রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম – Rocket Mobile Recharge

রকেটে একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম। আমরা জানি বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস হলো রকেট। রকেট একাউন্ট ইউজাররা রকেট একাউন্ট থেকে সহজেই নিজের নাম্বার থেকে যেকোনো সিম অপারেটরে মোবাইল রিচার্জ করতে পারবে।

কিন্তু আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা রকেট একাউন্ট থেকে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় সে বিষয়ে জানে না। আপনি যদি রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি না জানেন, তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

তার কারণ আমরা আজকের এই পোস্টে জানিয়ে দেবো, কিভাবে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে হয়। আর মোবাইল রিচার্জ করার জন্য দুইটি প্রক্রিয়া রয়েছে। সেটি হল- রকেট অ্যাপ দ্বারা এবং ডায়াল কোডের মাধ্যমে।

আপনারা এ দুটি প্রক্রিয়ায় সহজেই যে কোন মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন। তাই চলুন আর সময় নষ্ট না করে বিস্তারিত আলোচনায় ফিরে যাওয়া যায়।

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম - Rocket Mobile Recharge
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম – Rocket Mobile Recharge

রকেট থেকে মোবাইল রিচার্জ করার সুবিধা

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার বিভিন্ন সুবিধা রয়েছে। আমরা প্রয়োজনের সময় সহজেই নিজের রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবো।

সাধারণত আমরা মোবাইল রিচার্জ করার জন্য বিভিন্ন ফেক্সিলোড দোকানগুলোতে গিয়ে তারপর রিচার্জ করি। তবে আপনি যদি মোবাইলে রকেট একাউন্ট খুলে রাখেন এবং সেখানে পর্যাপ্ত পরিমাণের ব্যালেন্স থাকে। তাহলে নিজের ঘরে বসেই রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।

আমাদেরকে মোবাইল রিচার্জ করার জন্য আর তাড়াহুড়া করে ফ্লেক্সিলোড দোকানে যেতে হবে না। তাছাড়া অনেক সময় আপনাদেরকে হুট করে মোবাইল রিচার্জ করার দরকার হয়। কিন্তু আমরা এমন কোন জায়গায় অবস্থান করি যেখানে ফেক্সিলোডের দোকান পাওয়া যায় না বা থাকলেও সেগুলো বন্ধ থাকে।

কিন্তু আপনার কাছে যদি রকেট একাউন্ট থাকে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণের ব্যালেন্স থাকে তাহলে খুব সহজেই আপনার প্রয়োজনীয় মোবাইল রিচার্জ করে নিতে পারবেন।

এক্ষেত্রে আপনি যদি চান আপনার রকেট একাউন্ট থেকে অন্য কোন মোবাইল নাম্বারে রিচার্জ করবেন, সেই সুবিধাটা উপভোগ করতে পারবেন।

তাছাড়া আমাদের বিভিন্ন সিমে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য রকেট একাউন্ট থেকে এত টাকা রিচার্জ করলে এত টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। তাই আপনারা রকেট একাউন্ট থেকে নিজের মোবাইল নাম্বারে রিচার্জ করলে সেই অফার গুলো উপভোগ করতে পারবেন।

তো আসুন এখন জেনে নেয়া যাক, রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম সম্পর্কে।

রকেট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

বর্তমানে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা অনেক সহজ হয়ে গেছে। রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার প্রক্রিয়া জানার মাধ্যমে আপনারা সহজেই নিজের নাম্বার থেকে শুরু করে আপনার পরিচিত যে কারো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন।

তোর মোবাইল রিচার্জ করার জন্য রকেট একাউন্টের দুইটি প্রক্রিয়া ব্যবহার করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য-

  1. রকেট অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জ করা যায়।
  2. রকেট কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করা যায়।

আপনারা উপরে দেওয়া দুইটি প্রক্রিয়া অবলম্বন করে, সহজেই রকেট একাউন্ট থেকে, ব্যক্তিগত মোবাইল নাম্বারে এবং বন্ধুবান্ধবদের মোবাইলে রিচার্জ করে দিতে পারবেন। তা চলুন এই দুটি নিয়ম জেনে আসি।

রকেট অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করার নিয়ম

আপনি যদি রকেট অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করার নিয়ম জানতে চান। তাহলে আমাদের লেখাগুলো ধাপে ধাপে অনুসরণ করতে হবে।

তো রকেট অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করার জন্য আপনার মোবাইলে রকেট অ্যাপ ইন্সটল করা থাকতে হবে।

আপনার মোবাইলে যদি রকেট না থাকে। তাহলে চিন্তা করার কোন কারণ নেই। আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে রকেট অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।

