আজকে আমারা কথা বলবো realme C25s এই ফোনটি নিয়ে আলোচনা কর।আপনারা প্রায় সকলেই জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের বাজারে Realme C25 ফোনটি লঞ্চ হয়েছে ।
ঠিকতার একমাস পর Realme বাজারে আনলো আবারও নতুন আর একটি স্মার্টফোন আর সেটি হচ্ছে RealmeC25S।আজ ২৬ শে জুন দুপুর ১২ টায় এক ইভেন্টের মাধ্যমে এই ফোনটি লঞ্চ করা হয়।
সো সবকিছু মিলিয়ে আপনার জন্য এই ফোনটি কেমন হবে এবং এর প্রাইস বাংলাদেশের মুল্য কত হতে পারে। ফোনটির সম্পূর্ণ স্পেশিফিকেশন সম্পর্কে জানতে এই পোষ্টটি পড়তে থাকুন।
টপিক সূচিঃ
প্রসেসর
এই ফোনটিমূলত লো বাজেটে্র গেমারদের জন্য টার্গেট করে আনা হচ্ছে । এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন MediaTek Helio G85 এরমত চিপসেট ।
অপারেটিং সিস্টেম
এবার কথা বলা যাক ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে। আপনারা এই ফোনের সফটওয়্যার হিসাবে পেয়ে যাচ্ছেন Android 11 যার ব্যাকএন্ডে থাকছে Realme 2.0 আর শুরুতেই আমি বলেছি এর চিপসেট এর কথা ।
এর চিপসেট হিসাবে রয়েছে MediaTek Helio G85 যা ১২ ন্যানোমিটারে তৈরি করা একটি Octacore প্রসেসর। আর ফোনোটিতে জিপিউ হিসাবে পেয়ে যাচ্ছেন Mali-G52MC2
ডিসপ্লে
এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে ফোনটিতে পেইয়ে যাচ্ছেন 6.5 Inches IPS LCD Panel যেখানে থাকছে ৪৮০ Needs টাইপ ব্রাইটনেস এর এটি কিন্তু একটি HD+ Display যার রেজুলেশন হচ্ছে ৭২০ বাই ১৬০০ পিক্সেল।আর ফোনটির স্ক্রিন রেশিও হচ্ছে ৮১.৭% এছড়াও পাচ্ছেন ২৭০ PPI ডেনসিটি ।
ক্যামেরা
এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে এই ফোনটির র্যায়ারে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি ক্যামেরা সেটাপ যার মেইন সেন্সর হিসাবে থাকছে ৪৮ মেগাপিক্সেল এই ওয়াইড সেন্সর এবং ২মেগাপিক্সেলের ম্যাক্রো এবং সবার শেষে থাকছে ২ মেগাপিক্সলের ডেপথ সেন্সর।
ফোনটির ব্যাক ক্যামেরা ফিচার হিসাবে পেয়ে যাচ্ছেন এল.ই.ডি ফ্ল্যাশ এইচডি আর প্যনারোমা,। আর ব্যাকক্যামেরা দিয়ে সর্বোচ্চ ১০৮০পি তে ৬০ এফ.পি তে ভিডিও শুট করতে পাচ্ছেন। আর এই ফোনটির সামনের ক্য্যমেরায় পাচ্ছেন ৮ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর ক্যামেরা ফিচার হিসাবে পেয়ে যাচ্ছেন এইচডি আর প্যনারোমা। আর সেলফিক্যামেরা দিয়ে ১০৮০পি তে ৩০ এফ.পি তে ভিডিও শুট করতে পাচ্ছেন।
স্টোরেজ
ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে আর সেগুলো হচ্ছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রোম এবং পরবর্তী ভেরিয়েন্টে পাচ্ছেন ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি রোম ।
ব্যাটারি
আর এছাড়াও পেয়ে যাচ্ছেন ৬০০০ মিলিএমিয়ারের একটি বিশাল ব্যাটারি।
অন্যান্য
প্রথমেই কথা বলা যাক এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে ফোনের ব্যাক সাইডে এবং ফ্রেমে পেয়ে যাচ্ছেন প্লাষ্টিক বডি।
আর ব্যাকসাইডের উপরের অংশে পেয়ে যাচ্ছেন একটি স্কোয়ার সার্কেলের মধ্য পেয়ে যাচ্ছেন ত্রিপল ক্যমেরা বা তিনটি ক্যামেরা এবং সঙ্গে থাকছে এল.ই.ডি ফ্ল্যাশ এবং ঠিকতার নিচে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা মোটামোটি ফার্স্ট এবং ঠিকভাবে কাজকরছিল।ফোনের ব্যাকে সাইডের নিচের দিকে দেখতে পাবেন Realme এর ব্রান্ডিং যা খুব বড় করেই দেওয়া আছে ।
ব্যাকসাইডের আসলে দেখতে পাওয়া যাবে সাইনরাইজ এফেক্টেরমত যা দেখতে আরও প্রিমিয়াম কোয়ালিটি লাগছিল। ফোনটির ডান সাইডে পেয়ে যাচ্ছেন”পাওয়ার” বাটন এবং ভলিয়ম আপ ডাউন বাটন।
আর উপরের দিকে কিছু থাকছে না একদম ফাকা রাখা হয়েছে। আর ফোনটির বাম সাইডে পাচ্ছেন ডেডিকেটেড সিম কার্ড এবং একটি মেমরিকার্ড এর স্লট।
যেখানে আপনি দুইটি সিম কার্ড এবং একটি মেমরিকার্ড ব্যাবহার করতে পারবেন। আর ফোনটির নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5 Milimitere এর একটি হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন স্লট, নয়েজ ক্যান্সলেশন স্লট এবং টাইপ সি স্লট এবং স্প্লিকার বিল্ড।
realme C25s ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিনঃ
ব্যান্ড | realme |
সিরিজ | realme C |
মডেল | realme C25s |
ডিসপ্লের ধরণ | Ips এইচ ডি প্লাস ডিসপ্লে |
ডিসপ্লের সাইজ | 6.5 Inches |
পিছনের ক্যামেরা | ৪৮ মেগাপিক্সেল |
সামনের ক্যামেরা | ৮ মেগাপিক্সেলের |
প্রসেসর | MediaTek Helio G85 |
রেম | ৪ জিবি র্যাম এবং ৬৪ এবং ১২৮ |
ইন্টারনাল স্টোরেজ (রোম) | ৬৪ এবং ১২৮ |
ব্যাটারি | ৬০০০ মিলিএমিয়ারের একটি বিশাল ব্যাটারি। |
কালার | ফোনটিতে থাকছে দুইটি কালারের |
ওজন | ফোনটির ওজন করা হয়েছে ২০৯ গ্রাম। |
বডি মেটাল | ফোনটির Thikness করা হয়েছে 9.6 Milimitere |
ভেরিয়েন্ট | ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি
৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি |
মূল্য | ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে আর সেগুলো হচ্ছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রোম যার অফিশিয়াল প্রাইস থাকছে ১৪,৪৯০ টাকা এবং পরবর্তী ভেরিয়েন্টে পাচ্ছেন ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি রোম যার অফিশিয়াল প্রাইস থাকছে ১৫,৪৯০ টাকা । |
Realme C25s 4/128 price kato Eid uplakkha kono sar asa ki?