যতই দিন যাচ্ছে ততই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে Instagram এর জনপ্রিয়তা ততই বেড়েই চলেছে। বর্তমান সময়ে এখন আমাদের দেশেও Instagram বহুলভাবে অনেক বেশি জনপ্রিয়। চলুন তাহলে জেনে নেয়া যাক Instagram একাউন্ট খোলার নিয়ম ও Instagram ব্যবহার করার নিয়ম সকল তথ্য সম্পর্কে বিস্তারিত।
টপিক সূচিঃ
ইনস্টাগ্রাম কি (What is Instagram)
Instagram এটি ফ্রি, অনলাইন Photo ও Video শেয়ারিং অ্যাপ্লিকেশন যা সামাজিক নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। Instagram এর বর্তমান মালিক হচ্ছে Facebook।
2012 সালে Facebook ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটিকে কিনে নিয়েছে। 2010 সালে Kevin Systrom এবং Mike Kreiger Instagram প্রতিষ্ঠা করেন।
Instagram একাউন্ট খোলার নিয়ম
এখন বর্তমান সময়ে Social media প্ল্যাটফর্ম হিসেবে একটিভ ব্যবহারকারীর সংখ্যা দিয়ে Instagram একটি ভার্চুয়াল জন সমুদ্রে পরিণত হয়েছে। Instagram প্ল্যাটফর্মটি শব্দের পরিবর্তে ছবি এবং ভিডিও শেয়ারিং এর জন্য বিশেষ করে ভালোভাবে তৈরি করা হয়েছে।
Instagram এতোটাই সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে যে – “ইনস্টাগ্রামিং” এখন বর্তমান বিশ্বে একটি প্রচলিত শব্দ।
Instagram এর প্রধান ফিচারসমুহ
এখন বর্তমান সময়ে Instagram এর সকল ফিচার ছবি ও ভিডিও-কেন্দ্রিক। Instagram এর উল্লেখযোগ্য কিছু ফিচারসমুহ হল:
- ইনস্টাগ্রাম পোস্ট: বর্তমানে এখন ইনস্টাগ্রাম ব্যবহারকারীগণ যেকোনো ধরনের ছবি বা ভিডিও ভালোভাবে পোস্ট করতে পারে যা তাদের Instagram প্রোফাইলের নিচে Instagram ফিডে প্রদর্শিত হয়ে থাকে,
- ইনস্টাগ্রাম ভিডিও: ইনস্টাগ্রামে পোস্ট হিসেবে 55 সেকেন্ড ডিউরেশনের video ভালোভাবে পোস্ট করা যায়। ভিডিও টি 60 সেকেন্ডের বেশি হলে তা আইজি টিভি (IGTV) সেকশনে তা চলে যায়,
- আইজিটিভি (IGTV): আইজি টিভিতে ৬০ সেকেন্ডের বড় বড় ভিডিও গুলো জমা থাকে প্রোফাইলের IGTV সেকশনে। মূলত এটিকে Instagram এইট মধ্যেই ছোটোখাটো Youtube বলা চলে,
- ইনস্টাগ্রাম রিলস: Instagram এর শর্ট video এর আলাদা সেকশন এই রিলস। অনেকটা Instagram এর টিকটক হওয়ার প্রচেষ্টা এই রিলস ফিচারটি,
- ইনস্টাগ্রাম লাইভ ভিডিও: Instagram App থেকে যেকেউ বা যেকোনো সময় আপনি লাইভ ভিডিও স্ট্রিম করতে পারেন,
- ইনস্টাগ্রম ফিল্টার: ইনস্টাগ্রামে ছবির উপর আলাদা ওভারলে যুক্ত করে ছবির সৌন্দর্য অনেকটাই বাড়ানো যায়। এই আলাদা ওভারলে কে ফিল্টার বলা হয়। Instagram এ অসংখ্য ফিল্টার দেওয়া থাকে,
- ইনস্টাগ্রম স্টোরি: Instagram 24 ঘণ্টার জন্য ভালোভাবে দেখা যায় এমন video বা ছবি পোস্ট করা যায় স্টোরি হিসেবে,
- ইনস্টাগ্রাম মেসেজ: Instagram ব্যবহারকারীদের মধ্যকার ব্যাক্তিগত আলাপ Instagram এ ইনবক্স এ জমা থাকে,
ইন্সটাগ্রাম অ্যাপ ডাউনলোড
Instagram এর সম্পূর্ণ ফিচার গুলো শুধুমাত্র আপনি মোবাইল ডিভাইসেই পেয়ে থাকবেন। তাই আপনি Instagram App ব্যবহার করে বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির আসল অভিজ্ঞতা পাওয়া যায়।
Android ও আইওস, উভয় প্ল্যাটফর্মেই Instagram App ভালোভাবে ব্যবহার করা যাবে।
ইনস্টাগ্রাম একাউন্ট খোলার নিয়ম
Instagram যেহেতু Facebook এর পণ্য, তাই Instagram একাউন্ট আলাদাভাবে তৈরি না করে সরাসরি Facebook একাউন্ট দিয়েও Instagram এ লগিন করা যায়।