  • গুগল প্লে স্টোর থেকে রকেট অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করার পরে সেটি ওপেন করবেন।
  • রকেট অ্যাপে প্রবেশ করার পরে রকেট একাউন্ট এর নাম্বার এবং পিন নাম্বার দিয়ে রকেট একাউন্টে লগইন করবেন।
  • তারপর আপনার রকেট অ্যাপের হোমপেজে গিয়ে মোবাইল রিচার্জ নামে একটি অপশন দেখতে পারবেন। রকেট অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে আপনার মোবাইলে রিচার্জ অপশনে প্রবেশ করুন।
  • মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করলে কিছু অপশন দেখানো হবে। সেখানে মূলত তিনটি অপশনের কাজ রয়েছে যেমন- Mobile Number, Recipient Name, Operator.
  • Mobile Numbe – অপশনে আপনি যে নাম্বারের রকেট একাউন্ট থেকে টাকা রিচার্জ করতে চান সে নম্বরটি লিখবেন।
  • Recipient Name – নির্দিষ্ট মোবাইল নাম্বার দেয়ার পরে, উক্ত অপশনে আপনি যার নাম্বার দিয়েছেন তার নাম্বার যদি আপনার মোবাইলে সেভ করা থাকে সেক্ষেত্রে তার নাম দেখানো হবে। আর যদি সেট না থাকে তাহলে শুধু নাম্বারটায় দেখাবে।
  • Operator – এখানে আপনাকে অপারেটর সিলেক্ট করতে হবে। মানে আপনি যে নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন সেটি কোন কোম্পানির সিম। মনে করুন বাংলালিংক, গ্রামীণ, টেলিটক, রবি যে কোন অপারেটর হতে পারে। আপনার নির্দিষ্ট অপারেটর সিলেক্ট করবেন।
  • সঠিকভাবে নাম্বার এবং অপারেটর সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • তারপর আপনি রিচার্জ অ্যামাউন্ট অপশনটি দেখতে পারবেন। আপনি রকেট একাউন্ট থেকে যে পরিমাণে টাকা মোবাইল রিচার্জ করতে চান তার পরিমাণটা লিখবেন। হতে পারে ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা। আপনার নির্দিষ্ট রিচার্জের পরিমাণ লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • তারপর কনফার্ম নামে একটি পেজ চলে আসবে। সেখানে আপনার দেয়া মোবাইল নাম্বার এবং টাকার পরিমান ঠিক রয়েছে কিনা সেটা দেখে নিবেন। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রকেট একাউন্টের চার ডিজিট পিন কোড দিয়ে, রকেট আইকনে কিছুক্ষণ ক্লিক করে ধরে থাকবেন। তাহলে নির্দিষ্ট মোবাইল নাম্বারে রিচার্জ হয়ে যাবে।

বন্ধুরা আপনি যদি উপরে দেয়া প্রক্রিয়া অনুসরণ করে কাজ করতে পারেন। তাহলে আপনার মোবাইলে থাকার রকেট একাউন্টের অ্যাপ ব্যবহার করে, সহজে যে কোন নাম্বারে রিচার্জ করতে পারবেন।

কোড ডায়াল করে রকেট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

বর্তমানে যারা বাটন ফোন ব্যবহার করে, তাদের রকেট একাউন্ট থেকে সহজেই ডায়াল কোডের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবে।

শুধুমাত্র বাটন ফোন নয় এখানে এন্ড্রয়েড ফোনের মাধ্যমেও, আপনারা সহজেই ডায়াল কোড ব্যবহার করে মোবাইল রিচার্জ করতে পারবেন। তো চলুন জেনে নেয়া যাক কোড ডায়াল করে রকেট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম।

  • সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল অপশন এ গিয়ে *322# লিখে রকেট একাউন্ট যে নাম্বার দিয়ে খুলেছেন, সে নাম্বারে ডায়াল করবেন।
  • তারপর আপনারা রকেট একাউন্টে থাকা বিভিন্ন অপশন দেখতে পারবেন। সেই অপশনগুলো থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে- Top-Up অপশনে প্রবেশ করতে হবে। টপ অপশনে যাওয়ার জন্য আপনাকে 3 লিখে সেন্ড করতে হবে।
  • তারপর টপ-আপ অপশনে প্রবেশ করতে হবে। টপ-আপ অপশন এক নম্বরে থাকবে তাই আপনাকে 1 লিখে সেন্ড করতে হবে।
  • তারপর আপনারা দুইটি অপশন দেখতে পারবেন যেমন- Self এবং Others.
  • এক্ষেত্রে আপনি যদি নিজের মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান তাহলে, Self সিলেক্ট করবেন। আর যদি অন্য কাউকে মোবাইল রিচার্জ করতে চান? তাহলে Others সিলেক্ট করবেন।
  • আপনি যতই নিজের মোবাইল নাম্বারে রিচার্জ করবেন তাই Self অপশনে যাওয়ার জন্য 1 লিখে সেন্ড করবেন।
  • তারপর আপনি কোন অপারেটরে রিচার্জ করবেন সেই অপারেটরটি সিলেক্ট করার জন্য নির্দিষ্ট নাম্বার লিখে সেন্ড করবেন।
  • তারপর অ্যামাউন্ট অপশন দেখতে পারবেন। আপনি রকেট একাউন্ট থেকে কত টাকা রিচার্জ করতে চান, সে পরিমাণটা লিখে সেন্ড করবেন।
  • তারপর আপনি রকেটের পিন কোড দেওয়ার একটি বক্স দেখতে পারবেন। সেখানে রকেট একাউন্ট এর ডিজিট পিন দিয়ে সেন্ড করবেন।
  • কয়েক সেকেন্ডের মধ্যে আপনার রকেট একাউন্ট থেকে নির্দিষ্ট মোবাইল নাম্বারে, রিচার্জ চলে যাবে।

টাকা আয় করার apps | টাকা ইনকাম করার অ্যাপস

শেষ কথাঃ

তো বন্ধুরা আজকের এই পোস্টে আমরা আপনাকে জানিয়ে, দিলাম রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন। সে ক্ষেত্রে উপরের দেয়া নিয়ম অনুযায়ী android অ্যাপ দিয়ে রকেট একাউন্টের টাকা রিচার্জ করতে পারবেন।

আর যদি বাটন ফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে ডায়াল কোড ব্যবহার করে, কিভাবে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে হয়। সে পদক্ষেপ গুলো অনুযায়ী মোবাইল রিচার্জ করে ফেলুন।

ধন্যবাদ।

Leave a Comment