আপনারা অনেকেই জানেন Computer বিভিন্ন রকম উপাদান নিয়ে তৈরি। ঠিক সেই রকম একটি উপাদান হল hard disk। আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আমাদের স্মার্ট ফোনে এক্সট্রা ডেটা যেমন ফটো ভিডিও ইত্যাদি রাখার জন্য আমাদেরকে মেমোরি কার্ড ব্যবহার করতে হয়।
ঠিক তেমনি কম্পিউটারে ডেটা রাখার জন্য আমরা সবাই hard disk ব্যবহার করে থাকি। তো আমরা হার্ডডিস্ককে ডিস্ক ড্রাইভ বা হার্ডডিস্ক ড্রাইভ (HDD) ও বলা হয়।
hard disk হল কম্পিউটারের একটি স্টোরিজ ডিভাইস। আপনাদের কম্পিউটার এর সমস্ত ডেটা যেমন কোন কিছু ডাউনলোড করে রাখা, ফটো ভিডিও ডকুমেন্টস এবং কম্পিউটার এর বিভিন্ন প্রোগ্রাম সফটওয়্যার গুলি হার্ডডিক্সে স্টোর থাকে। হার্ডডিস্ক ছাড়া কিন্তু কম্পিউটার প্রায় অচল।
আপনারা অনেকেই শুনেছেন কেউ যদি নতুন কম্পিউটার কিনতে যায় তাহলে অনেক ভাবনা চিন্তা করে যে তার কম্পিউটারে কত জিবি হার্ডডিস্ক নেওয়া উচিত কেউ হার্ডডিক্স নিয়ে থাকে 500gb কেউ 1tb বা কেউ 2tb হার্ডডিস্ক নেয়। যেমন এখন আমার কম্পিউটারে 1tb হার্ডডিক্স রয়েছে।
আপনি যদি hard disk সম্পর্কে কিছু না জেনে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই আর্টিকেলে আমি আপনাদের বোঝানোর জন্য আলোচনা করব হার্ড ডিস্ক কি (hard disk ki) ? হার্ডডিক্স এর কাজ কি ? hard disk কোন ধরনের ডিভাইস ইত্যাদি বিষয় নিয়ে।
আপনি যদি এই আর্টিকেলটি ভালোভাবে ধৈর্য ধরে সম্পূর্ণ পড়েন, তাহলে আপনি জানতে পারবেন হার্ড ডিস্ক সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয়। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করি হার্ডডিস্ক কাকে বলে (hard disk kake bole)।
টপিক সূচিঃ
হার্ডডিস্ক কি ? What is hard disk in Bangla
hard disk বা হার্ডডিস্ক ড্রাইভ হলো (HDD) হল Secondary storage device (সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস)। যেখানে আপনার কম্পিউটারে স্থায়ী ভাবে ফটো, ভিডিও, ডকুমেন্ট, প্রোগ্রামিং ভাষা, সফটওয়্যার ইত্যাদি নানা বিষয় আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন।
এছাড়া হার্ডডিক্স হলো নন ভোলাটাইল মেমোরি (non volatile memory) আপনার কম্পিউটার অফ করলেও আপনার কম্পিউটারে হার্ডডিক্সে থাকা ডেটা সুরক্ষিত থাকবে।
আপনি যেকোনো সময় আপনার কম্পিউটারের hard disk এ থাকা ডেটা গুলি ব্যবহার করতে পারবেন।
এটি Computer কেসের ভেতরে থাকে এবং ডাটা কেবল (PATA, SCSI, SATA ) ইত্যাদি ব্যবহার করে Computer এর মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে। একটি hard disk এ এক বা একাধিক ঘূর্ণায়মান বৃত্তাকার ডিস্ক থাকে যা ডেটা সঞ্চয় করতে ব্যবহৃত করা হয়।
হার্ডডিক্স ডিজিটাল তথ্য সংরক্ষণ করে থাকে, এর জন্য একে ইলেক্ট্রো-মেকানিক্যাল ডেটা স্টোরেজ ডিভাইসও বলা হয়ে থাকে। আশা করি হার্ডডিক্স কি এই বিষয়টি আপনি ভালভাবে বুঝতে পারলেন।
হার্ডডিস্ক কাকে বলে | Hard disk meaning in Bengali
যে স্টোরেজ ডিভাইসের মধ্যে একটি disk অর্থাৎ চাকতি থাকে, যেটি পুরোপুরি ম্যাগনেটিক (magnetic) । এ magnetic বা চৌম্বক চাকতি গুলি খুব স্পিডে ঘুরতে থাকে,
আপনার যদি কম্পিউটার থেকে থাকে তাহলে যখন অন করবেন তখন তার উপরে হাত দিলে বা একটু ভালোভাবে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কতটা স্পিডে ঘুরতে থাকে এবং তথ্য সঞ্চয় করতে থাকে তাকে hard disk বলে।
আশা করি hard disk কাকে বলে এই বিষয়টি বুঝতে পারলেন।
হার্ডডিস্ক কিভাবে কাজ করে?
