশ থাকতে হবে।

ডাচ বাংলা বৃত্তি  আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্ট সাইজের ছবি ( স্ক্যান কপি )।
  • পিতা ও মাতার পাসপোর্ট সাইজের ছবি ( স্ক্যান কপি )।
  • এসএসসির নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

ডাচ বাংলা বৃত্তির আবেদনের নিয়ম আবেদন ফরম

কম্পিউটার বা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যেকোন ব্রাউজারে গিয়ে টাইপ করুন https://app.dutchbanglabank.com/DBBLScholarship/ এই লিংকে ভিজিট করতে হবে। তারপর যথাযথ ভাবে অনলাইনে ডাচ বাংলা বৃত্তির আবেদন ফর্ম পূরণ করে এবং অনলাইনে ফর্ম এর যথাযথ স্থানে পাসপোর্ট সাইজের ছবি (স্ক্যান কপি), পিতা ও মাতার পাসপোর্ট সাইজের ছবি (স্ক্যান কপি), এসএসসির নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি এটাচ যুক্ত করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার HSC 

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার HSC পর্যায়

Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৩ প্রাথমিক ফলাফল

  • ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর ২০২৪
  • প্রাথমিকভাবে শিক্ষার্থী বাছাইকৃত প্রার্থীদেরকে Dutch Bangla Bank এর উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য Dutch Bangla Bank এর যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ০১ জানুয়ারি ২০২৩ থেকে ১৯ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।

Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ চূড়ান্ত ফলাফল

চূড়ান্ত ফলাফল প্রকাশ: পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোন আবেদন গ্রহণযোগ্য না।

আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমাদের ওয়েবসাইট Dailytk.com নিয়মিত ভিজিট করুন।

1 thought on “Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার [Apply Now]”

Leave a Comment