প্লে স্টোর ডাউনলোড করার নিয়ম (Google Play Store Download)

এখন বর্তমান সময়ে সবার হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। যাদের স্মার্টফোন আছে এবং আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করি, আমাদের অনেক অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন পড়ে এবং আমরা অনেক সময় বিভিন্ন ধরণের অ্যাপস ডাউনলোড করে থাকি।

কিন্তু আপনার এন্ড্রয়েড মোবাইলে যদি Google Play Store app না থাকে তাহলে কিন্তু আপনি এখন বর্তমান সময়ে অনেক জনপ্রিয় অ্যাপ গুলো ডাউনলোড করতে পারবেন না।

প্রিয় বন্ধুরা, তাই আজকের এই পোস্টে আপনাকে দেখিয়ে দেব প্লে স্টোর ডাউনলোড করার নিয়ম সম্পর্কে। আপনি যদি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর ডাউনলোড করেন, তাহলে আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের সাহায্যে যে কোন ধরনের অ্যাপ গুগল প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

আপনি প্লে স্টোর ডাউনলোড পুরোপুরি ভাবে প্লে স্টোর ডাউনলোড করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আমাদের দেওয়া আর্টিকেল আপনাকে শেষ পর্যন্ত ভালোভাবে মনযোগ দিয়ে পড়তে হবে।

প্লে স্টোর অ্যাপস ডাউনলোড কিভাবে করবো

একটা জরিপে দেখা গেছে, বর্তমান সময়ে অনেক অ্যান্ড্রয়েড স্মার্ট ব্যবহারকারী Play Store কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়ে হাজার হাজার গুগলে বিভিন্ন ভাবে সার্চ করেছে।

কিন্তু দেখা গেছে এর মাঝে অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী প্রশ্ন করে থাকে, আমরা যে এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি সেখানে তো আগে থেকে প্লে স্টোর দেওয়া থাকে। তাহলে আমরা কেন প্লে স্টোর কেন ডাউনলোড করব।

আপনার প্রশ্নের উত্তরে আমি এখন বলব: আপনাদের যদি মোবাইলে আগে থেকে ডিফল্ট ভাবে গুগল প্লে স্টোর থাকে। তাহলে দেখা যায় অধিকাংশ ইউজার প্লে স্টোর ডাউনলোড করার বিষয়ে চিন্তা করে না।

কিন্তু তোমার সময় এখন আমরা যারা চায়না মোবাইল গুলোতে যে কনফ্লিক্ট গুলো দেখতে পারি এবং আমরা সকলেই জানি আমেরিকার ও চায়না মধ্যে ভালো সম্পর্ক নাই।

এছাড়া, Donald Trump আমেরিকার প্রেসিডেন্ড থাকা সময় চায়না মোবাইল গুলোর উপর বিশেষ করে হাওয়াই মোবাইল ফোনের উপর অবরোধ চাপ চাপিয়ে দিয়েছিল।

যার ফলে হাওয়াই স্মার্টফোন গুলোতে google তাদের প্লে স্টোর সার্ভিস দিতে পারে নাই। কারণ অধিকাংশ চায়নার স্মার্টফোন গুলোতে গুগল প্লে স্টোর অ্যাপ ডিফল্ট দেওয়া থাকে না।

আমরা অনেকেই আছি অনেক বড় দামী ফোন কিনতে পারিনা, দেখা যায় অনেক সময় চায়না ফোন কম দামে পাওয়া যায় সে কারণে সবাই চায়না মোবাইল ফোন গুলো ব্যবহার করে থাকি।

আমরা যারা বাংলাদেশে বাস করি বেশিভাগ ক্ষেত্রেই দেখা যায় চায়না স্মার্ট মোবাইল গুলো সবচেয়ে ব্যবহার করি। তাই আমাদের প্লে স্টোর অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন পড়ে।

আর যাদের এন্ড্রয়েড ফোনে কোন কারনে প্লে স্টোর অ্যাপস ডিলিট হয়ে গিয়েছে বা কোন কারনে আপনার গুগল প্লে স্টোর অ্যাপস আনইন্সটল করে ফেলেছেন ও ফোন থেকে মুছে দিয়েছেন তারা পুনরায় আবার কিভাবে গুগল প্লে স্টোর ডাউনলোড করবেন তা আপনাদের নিচে step-by-step দেখি দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন।

উপরুক্ত বিষয় অনুসরণ করে আপনি আপনার প্রশ্নের সঠিক উত্তর হয়তো পেয়ে গেছেন। আর যদি না বুঝেন তাহলে দয়া করে উক্ত আলোচনা আপনি আরো একবার ভালোভাবে পড়ে নিন।

প্লে স্টোরে ডাউনলোড করার নিয়ম (Google play store download)

আপনি যখন মোবাইল মার্কেট থেকে একটি নতুন অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন কিনবেন, তখন আপনি সেই ফোন চালু করার পরে দেখেন যে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোর নেই তাহলে দেখা যাবে আপনার একটু বিরক্ত বোধ হবে।

আপনার ক্রয় করা অ্যান্ড্রয়েড মোবাইলে যদি প্লে স্টোর না থাকে তাহলে আপনি আরো অন্যান্য অ্যাপ গুলো ডাউনলোড করতে পারবেন না।

এছাড়া ও আপনারা যখন Google Play Store App Download করতে যাবেন। তখন Download Error এবং অন্যান্য সতর্কবার্তা সাইন চলে আসবে আর App Download করতে বাঁধা দেবে।

