প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় ভাল আছেন ভাল থাকুন এটাই আমাদের কাম্য, আজ আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি।
আপনারা হয়তো উপরে টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচনার মূল টপিক কি? হ্যাঁ ঠিকই দেখছেন,
আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, ফ্লপি ডিস্ক কি, ফ্লপি ডিস্ক কত প্রকার ও কি কি। আপনি যদি এই বিষয়ে জানা আগ্রহ থেকে থাকে, তাহলে আজকের আর্টিকেল আপনাকে ভালোভাবে পড়তে ও লক্ষ্য করতে হবে, তাহলে আপনি জানতে পারবেন, ফ্লপি ডিস্ক কি | ফ্লপি ডিস্ক কত প্রকার ও কি কি।
চলুন, দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনার মূল বিষয়:
আপনারা Harddisks এবং floppy disk এই দুইটার নাম কমবেশি আপনারা প্রায় প্রত্যেকে সবাই জানেন এবং শুনেছেন। আমি আগের আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করেছিলাম হার্ডডিক্স কি।
আর আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব ফ্লপি ডিস্ক কি | ফ্লপি ডিস্ক এর কাজ | ফ্লপি ডিস্ক কি ধরনের ডিভাইস ইত্যাদি বিষয়।
floppy disk এর সম্পর্কে আপনি যদি কোন কিছু না জেনে থাকেন, তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য। বন্ধুরা তাহলে জেনে নেই ফ্লপি ডিস্ক কাকে বলে।
টপিক সূচিঃ
ফ্লপি ডিস্ক কি ? What is floppy disk in Bengali
বন্ধুরা floppy disk হলো এক ধরনের স্টোরেজ ডিভাইস । এটি ১৯৬৯ সালেফ্লপি ডিস্ক তৈরি করা হয়েছিল। এটি একটি সেকেন্ডারি মেমোরি (secondary memory) বা এক্সটার্নাল মেমোরির (external memory) অংশ।
floppy disk অর্থাৎ এটি কতগুলো চাকতি বা disk নিয়ে তৈরি। যেগুলো হল পুরোপুরি ম্যাগনেটিক বা চৌম্বকীয়। যেগুলি ঘোরার মাধ্যমে ডাটা ভালোভাবে সংরক্ষণ করতে পারে। ১৯৭০ দশকের পর থেকে floppy disk প্রচুর পরিমাণ অনেক বেশি সবাই ব্যবহার করত।
কিন্তু যখন CD (সিডি) আবিষ্কার হয় এবংআবিষ্কারের পর থেকে এর জনপ্রিয়তা হারাতে থাকে। floppy disk খুব কম পরিমাণে ডেটা সংরক্ষণ করতে পারে যদিও বর্তমানে floppy disk তেমন আর অনেকেই ব্যবহার করে না। আশা করি ফ্লপি ডিস্ক কি এ বিষয়টি আপনি ভালভাবে বুঝতে পেরেছেন।
ফ্লপি ডিস্ক কাকে বলে ? Floppy disk meaning in Bengali
ফ্লপি ডিস্ক আপনারা হয়তো অনেকেই চিনে থাকেন আবার অনেকেই হয়তো ব্যবহার করেছেন যে স্টোরেজ ডিভাইসে ম্যাগনেটিক অক্সাইড লাগানো প্লাস্টিকের পাতলা বৃত্তাকার ডিস্ক থাকে।
ফ্লপি ডিস্ক ঘোরার মাধ্যমে কম খরচে তথ্য সঞ্চয় করে রাখা যায়, তাকে floppy disk বলে।
ফ্লপি ডিস্ক এর ইতিহাস | History of floppy disk
floppy disk ড্রাইভ সর্বপ্রথম ১৯৬৯ সালে Allan Sugart আবিষ্কার করেছিলেন floppy disk। তখন floppy disk এর আকার ছিল প্রায় ৮ ইঞ্চি। এটি প্রথম হার্ডওয়ার স্টোরেজ ডিভাইস যা বহনযোগ্য ছিল।
floppy disk এ সংরক্ষিত ডেটা আপনি পড়তে এবং লিখতে পারবেন।
এই ফ্লপি ডিস্কটি শুধুমাত্র 80KB ডেটা সংরক্ষণ করতে সক্ষম ছিল। এই floppy disk এর আকার যখন 8 ইঞ্চি ছিল, তখন একে ডিস্কেট (Diskette) বলা হত।
floppy disk এর পরবর্তী সংস্করণে এর আকার ৫.২৫ ইঞ্চি করা হয় এবং এটি 800kb ডেটা সংরক্ষণ করতে সক্ষম হয়।
১৯৭০ দশকের শুরুতে floppy disk এর ব্যবহার ব্যাপক ভাবে বাড়তে থাকে তখন এটি ছিল সবার কাছে এক আকর্ষণীয় যন্ত্র। আগে এটি শুধুমাত্র ডেটা পড়ার জন্য ব্যবহার করা হতো অনেকেই কিন্তু পরে floppy disk এটি ডেটা পড়া এবং লেখার জন্য ডিজাইন করা হয়েছিল।
৫.২৫-ইঞ্চি ফ্লপি ডিস্ক প্রথম IBM তার ব্যক্তিগত কম্পিউটারে ১৯৮১ সালে ব্যবহার করেছিল। পরে ৩.৫-ইঞ্চি floppy disk গুলিও তৈরি করা হয়েছিল যার 1.44 MB স্টোরেজ capacity ছিল।
কিন্তু ১৯৯০ সালের ৫.২৫ ইঞ্চি floppy disk অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। যদিও বর্তমানে floppy disk আর তেমন ব্যবহার হয় না।