তবে আপনারা এর পাশাপাশি Instagram এর জন্য জিমেইল আইডি বা আপনার সচল ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রাম একাউন্ট খোলার প্রাথমিক সুবিধা তো অবশ্যই থাকছে।
আপনার কোনো ডিভাইসে যদি Facebook একাউন্ট এ যদি আপনার ইতিমধ্যে লগিন করা থাকে, তবে সরাসরি Instagram এর Log In With Facebook অপশন আপনি ব্যবহার করে Instagram একাউন্ট মুহূর্তের মধ্যেই ভালোভাবে খুলতে পারবেন।
অথবা জিমেইল বা আপনার মোবাইল ফোন নাম্বার দিয়ে Instagram একাউন্ট খুলতে হলে Instagram App বা Instagram.com ওয়েবসাইটে প্রবেশ আপনি করুন। প্রদর্শিত পেজ প্রবেশ করার পর পেজ থেকে Sign Up এ ক্লিক করবেন।
Instagram সাইন আপ ফরম
তারপর আপনি Instagram সাইন আপ একটা ফরম দেখতে পাবেন। Phone Number or Email লেখা বক্সে আপনি আপনার যে ফোন নাম্বার বা ইমেইল এড্রেস দিয়ে আপনি Instagram আইডি খুলতে চান, সেটি ভালোভাবে লিখুন।
Full Name বক্সে আপনার Instagram আইডিতে কি নাম শো করা হবে তা লিখুন। Username বক্সে Instagram এর ইউজারনেম কি দিতে চান, সেটি লিখুন। Password বক্সে Instagram অ্যাকাউন্ট এর জন্য Password দিয়ে Sign Up এ ক্লিক করবেন।
তারপর আপনার সচল ফোন নাম্বার বা জিমেইল এড্রেসে একটি কোড আসবে। সেই কোডটি আপনি Instagram এ প্রদান করলেই আপনার নতুন Instagram একাউন্ট তৈরী করা হয়ে যাবে যা আপনি মুহূর্তের মধ্যেই ব্যবহার করা শুরু করতে পারবেন।
ইনস্টাগ্রাম ব্যবহার করার নিয়ম
আপনার Instagram একাউন্ট খোলা তো হল। এবার তাহলে আপনার জানতে হবে কিভাবে আপনি Instagram একাউন্ট ব্যবহার করবেন। বন্ধুরা, চলুন তাহলে জেনে নেয়া যাক প্রধান সব Instagram একাউন্ট এর ফিচারসমুহ ব্যবহার করার সকল নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।
আপনার বোঝার সুবিধার্থে আমরা আপনাকে ছবি দিয়ে বুঝিয়ে দেব তাই আপনারা নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে Instagram এর 3টি স্ক্রিনশট রয়েছে।
নিচে দেওয়া এই 3টি ছবি আপনি যদি ভালোভাবে খেয়াল করেন আপনি Instagram ব্যবহারে অনেকটা বিষয়ে এগিয়ে যাবেন। নিচের দেওয়া ছবিতে Instagram অ্যাপ এর প্রধান সব ফিচারগুলো আপনার চোখের নজরে পড়বে।
শুরুর দিকে প্রথম স্ক্রিনশটে, আপনার হাতের ঠিক একদম বামদিকে রয়েছে একটি পোস্ট নামের অপশন, যার নিচে Like, comment ও স্টোরি কিংবা মেসেজে শেয়ার করার বাটন দেওয়া আছে।
এছাড়া আরোও পোস্টের নিচে থাকা ডানদিকে সর্বশেষের বাটনটি দ্বারা পোস্ট ভালো হবে সেভ করে রাখা যায়।
Instagram App স্ক্রিনশট (মোট 3টি)
আপনি আরোও খেয়াল করলে Instagram এ দেখতে পাবেন যে প্রথম ছবিটির উপরে ডানের ও বামের দুইটি যে আইকন রয়েছে। বামদিকের ক্যামেরার ন্যায় আইকনে ক্লিক করে Instagram এর স্টোরি এড করা যাবে।
স্টোরি হিসেবে যেমন ছবি ও ভিডিও ছাড়াও লেখা ও অনেক কিছুই পোস্ট ভালোভাবে করা যায়। ছবির ডান দিকে থাকা আইকন হচ্ছে Instagram ডিরেক্ট এর যেটা হচ্ছে মূলত Instagram এর ইনবক্স। অর্থাৎ এখানে Instagram এর ব্যক্তিগত মেসেজ তথ্য জমা থাকে।
তারপর, মাঝখানের 2নাম্বার ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি Instagram রিলস। এটি Instagram একটি অপেক্ষাকৃত নতুন ফিচার। মূলত TikTok এর মতোই শর্ট ভিডিওগুলোকে Instagram এ জায়গা দিতে রিলস ফিচারটি Instagram এ যুক্ত করা হয়।