এই সকল বিরক্তিকর পরিস্থিতিতে আপনাকে যেন না পড়ে হয়। তাই আমরা আপনাকে এই আর্টিকেলে সমাধান জানিয়ে দেব।

বন্ধুরা, চলুন নিচের অংশ থেকে ভালোভাবে জেনে নেওয়া যায় ঝামেলা মুক্ত কিভাবে আপনি গুগল প্লে স্টোর অ্যাপ ডাউনলোড করতে পারবে।

কিভাবে প্লে স্টোর অ্যাপ ডাউনলোড করবো (Google play store app download)

আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের জন্য গুগল প্লে স্টোর ডাউনলোড করতে চান। তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যে কোন একটি ওয়েব ব্রাউজারে প্রবেশ আপনাকে করতে হবে যেমন- গুগল ক্রোম, ওপেরা মিনি, মজিলা ফাইয়ারফক্স ইত্যাদি আপনি যে কোন ব্রাউজার থেকে যেতে পারেন।

আপনার নির্ধারিত একটি যেকোনো ব্রাউজারে যাওয়ার পরে, গিয়ে আপনাকে সার্চ করতে হবে Google Play Store App Download For Android.

এছাড়াও আপনাদের সুবিধার জন্য নিচে একটি লিংক শেয়ার করেছি চাইলে আপনি সেখানে ক্লিক করে সরাসরি প্লে স্টোর অ্যাপ ডাউনলোড করতে পারবেন। লিংকঃ “গুগল প্লে স্টোর অ্যাপ ডাউনলোড

Google Play Store অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ডাটা খরচ করতে হবে 30.08 এমবি। সম্পূর্ণ ভাবে প্লে স্টোর অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনার মোবাইলে app টি ইনস্টল করতে হবে।

প্লে স্টোর অ্যাপ মোবাইলে ইনস্টল করতে গেলে যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে আপনার ফোনের সেটিংস থেকে অ্যাপ ম্যানেজার এ Allow বাটন চালু করে দিবেন।

তাহলেই আপনার প্লে স্টোর অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। আমি আশা করি উক্ত নিয়ম অনুসরণ করে আপনি প্লে স্টোর ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।

কিভাবে প্লে স্টোরে Error ফিক্স করবেন

যখন আপনি নতুন অবস্থায় Google Play Store App Download করবেন তখন অনেক সময় Error সমস্যা দেখা দিতে পারে।

সেক্ষেত্রে আপনাকে আপনার মোবাইল সেটিং এর মাধ্যমে কিছু পরিবর্তন করে নিলেই Google Play Store App Download Error ফিক্স হয়ে যাবে।

Error ফিক্স করার নিয়ম কি

ইরর ফিক্স করার জন্য শুরুতে আপনাকে আপনার মোবাইলের সেটিংস অপশনে যেতে হবে। এরপর সেটিং অপশন থেকে অ্যাপ ম্যানেজার অপশনে আপনাকে প্রবেশ করতে হবে।

অ্যাপ ম্যানেজার অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন Google Play Store সফটওয়ার লেখা সেখানে আপনি ক্লিক করবেন। এরপর সেখান থেকে স্টোরেজ অপশনে ক্লিক করবেন।

আপনি এখন দুটি অপশন দেখতে পারবেন। যেমন- Clear Data & Clear Cache. উক্ত দুটি অপশন ক্লিক করে পরিষ্কার করে নিবেন। এরপর আপনি নতুন করে প্লে স্টোর অ্যাপটি ইনস্টল করবেন।

আমি যেভাবে বলছি সেভাবে উপরের নিয়মটি কাজে লাগাতে পারেন তাহরে আপনি ইরর থেকে ফিক্স করে নিতে পারবেন আশা করা যায়।

আপনি যদি উপরের নিয়ম গুলো ভালোভাবে অনুসরণ করে থাকেন। তাহলে আপনি গুগল প্লে স্টোর ডাউনলোড করার নিয়ম থেকে শুরু করে প্লে স্টোর অ্যাপ ইনস্টলে কোন সমস্যা দেখা দিলে সেগুলো ঠিক করে নিয়ে সঠিকভাবে কাজ করতে পারবেন।

আমাদের কথা,,

প্রিয় বন্ধুরা, আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে পারলেন, গুগল প্লে স্টোর অ্যাপ ডাউনলোড করার নিয়ম ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য।

আমি আপনাকে শুরুর দিকেই বলেছি চায়না মোবাইল গুলোতে প্লে স্টোর অ্যাপ আগে থেকে দেওয়া থাকে না সেটা আপনাকে নামাতে হয়। কিন্তু আপনি মনে করবেন না যে, সকল মোবাইল ফোন গুলোতে প্লে স্টোর থাকে না। অনেক চায়না মোবাইল ফোন আছে যেগুলোতে প্লে স্টোর দেওয়া থাকে।

আপনি যদি চায়না বা অন্যান্য কোন মোবাইল কিনে অ্যাপ ডাউনলোড করার সমস্যায় পড়েন তাহলে আমাদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে আপনি দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন।

আজকের এই আর্টিকেল পড়ার পড়ে আপনার যদি কোন প্রশ্ন থাকে, তাহলে আপনি আমাদের কমেন্ট করতে পারেন। আর এই আর্টিকেল আপনার বন্ধু বান্ধব সাথে শেয়ার করুন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার  জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment