কি-ওয়ার্ড রিসার্চ কি? কি-ওয়ার্ড রিসার্চ করার নিয়ম : গুগল প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছে, আর এসইও (SEO) ফিল্ডের লেখাপড়া বেড়ে যাচ্ছে! এই তো কয় মাস আগেই গুগল গত বছরের নিরীক্ষা শেষে একটি লাস্ট কোর আপডেট দিয়েছে।
যদিও এসইও-এর ফিল্ড আরও বিস্তৃত হচ্ছে, নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, সংযোজন-বিয়োজন ঘটছে- কিন্তু কিছুজিনিস একই থেকে যাচ্ছে। যার মধ্যে কি-ওয়ার্ড রিসার্চ (Keyword Research) অন্যতম, যার আবেদন আজ পর্যন্ত এতটুকু কমে নি। বরং দিন দিন এর কদর আরও বেড়ে যাচ্ছে।
কি-ওয়ার্ড রিসার্চের কদর বাড়বেই না বা কেন? ব্লগিং, এফিয়েশন, ইউটিউবিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একটা ভাল মানের প্রোফাইল বানানো, ইত্যাদি ঠিক কোথায় এর প্রয়োজন নেই- বলতে পারেন! এসইও তথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দুনিয়ায় একে ছাড়া সব যে অচল।