তুমি যদি একজন ভালো মাপের app ডেভলপার হও, তাহলে তুমি বিভিন্ন উপায়ে Google Play Store থেকে ইনকাম করতে পারবে। এখন বর্তমানে app ডেভলপমেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে,
বিভিন্ন online কোর্স ও লার্নিং প্ল্যাটফর্মগুলোর কল্যাণে। আজকে তোমরা এই পোস্টে জানতে পারবে অ্যাপ তৈরি করে Google Play Store থেকে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে।
চলো, তাহলে দেখে নাও কিভাবে গুগল প্লে স্টোর থেকে টাকা আয় করা যায়, বিভিন্ন উপায়ে তা তোমাদের বোঝার সুবিধার্থে নিচে step-by-step বুঝিয়ে দিচ্ছি
টপিক সূচিঃ
মনিটাইজেশন
Google Play Store থেকে ইনকামের অন্যতম কার্যকরী ও পরীক্ষিত মাধ্যম হলো ad দ্বারা app মনিটাইজেশন। মূলত অ্যাপের মধ্যে ad দেখিয়ে আয় করাকে ad মনিটাইজেশন বলা হচ্ছে।
পপ-আপ, ব্যানার সহ অনেক ধরনের অ্যাড ফরম্যাট আছে যার মাধ্যমে app থেকে আয় করা সম্ভব। অধিকাংশ “ফ্রি টু ডাউনলোড” app এড বা বিজ্ঞাপনের মাধ্যমে Google Play Store থেকে আয় করে থাকে।
বিভিন্ন উপায়ে অ্যাপে ad দেখানো যেতে পারে। প্রথমত অ্যাপের মধ্যে ব্যানার ad দেখানো যেতে পারে যা ব্যবহারকারীর app ব্যবহারের অভিজ্ঞতায় কোনো ধরনের সমস্যা করেনা।
আবার চাইলে ad এর বিনিময়ে অ্যাপের কোনো ফিচার অফার করতে পারেন, এতে ব্যবহারকারীগণ নিজের ইচ্ছায় ad দেখতে চাইবে।
অর্থাৎ অ্যাপে ad দেখিয়ে একাধিক উপায়ে আয় করা যেতে পারে। তবে আয়ের লক্ষ্যে অতিরিক্ত ad দ্বারা অ্যাপ ভরিয়ে দিলে ব্যবহারকারী app ব্যবহারে অনিচ্ছা প্রকাশ করতে পারে, তাই খুব সাবধানতার সহিত অ্যাপে ad প্রদান করা উচিত।
অ্যাপে ad দেখানোর জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো google admob। google এর সার্ভিস হওয়ায় অ্যাপটি দ্বারা ad দেখানোতে কোনো ধরনের জটিলতা নেই,
প্লে স্টোরের অ্যাপগুলোতে। যেকেউ একটি admob একাউন্টের জন্য আবেদন করে নিজের app মনিটাইজ করার লক্ষ্যে কাজ করতে পারে।
পেমেন্ট
Google Play Store থেকে app কেনা বা Buy করা বর্তমানে বেশ সাধারণ একটি বিষয়ে পরিণত হয়েছে। তোমার app নিয়ে যদি তুমি যথেষ্ট কনফিডেন্ট হও,
তাহলে তোমার অ্যাপটিকে একটি পেইড app হিসেবে প্লে স্টোরে পাবলিশ করতে পারবে। তবে এইক্ষেত্রে আয়ের পথ এড মনিটাইজেশন এর মত সহজ নয়। তোমার app বা গেম যদি অসাধারণ না হয়, তাহলে app কেউ কিনতে চাইবেনা।
এছাড়া In-app Purchase যুক্ত করেও ফ্রি app থেকেই আয় করা যেতে পারে। অধিকাংশ অ্যাপ ডেভলপার এই পদ্ধতিতে আয়ের পথকে অধিক স্মার্ট বলে দাবি করে থাকেন।
অ্যাপের ব্যবহারকারী সংখ্যা যথেষ্ট হলে app এর ফিচার বা গেম এর আইটেম সেল করা যেতে পারে, যা app বিক্রির ওয়ান-টাইম রেভিনিউ থেকেও অনেক বেশি হতে পারে।
উদাহরণ হিসেবে পাবজি মোবাইল গেমটার কথা উল্লেখ করা যেতে পারে। অ্যাপটি Google Play Store থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়,
কিন্তু অ্যাপটিতে থাকা In-app Purchase এর মাধ্যমে ইতিমধ্যে ৭বিলিয়ন ডলারের অধিক আয় করেছে গেমটি। অর্থাৎ তোমার app বা গেম যদি যথেষ্ট কাজের বা মজার হয়, তবে app থেকে বিভিন্ন ফিচার বা আইটেম টাকা দিয়ে কিনতেও কেউ দ্বিধা করবেনা।
সাবস্ক্রিপশন
app থেকে আয়ের ক্ষেত্রে সাবস্ক্রিপশন কিছুটা জটিল ধরনের একটি মাধ্যম। সাবস্ক্রিপশন বলতে মূলত মাসিক বা বার্ষিক নির্দিষ্ট ফি এর বিনিময়ে অ্যাপের বিভিন্ন ফিচার ব্যবহারের সিস্টেমকে বুঝানো হয়েছে।
নেটফ্লিক্স, স্পটিফাই, ট্রুকলার ইত্যাদি বিভিন্ন অ্যাপ বা প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন রেভিনিউ মডেল এর মাধ্যমে বিশাল অংকের আয় করে থাকে।
তোমরা একটা বিষয় মনে রাখবেন এখানে ইউজারগণ ফিচারের বিনিময়ে নিয়মিত অর্থ প্রদান করবে, তাই প্রদত্ত ফিচারসমূহ যথেষ্ট কাজের না হলে সাবস্ক্রিপশন সেল না ও হতে পারে।
বিশেষ করে গেমের ক্ষেত্রে বর্তমানে সাবস্ক্রিপশন আয়ের জন্য একটি সাধারণ উপায়ে পরিণত হয়েছে।
স্পন্সরশিপ
Sponsorship এর মাধ্যমেও app থেকে আয় করা যেতে পারে। তোমার অ্যাপের আইডিয়া যদি ইনোভেটিভ হয়, তবে অ্যাপে Sponsorship পেতে তেমন কোনো সমস্যাই হবেনা।
প্রচুর কোম্পানি ভালো সম্ভাবনাময় অ্যাপগুলোতে নিয়মিত স্পন্সরশিপ করে থাকে। তবে এক্ষেত্রে app থেকে আয় করতে তোমার অ্যাপের আইডিয়া অসাধারণ হওয়া জরুরি।
Sponsorship এর মাধ্যমে অ্যাপ থেকে আয় নিয়ে চিন্তা বাদ দিয়ে অ্যাপের উন্নতি করার কথা ভাবা যায়।
তাই তোমার app এর আইডিয়া যথেষ্ট ইউনিক বা ইনোভেটিভ হলে Sponsorship এর মাধ্যমে আয় করতে পারবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং
Affiliate Marketing কি, সে সম্পর্কে হয়ত ইতিমধ্যে Dailytk.com এর সকল পাঠকের ধারণা রয়েছে। app থেকে আয়ের একটি অসাধারণ উপায় হতে পারে Affiliate Marketing।
অন্য app, সার্ভিস বা প্রোডাক্ট প্রোমোট করে Affiliate Marketing এর মাধ্যমে Affiliate Marketing থেকে আয় করা যেতে পারে।
Amazon থেকে শুরু করে দারাজ পর্যন্ত প্রায় প্রতিটি প্ল্যাটফর্ম Affiliate Marketing এর সুযোগ প্রদান করছে। সঠিকভাবে তোমার app দ্বারা Affiliate Marketing করতে পারলে একটি অসাধারণ Affiliate Marketing থেকে আয় করার উপায় হতে পারে Affiliate Marketing।
আরো পড়ুন..