আমরা উপরে জানতে পারলাম hard disk এ কতগুলো চাকতি বা disk থাকে এই চাকতি বা disk গুলোকে বলা হয় প্লাটার। এই disk গুলো magnetic হয়। এ হার্ডডিক্সের প্লাটার গুলি মিনিটে চার হাজার বারের বেশি ঘুরতে ঘুরতে সকল তথ্য সংরক্ষণ করতে সাহায্য করে।
আমরা সবাই জানি Computer ০ এবং ১ বাইনারি নাম্বারে কাজ করে। চৌম্বকীয় প্লেটের পৃষ্ঠ কোটি কোটি এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। ক্ষুদ্র অঞ্চলের চুম্বকীয়করণ স্বাধীনভাবে সঞ্চালিত হতে পারে।
প্লেটের চুম্বকীয় ক্ষুদ্র অংশটি একটি বাইনারি উচ্চকে নির্দেশ করে থাকে এবং টিত বাইনারি মান একের সমতুল্য। এটি নির্দেশ করে যে hard disk ড্রাইভ (হার্ডডিস্ক ড্রাইভ) দ্বারা সংরক্ষিত অক্ষর, সংখ্যা এবং ডেটার অন্যান্য রূপগুলি বাইনারি মানগুলির সংমিশ্রণ, যেমন, শূন্য বা এক। হার্ডডিক্স দ্বারা সংরক্ষিত তথ্যের ক্ষুদ্রতম অংশ বিট নামে পরিচিত।
পদার্থের চুম্বকীয়করণের প্রক্রিয়াটি সাধারণত disk এ তথ্য সংরক্ষণ করে, কারণ এটির পাওয়ার সাপ্লাই কোন কারনে বন্ধ হয়ে গেলে কোন ক্ষতি হয় না।
দীর্ঘ সময়ের জন্য পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত না থাকলেও drive থাকা ডেটা ধরে রাখা হয় অর্থাৎ ডেটা গুলি মুছে যায় না। আশা করি hard disk কিভাবে কাজ করে এ বিষয়টি বুঝতে পারলেন।
হার্ডডিস্ক কত প্রকার ও কি কি?
