অনলাইনে গ্যাস বিল চেক করার নিয়ম এখানে!

বর্তমানে প্রতিটি শহর অঞ্চলে প্রায় ঘরে ঘরে গ্যাস সার্ভিস চালু রয়েছে। অনেক সময় গ্যাজ বিল দেওয়ার পরে নেট জেড হওয়ার জন্য, গ্যাস বিল চেক করার দরকার হয়।

গ্যাস্ট বিল দেওয়ার পরে আমাদের মনে প্রশ্ন জাগে, গ্যাস বিল কত টাকা এবং বিলের টাকা পেইড হলো কিনা। এছাড়া আরো বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের।

তাই আপনারা চাইলে খুব সহজে অনলাইনের মাধ্যমে গ্যাসের বিল চেক করে দেখতে পারবেন।

সাধারণত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে গ্যাসের বিল পরিশোধ করার সময় নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে সাকসেসফুল এসএমএস আসে না আর আসলেও অনেক সময় লাগে।

এজন্য সঠিকভাবে গ্যাসের বিল পরিশোধ হয়েছে কিনা। যাচাই করার জন্য গ্যাস বিল চেক করতে হয়। তাই আসুন অনলাইনে গ্যাস বিল চেক করার নিয়ম বিস্তারিত জেনে নেয়া যাক।

অনলাইনে গ্যাস বিল চেক করার নিয়ম এখানে!
অনলাইনে গ্যাস বিল চেক করার নিয়ম এখানে!

অনলাইনে গ্যাস বিল চেক করার নিয়ম

অনলাইনে গ্যাস বিল চেক করার জন্য সর্বপ্রথম আপনাদের বিকাশ অ্যাপ থেকে pay bill অপশনে প্রবেশ করবেন। তারপর আপনার গ্যাস কোম্পানির নাম সিলেক্ট করবেন।

কাস্টমার কোড এবং বিলার আইডি দিলে, পরবর্তী অপশনে আপনার সর্বমোট বকে গ্যাস বিল দেখতে পারবেন।

আপনি চাইলে নগদ অ্যাপের মাধ্যমে ও গ্যাস বিল চেক করতে পারবেন। এবং গ্যাস বিল চেক করার পাশাপাশি গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।

বর্তমানে সকল গ্যাস কোম্পানির গ্যাস বিল একই পদ্ধতিতে চেক করা যায়। আপনাদের গ্যাস বিলের কাগজে কাস্টমার কোড এবং বিএলআর আইডি নাম্বার দেওয়া থাকবে। মোবাইলের মাধ্যমে চেক করা যাবে শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকদের বিলগুলো।

বর্তমানে সারা বাংলাদেশে গ্যাসের সাপ্লাই দেয়। এমন কয়েকটি জনপ্রিয় গ্যাস কোম্পানির নাম হল-

  • তিতাস গ্যাস কোম্পানি
  • সুন্দরবন গ্যাস কোম্পানি
  • বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
  • কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি
  • পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি
  • জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ইত্যাদি।

আমি আপনাদের সুবিধার্থে এখানে তিতাস গ্যাস কোম্পানি এবং জালালাবাদ গ্যাস কোম্পানির গ্যাস বিল অনলাইনে চেক করার প্রক্রিয়া উল্লেখ করবো।

আপনারা একই পদ্ধতি ব্যবহার করে প্রতিটি গ্যাস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কাস্টমার কোড এবং মোবাইল নাম্বার দিয়ে গ্যাসের বিল চেক করে নিতে পারবেন।

তিতাস গ্যাস বিল চেক করার নিয়ম

গ্যাস সার্ভিস প্রধান কারী কোম্পানিগুলোর মধ্যে তিতাস জনপ্রিয় একটি কোম্পানি। তিতাস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা গ্যাসের বিল এর সকল তথ্য চেক করে দেখতে পারবেন। তার জন্য নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ- 1

সর্বপ্রথম তিতাস গ্যাস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট কাস্টমার পোর্টালে প্রবেশ করুন।

ধাপ- 2

তারপর আপনারা ওয়েবসাইটে থাকা Non Metered (Domestic) Customer অপশনে প্রবেশ করুন। এখন আপনার যারা প্রিপেইড কাস্টমার, মিটার গ্রাহক এবং বাল্ক গ্রাহক রয়েছেন তারা নির্দিষ্ট অপশন সিলেক্ট করে নিবেন।

ধাপ- 3

তারপর আপনাদের কাস্টমার কোড যুক্ত করবেন। গ্যাস বিলের কাগজে আপনারা নির্দিষ্ট কাস্টোমার কোড দেখতে পারবেন। আপনার মোবাইল নাম্বার যুক্ত করে সাইন ইন বাটনে ক্লিক করবেন।

ধাপ- 4

এরপর আপনার মোবাইলে একটি otp কোড পাঠানো হবে। পর্যায়ক্রমে করতে যুক্ত করে ভেরিফিকেশন কমপ্লিট করে নিবেন। তারপর আপনাদের নিজস্ব একটি প্রোফাইল ক্রিয়েট হবে।

ধাপ- 5

আপনাদের নিজস্ব প্রোফাইলে প্রবেশ করে মেইন মেনু থেকে Transaction অপশনে প্রবেশ করবেন। তারপর সেখানে আপনারা সকল গ্যাস বিল এর হিসাব গুলো দেখতে পারবেন।

জালালাবাদ গ্যাস বিল চেক করার নিয়ম

জালালাবাদ গ্যাস কোম্পানি অনলাইনের মাধ্যমে গ্যাস বিল চেক করার সার্ভিস চালু করেছে। তো যারা জালালাবাদের গ্যাস ব্যবহার করছেন। তারা নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে গ্যাস বিল চেক করে দেখতে পারেন।

সর্বপ্রথম জালালাবাদ গ্যাস পোর্টাল ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর ওয়েবসাইটে থাকা insert your customer id অপশনে আপনাদের কাস্টমার আইডি যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করবেন।

এরপর আপনাদের প্রোফাইলে নিয়ে যাওয়া হবে সেখানে সকল জালালাবাদ গ্যাসবিলের তথ্য দেখানো হবে। বিশেষ করে আপনার গ্যাস বিল এ কত টাকা বকেয়া রয়েছে, কত টাকা পরিশোধ করেছে তার সবকিছুই সেখানে দেয়া থাকবে।

এখন অনলাইনে গ্যাস বিল চেক করার সময় যদি কাস্টমার কোড আপনার কাছে না থাকে সেক্ষেত্রে, আপনি কোন কোম্পানির গ্যাস ব্যবহার করছেন সেই কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, আপনার গ্যাস বিলের কাস্টমার আইডি জেনে নিবেন।

তারপর উপরে দেওয়া পদ্ধতি অনুযায়ী অনলাইনে গ্যাস বিল চেক করে নেবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আশা করি অনলাইনে গ্যাস বিল কিভাবে চেক করতে হয় সে বিষয়ে জানতে পারলাম। গ্যাস বিল চেক করার বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা যত দ্রুত সম্ভব আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব।

ধন্যবাদ।

Leave a Comment