রিলস (video) বানাতে ব্যবহারকারীগণ Instagram ফিল্টার ও লাইব্রেরিতে থাকা মিউজিক ব্যবহার করতে পারবে।
একদম ডানদিকের ছবিতে সবার শেষে Instagram প্রোফাইল দেখা যাচ্ছে। একটি Instagram প্রোফাইলে বর্তমানে4টি ট্যাব দেখা যায়। তবে ব্যাক্তি ও কনটেন্ট ভেদে সব ট্যাব নাও থাকতে পারে। প্রথম ট্যাবে ব্যবহারকারী দ্বারা করা সকল পোস্ট দেখা যায়। এটি বিশেষ করে টাইমলাইন নামে পরিচিত।
তারপর যথাক্রমে রয়েছে রিলস ও IGTV ট্যাব। সর্বশেষে রয়েছে ট্যাগড ট্যাব। এই ট্যাগড ট্যাবে ব্যবহারকারীকে ট্যাগ করে করা পোস্ট সমুহ প্রদর্শিত হয়।
উল্লিখিত Instagram অ্যাপ এর স্ক্রিনশটে স্ক্রিনের নিচের দিকে আমরা একাধিক আইকন দেখতে পাই। এই আইকনের সবগুলোর মধ্যে প্রথমটি (হোম) চাপলেInstagram ফিড এ নিয়ে যাওয়া হয়, যেখানে ব্যবহারকারী যাদের ফলো করেন তাদের পোস্ট গুলো দেখা যায়।
তারপর রয়েছে সার্চ আইকনের মত একটি অপশন বিশেষ করে যাতে ক্লিক করে Instagram এক্সপ্লোর ট্যাব এ নতুন সব পোস্ট ডিসকভার করা যায়।
এক্সপ্লোর ট্যাব এর পাশে রয়েছে প্লাস (+) এর মত দেখতে একটা আইকন। এই আইকনটি Instagram এর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার। এই প্লাস (+) এর ন্যায় দেখতে আইকনে ক্লিক করে Instagram এ ছবি বা video পোস্ট করা যাবে।
কোনো photo বা video পোস্ট এর আগে আপনি টুকিটাকি এডিট এর পাশাপাশি ফিল্টার ও এড করা যাবে। এছাড়াও অন্য ব্যবহারকারীকে ট্যাগ করা ও কনটেন্টের লোকেশন সিলেক্ট করার আরো অপশন ও রয়েছে।
পোস্ট আইকনের পাশে ঠিক রয়েছে হার্ট এর ন্যায় একটি আইকন। এই আইকনে আপনি ক্লিক করলে Instagram এর সকল নোটিফিকেশনসমুহ দেখা যায়। আবার অনেক সময় এই আইকনের বদলে Instagram শপ এর আইকন প্রদর্শন করা হয়ে থাকে।
ইনস্টাগ্রাম টিপস
শুধুমাত্র photo ও video শেয়ারিং app হলেও Instagram এ ফিচারের অভাব নেই। Instagram ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারী হিসেবে আপনার একাউন্টের গ্রোথ এ কাজে দিতে পারে:
- ইনস্টাগ্রামে ভালো দেখতে ইন্টারেস্টিং ছবি পোস্ট করুন
- ইনস্টাগ্রামে মাত্রারিতিক্ত ফিল্টার ব্যবহার এড়িয়ে চলুন
- ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ব্যবহার করুন, কিন্তু অতিরিক্ত নয়
- ইনস্টাগ্রাম সার্চ ফিচারকে কাজে লাগিয়ে আকর্ষণীয় কনটেন্ট খুঁজে বের করতে পারেন
- ইনস্টাগ্রামে ফলোয়ার ধরে রাখতে নিয়মিত পোস্ট করার চেষ্টা করুন
- ইনস্টাগ্রামে আপনার পোস্টে কমেন্টের রিপ্লাই দিয়ে ফলোয়ারদের সাথে এনগেজ হতে পারেন
- ইনস্টাগ্রামের স্টোরি ফিচার এর সঠিক ব্যবহার করুন
ইনস্টাগ্রাম এর মাধ্যমে আয়
আপনার হাতে যদি একটি এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনি ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন। Instagram থেকে অনেক উপায়ে আয় করা সম্ভব। যেমন, টাকার বিনিময়ে অন্যের একাউন্ট প্রোমোট করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, আরো ইত্যাদি বিষয়ে।
বন্ধুরা, আপনারা কি Instagram ব্যবহার করেন? যদি Instagram ব্যবহার করে থাকেন তাহলে আমাদের জানান কমেন্ট সেকশনে জানান। এছাড়াও Instagram সম্পর্কিত আপনার যদি কোন প্রশ্ন থাকে সেটিও আমাদের কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ
Reel download korar upai bolen