hard disk কে প্রধানত ৪টি ভাগে ভাগ করা হয়। সেগুলো নিচে আপনাদের বোঝার সুবিধার্থে বিস্তারিত আলোচনা করা হল:
1. সাটা হার্ড ডিস্ক : এর পুরো নাম হল Serial Advanced Technology Attachment । সাটা ইন্টারফেস কম গতিতে বড় ডেটা ভলিউম পরিচালনা করে। এর দামও তুলনামূল কভাবে অনেকটাই কম এবং এর কার্যকরতা অনেক বেশি ভালো।
বর্তমানে এই hard disk গুলো অনেক কম্পিউটার এবং সার্ভার হার্ডওয়ারে ব্যবহার করা হয়। সাটা ইন্টারফেসের Speed 6Gb/sec থেকে 600Mb/sec পর্যন্ত হয়ে থাকে।
2.পাটা হার্ড ডিস্ক : এর পুরো নাম হল Parallel Advanced Technology Attachment। এই pata ড্রাইভ গুলি অনেক আগে বেশি ব্যবহার করা হতো এগুলো অনেক পুরনো বর্তমানে এই ধরনের ড্রাইভ এখন আর ব্যবহার করা হয় না।
১৯৮৬ সালে প্রথম পাটা ড্রাইভ ব্যবহার করা হয়েছিল। PATA ড্রাইভ ১৩৩ এমবি/এস স্পীডে পর্যন্ত ডেটা স্থানান্তর হার প্রদান করতে পারে।
3. SCSI হার্ড ডিস্ক : SCSI এর মানে হলো small computer system interface । এই drive গুলি ছোট কম্পিউটার সিস্টেম ইন্টারফেস এ ব্যবহার করা হয়, যেমন প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। এর ট্রান্সফার স্পিড হলো 700MB/s ।
4. এসএসডি হার্ডডিস্ক : এটির পুরো নাম হলো সলিড-স্টেট ড্রাইভ (solid state drive) । SSD Hard Disk এই ধরনের হার্ড drive গুলি বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয়। এসএসডি হলো ডেটা সঞ্চয় করার জন্য নন ভোলাটাইল মেমরি।
হার্ডডিক্স এর বৈশিষ্ট্য
- Computer এর ডেটা এবং প্রোগ্রাম সংরক্ষণ করার জন্য অন্যতম মাধ্যম হলো Hard Disk ।
- Hard Disk এ ডাটাগুলি খুব নিরাপদ এবং সুরক্ষিত ভালো থাকে। ডেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ভয় খুব কম থাকে।
- Hard Disk হলো নন ভোলাটাইল মেমোরি Computer বন্ধ হওয়ার সাথে ডেটা মুছে যাওয়ার কোন ভয় নেই।
- হার্ডডিক্স এর storage capacity অনেক বেশি হয়।
- Hard Disk এর কর্ম ক্ষমতা অর্থাৎ স্পিড অনেক বেশি। হার্ডডিক্স এর rpm স্পিড যত বেশি হবে, Hard Disk এর পারফরমেন্স ভালো হবে ।
হার্ডডিক্স এর সুবিধা :
- Hard Disk তুলনামূলক ভাবে ছোট এবং বহন যোগ্য।
- এর কর্মক্ষমতা অনেক কোনে বেশি।
- এটি খুব দ্রুত কাজ করে।
- Hard Disk কে সহজে আপগ্রেড করা যায়।
- বিভিন্ন ধরনের ফটো, ভিডিও, ডকুমেন্ট, অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম ইত্যাদি হার্ডডিক্সে স্টোর করে রাখতে পারবেন।
হার্ডডিক্স এর অসুবিধা :
- Hard Disk এর দাম তুলনা মূলক ভাবে অনেক বেশি নয়।
- Disk অর্থাৎ চাকতি গুলি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে।
- Hard Disk খারাপ হলে সহজে ঠিক করা যায় না।
- রেম থেকে তুলনা মূলক ভাবে ধীর গতিতে ডেটা রিড করতে পারে।
প্রিয় পাঠক আজকের আর্টিকেল থেকে আপনি জানতে পারলেন হার্ডডিক্স কি | hard disk এর গঠন | hard disk এর কাজ কি | hard disk কিভাবে তথ্য সংরক্ষণ করে ইত্যাদি নানান বিষয়।
hard disk কী বা HDD কি? এ বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ।
আরো পড়ুন..
- ফ্লপি ডিস্ক কি | ফ্লপি ডিস্ক কত প্রকার ও কি কি | What is floppy disk in Bangla
- জিপিএস কি | জিপিএস এর ব্যবহার | gps meaning in Bengali
- QR code কি? qr code এর কাজ কি। What is qr code in Bengali
- QR code কি? qr code এর কাজ কি। What is qr code in Bengali
- মেমোরি কার্ড কি | মেমোরি কার্ডের বৈশিষ্ট্য। What is memory card in Bengali