রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক, গ্রামীণফোন (আপনার এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন) চেক করার নিয়ম

প্রিয় পাঠক, আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি আপনি কিভাবে দেখবেন তা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানো হবে।

SIM Registration
SIM Registration

রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক, গ্রামীণফোন (আপনার এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন) চেক করার নিয়ম।

আমরা এখন সবাই মোবাইল ব্যবহার করে থাকি কিন্তু সেই মোবাইল দিয়ে কথা বলার জন্য সিমের প্রয়োজন হয়। মোবাইলে কারোর সাথে কথা বলার জন্য আমরা সিম ব্যবহার করে থাকি, যার পূর্ণনাম- Subscriber Identity Module।

আপনি যদি আপনার মোবাইলে সিম ব্যবহার করতে চান তাহলে আপনাকে আগে সিমটি রেজিস্ট্রেশন করতে হয়। অনেক সময় দেখা যায় যারা ১৮ বছরের নিচে তারা সিম রেজিস্ট্রেশন করতে পারেন না।

দেখা যায় তখন তার বাবা-মা আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধব দের কাছ থেকে ভোটার এনআইডি কার্ড সংগ্রহ করে সিম রেজিস্ট্রেশন করে থাকেন।

যাদের ভোটার আইডি কার্ড আছে তার নিজের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে পারবেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (BTRC) তথ্য বা ঘোষণা অনুযায়ী, একটি ভোটার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যাবে। আপনার ন্যাশনাল আইডি কার্ড (NID) দিয়ে আপনি কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন।

সেটা যদি না জানেন তাহালে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তা আপনাকে দেখাতে সহায়তা করবে।

আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা আপনার জেনে রাখা ভালো।

কারণ তাতে আপনি বুঝতে পারবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে, যেমন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম নিয়ে ব্যবহার করছে কি না তা আপনি জানতে পারবেন।

সিম নিবন্ধন যাচাই করার উপায়

আমরা এখন আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল থেকে ডায়াল করার মাধ্যমে জানতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে।

আপনার বর্তমান সিম এর ক্ষেত্রে ব্যবহৃত যেকোনো গ্রামীণ সিম, রবি সিম, এয়ারটেল সিম, বাংলালিংক সিম এবং টেলিটক সিমের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার এনআইডি কার্ডের নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা।

সে জন্য আপনি আপনার মোবাইল অপশনে গিয়ে ডায়াল করবেন *১৬০০১#। এই নম্বর ডায়াল করার পর আপনার কাছে আরেকটি ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ডের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে।

এ পর্যায়ে আপনার ভোটার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড বাটনে সেন্ড করুন। পরবর্তীতে ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর নম্বর আপনাকে মেসেজের মাধ্যমে দেয়া হবে।

এখানে আপনার প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর কোড আপনাকে দেখাবে। তবে আপনাকে নম্বরগুলো সম্পূর্ণ দেবে না। প্রতিটি সিমের নম্বরের শুরুর তিন ডিজিট এবং সিমের শেষের তিন ডিজিট আপনাকে দেওয়া হবে।

তার মধ্য থেকে আপনাকে চিহ্নিত করতে হবে যেমন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক অনেকটা এ রকম দেখাবে ৮৮০১৯*****৭৮০।

এ ছাড়াও আপনি আলাদা আলাদা সিমের মাধ্যমে ডায়াল করে সিম রেজিস্ট্রেশন এর  তথ্য জানতে পারবেন। সেগুলো নিচে step-by-step দেওয়া হল:

গ্রামীণফোন এর ক্ষেত্রে টাইপ ‘info’ সেন্ড করুন 4949 গ্রামীণফোন টাইপ ‘Reg 17 Digit NID Number’ সেন্ড করুন 4949

বাংলালিংক সিমের ক্ষেত্রে ডায়াল *1600*2# এবং ডায়াল *1600*1#

রবি সিমের ডায়াল *1600*3# এবং *1600*1#

এয়ারটেল সিমের ডায়াল *121*4444#

টেলিটক সিমের ক্ষেত্রে টাইপ ‘info’ সেন্ড করুন 1600

একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এই সেবা নেয়ার জন্য আপনাকে কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না, অর্থাৎ আপনি একদম ফ্রিতে সিম চেক করতে পারবেন।

এনআইডি দিয়ে সিম চেক করার নিয়ম আজকের আর্টিকেল আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

Leave a Comment