নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম আজ আপনাদের এই বিষয় সম্পর্কে জানাতে চলেছি, কিভাবে আপনি নতুন করে গুগল একাউন্ট তৈরি করবেন এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের step-by-step দেখিয়ে দেবো।
আজকের আলোচনার মূল বিষয়টি হল: নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম আপনি যদি গুগোল একাউন্ট সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন এই আর্টিকেলটি আপনাকে একদম শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে।
টপিক সূচিঃ
My Gmail account | নতুন গুগল একাউন্ট খুলব
এখন বর্তমান প্রযুক্তির যুগ যেকোনো অনলাইনে কোন কাজ করতে গেলে জিমেইল অ্যাকাউন্ট বা গুগোল একাউন্ট এর প্রয়োজন হয়। Gmail account আমাদের কেন প্রয়োজন হয় এবং কেন আমাদের Gmail account তৈরি করতে হয়।
গুগোল একাউন্ট এই নিয়মটি আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে, বিশেষ করে আমরা যারা Google Play Store থেকে বিভিন্ন রকম APP কিংবা গেমস Download করতে চাই কিংবা আমরা যারা ই-মেইলের মাধ্যমে আমাদের সকল তথ্য আদান-প্রদান করতে চাই এর জন্য মূলত আমাদের Gmail account তৈরি করা প্রয়োজন হয়ে থাকে।
জিমেইল একাউন্ট এর মাধ্যমে অনলাইনে তথ্য আদান-প্রদান করা যায় এখন বর্তমান সময়ে জিমেইল অ্যাকাউন্ট সারা ছাড়া কোন তথ্য আদান প্রদান করা যায় না সেজন্য আমাদের জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন।
মোবাইলে গুগল একাউন্ট খোলার নিয়ম
আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন সেই নিয়মটি দেখিয়ে দেবো এখানে স্মার্টফোনের মাধ্যমে যারা একেবারে নতুন তারা এই আর্টিকেলটি মনোযোগ সহকারে ভালোভাবে লক্ষ্য করলে গুগল একাউন্ট তৈরি করতে পারবেন।
Create new email account | জিমেইল একাউন্ট খোলার নিয়ম
প্রথমে, আপনার স্মার্টফোনের বা মোবাইলের যে সেটিং অপশন রয়েছে এখানে প্রবেশ করবেন।
এখন আপনি দেখতে পাবেন ইউজার এন্ড একাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন তবে আপনি অ্যাড একাউন্ট অপশনটিতে ক্লিক করবেন।
তারপর আপনাকে সরাসরি Google Play Store নিয়ে যাবে এবং এখানে দুটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট নিউ একাউন্ট অপশনটিতে ক্লিক করুন।
তারপর আপনাকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
তারপর আপনাকে একটি ইউজারনেম যাচাই করতে হবে অবশ্যই আপনি পছন্দ করে একটি ইউজার নেম সেট করুন তারপর নেক্সট অপসন এ ক্লিক করুন।
তারপর আপনি একটি password সেট করুন Google Account এর জন্য অবশ্যই এটি 8 সংখ্যার হতে হবে।
তারপর আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে Gmail account ভেরিফাই করে নিন এবং Gmail account তৈরি হয়ে যাবে এভাবে।
নতুন ইমেইল একাউন্ট তৈরী করার নিয়ম | New Google Account
এছাড়া আপনি সরাসরি ইন্টারনেট থেকে যেকোনো ব্রাউজারের মাধ্যমে গুগল একাউন্ট তৈরি করতে পারেন, সেটি হল আপনাকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে create Google account লিখে সার্চ করবেন।
তারপর আপনার সামনে যে বাটন দেখতে পাবেন সর্ব প্রথমে এখানে ক্লিক করুন এখানে একটি ফ্রম দেখতে পাবেন এটি সম্পূর্ণভাবে আপনাকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে তারপর আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন।
আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত
আমাদের মাঝে অনেকেই আছেন যারা কিনা জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান কিংবা জিমেইল একাউন্টের পাসওয়ার্ড খেয়াল বা মনে থাকে না তারা কিভাবে তাদের গুগল একাউন্ট এর পাসওয়ার্ড কত সেটি কিভাবে দেখবেন।
যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড দেখতে পাবেন অন্যথায় অন্য অন্য ব্রাউজার যেগুলো রয়েছে এগুলো যদি ব্যবহার করেন নাও দেখতে পারেন।
আপনাকে গুগল ক্রোম ব্রাউজার apps টি ওপেন করে আপনি পাসওয়ার্ড ম্যানেজার নামের অপশনটিতে ক্লিক করার পর খুব সহজে আপনার Google Account এর পাসওয়ার্ড খুঁজে বের করে নিতে পারবেন।