ফ্লপি ডিস্ক কত প্রকার ও কি কি | Types of floppy disc in Bengali
তখন কার সময়ের সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের floppy disk বাজারে এসেছিল। কিন্তু floppy disk সেগুলো মার্কেটে বেশিদিন টিকতে পারেনি। চলুন তাহলে নিচে floppy disk এর প্রকারভেদ গুলো আলোচনা করি।
1. 8-inch Drive
2. 5 ¼ -Inch Drive
3. 3 ½ -Inch Drive
4. Zip Drive
1. 8-inch Drive: ১৯৭০ দশকের প্রথম দিকে এটি আবিষ্কার হয়েছিল। প্রথমদিকে শুধুমাত্র data পড়া গেলও পরবর্তীকালে এটিতে ডেটা পড়তে এবং লিখতে সক্ষম হয়েছিলো।
2. 5 ¼ -Inch Drive: ৫ ইঞ্চি floppy disk ড্রাইভ মূলত যার যার ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহার করা হতো। এটি ১৯৭৬ সালে আবিষ্কার হলেও ১৯৯০ সাল থেকে floppy disk এর ব্যবহার শুরু হয়।
প্রথম দিকে এর স্টোরেজ ক্যাপাসিটি ছিল 160kb পরবর্তীকালে এর স্টোরেজ ক্ষমতা 360kb থেকে 1.2mb তে বৃদ্ধি করা হয়েছিল।
3. 3 ½ -Inch Drive: 3.5 ইঞ্চি floppy disk টি ১৯৮৪ সালে IBM দ্বারা তৈরি করা হয়েছিল। প্রথম দিকে এর স্টোরেজ ক্ষমতা ছিল 720kb কিন্তু পরবর্তী সংস্করণে এর স্টোরেজ ক্ষমতা 1.4mb তে বৃদ্ধি পায়।
এটি চুম্বকীয় disk বা চারটি যা প্লাস্টিকের মধ্যে আবৃত থাকে।
4. Zip Drive: ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে Zip Drive এসেছিল। কিন্তু এটি অনেক বেশি ব্যয়বহুল হওয়ার কারণে মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারেনি।
ফ্লপি ডিস্ক এর সুবিধা:
floppy disk এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও সুবিধা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
floppy disk এর আকার খুব ছোট যার কারণে এটিকে খুব সহজে বহন করা যায়। এর আকার সাধারণত CD (compact disk) চেয়েও ছোট।
- floppy disk এর বাইরে একটি প্লাস্টিকের আবরণ রয়েছে যার কারণে এটি অনেক বেশি নিরাপদে থাকে, স্ক্র্যাচ বা দাগ হওয়ার কোন সম্ভাবনা নেই।
- ফ্লপি ডিস্ক ব্যবহার করে এক Computer থেকে অন্যComputer এ ডেটা ট্রান্সফার করা যায়।
- ফ্লপি ডিস্ক গুলোকে boot disk হিসাবে ব্যবহার করা যায়।
- floppy disk এর দাম তুলনা মূলকভাবে অনেক কম। যদিও বর্তমানেfloppy disk এর ব্যবহার হয় না। তবে যখন ফ্লপি ডিস্ক ব্যবহার হতো তখনো কিন্তু এর দাম তুলনা মূলকভাবে কম ছিল।
floppy disk এর অসুবিধা:
floppy disk এর যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি অসুবিধা রয়েছে। ফ্লপি ডিস্ক এর কিছু অসুবিধা রয়েছে, আপনাদের বোঝার সুবিধার্থে নিচে আলোচনা করা হলো।
- floppy disk এর স্টোরেজ ক্ষমতা কম ।
- এটি নষ্ট হয়ে যেতে পারে।
- floppy disk এর ডেটা ট্রান্সফার স্পিড অনেক কম।
- floppy disk এর সিকিউরিটি তেমন মজবুত নয় যেকোনো সময় ফ্লপি ডিস্ক এ থাকার ডেটা করাপ্টেড হতে পারে।
এই সব কারণেই মূলত ২০০০ সালের পথ থেকে floppy disk আর তেমন ব্যবহার করা হয় না। আশা করি আপনারা floppy disk এর সুবিধা এবং অসুবিধা ভালোভাবে গুলো বুঝতে পেরেছে
প্রিয় বন্ধুরা আমি আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি what is floppy disk (ফ্লপি ডিস্ক কি) | floppy disk এর কাজ কি | হার্ডডিস্ক ও ফ্লপি ডিস্কের মধ্যে পার্থক্য | floppy disk এর প্রকারভেদ কি ইত্যাদি বিষয় জানতে পারলেন।
floppy disk কাকে বলে এই বিষয়ে আপনাদের কাছে আজকের আর্টিকেলটি কেমন লেগেছে? অবশ্যই আপনি নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, আজকের আর্টিকেল এই পর্যন্তই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
প্রশ্ন এবং প্রশ্নের উত্তর:
floppy disk কি ধরনের ডিভাইস ?
উত্তর : floppy disk হলো আউটপুট ডিভাইস।
floppy disk দেখতে কেমন ?
উত্তর : floppy disk দেখতে চৌম্বক আকৃতির ডিস্ক বা চাকতির মতো ।
floppy disk এর ক্ষমতা কত ?
উত্তর : ৩.৫ ইঞ্চি floppy disk এর স্টোরেজ ক্ষমতা 1.4mb
আরো দেখুন,,