সেরা 5 টি জনপ্রিয় নতুন গেম ডাউনলোড করুন

আপনারা হয়তো পুরাতন গেমসগুলো খেলে বোরিং হয়ে গিয়েছেন তাই আপনারা নতুন গেম খোঁজার জন্য গুগলে সার্চ করে থাকেন, বা গুগল প্লে স্টোর থেকে গেমসগুলো ডাউনলোড করে থাকেন। আজকের এই পোস্টে নতুন নতুন মোবাইল গেমসগুলো সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব।

সেরা 5 টি জনপ্রিয় নতুন গেম ডাউনলোড করুন

এবং আপনি আমাদের এই আর্টিকেলটি যদি মনোযোগ সহকারে ভালোভাবে পড়েন তাহলে আপনি মোবাইলের জনপ্রিয় সেরা পাঁচটি নতুন গেমস ডাউনলোড করতে পারবেন।

এখন বর্তমান সময়ে সবার হাতে স্মার্টফোন রয়েছে, সেই স্মার্ট ফোন দিয়ে অনেকেই মোবাইলে গেমিং খেলতে পছন্দ করে, গেমিং শব্দটা এখনকার সময়ে খুব বেশি পরিচিত লাভ করেছে, বর্তমান সময়ে দেখা গিয়েছে ছোট বাচ্চাদের গেম থেকে শুরু করে আমাদের সমাজে প্রাপ্তবয়স্ক সব ধরনের মানুষের জন্য গুগল প্লে স্টোরে মোবাইল গেমস গুলো এভেলেবেল রয়েছে।

যেহেতু এখন বর্তমান সময়ে বাংলাদেশে ফ্রি ফায়ার এবং পাবজি গেম অনেক বেশি আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় এই দুটি গেমস, তবে পাবজি এবং ফ্রী ফায়ার গেম দুটি উচ্চ আদালতের নিয়ম নির্দেশে বাংলাদেশ থেকে এই দুটি গেমস ব্যান করা হয়েছে।

তবে এখনকার বর্তমান সময়ে এই ব্যাটেল রয়েল গেম যে অনেকেই খেলতে পছন্দ করে তা এমন কিন্তু নয়। সবার মন ভিন্ন ভিন্ন থাকে তাই সবাই ভিন্ন ভিন্ন গেমসগুলো খেলতে পছন্দ করে।

যেমন কেউ পছন্দ ট্রেন গেম, আবার কেউ পছন্দ করে থাকেন বাস গাড়ি গেম। আবার অনেকেই দেখা গিয়েছে Fruit Ninja আর Subway Surfer এবং Temple Run এর মত আরো অনেক দৌড়ানো গেম ডাউনলোড করে তা ভালোভাবে খেলে থাকেন।

উপরের এইগুলো গেমস আবার কিছু গেমস রয়েছে যেগুলো সমজাতীয় একই ধরনের ট্রেন গেম বাস গাড়ি গেম যা ২০২২ সালে এই ধরনের গেমস গুলো তৈরি হয়েছে। আজকের এই পোস্টে আপনাদের মাঝে সেগুলো নিয়ে আলোচনা করব, যা খেলে আপনি আপনার সময় অনেক সুন্দর ভাবে গেমস খেলে সব ফিলিং উপভোগ করতে পারবেন,

তাই আপনি সেরা 5 টি জনপ্রিয় নতুন গেম ডাউনলোড করুন এবং এই সকল গেমস গুলো নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো এবং গেমসগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো:

প্লে স্টোর নতুন গেম ডাউনলোড করুন

বন্ধুরা আপনারা যারা গেমস খেলতে পছন্দ করেন তাই আপনাদের জন্য নিচে সেই সকল মোবাইল গেমস ডাউনলোড সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তা আলোচনা করব, আপনি এ সকল গেমস গুলি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

আপনি এ সকল গেমসগুলো একদম ফ্রি বিনামূল্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি নিচে দেওয়া এই সমস্ত নরমাল গেমসগুলো ভালো মানের মোবাইল থেকে শুরু করে কম বাজেটের মোবাইলেও চলবে ।

তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের সেই সকল গেমসগুলো সম্পর্কে আলোচনা:

1. Angry Birds Journey

প্রথমে, যে গেমটি রয়েছে তা হল Angry Birds গেম এই গেমস টি আমরা কে না খেলেছি, তবে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমাদের পিছনের দিনে যা খেলেছি তা কিন্তু ছিল সম্পূর্ণ পুরনো গ্রাফিক্স এবং পুরনো সিস্টেমের এই গেমস।

একইভাবে এই গেমসটি জাতীয় সম্পূর্ণ নতুন রূপে গ্রাফিক্স এবং সম্পূর্ণ ভিন্ন ভিন্ন নতুন সিস্টেমে এই গেমসটি ডিজাইন দ্বারা তৈরি করা হয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গুগল প্লে স্টোরে এই গেমটি মাত্র কয়েকদিন আগেই এই গেমসটি লঞ্চ করা হয়েছে।

আরও দেখুন..

Angry Birds এরইমধ্যে গেমের ডাউনলোড প্রায় ৫০ হাজারের বেশি হয়ে গেছে। প্লে স্টোরে গেমটির রেটিং রয়েছে 4.5 । আপনি যদি এই গেমসটি ডাউনলোড করতে চান তাহলে গেমসটি গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

2. Hill Climb Racing 2

এখন বর্তমান সময়ে অনেকেই আছেন যারা গাড়ি গেম খেলতে অনেক বেশি পছন্দ করেন, তাই Hill Climb Racing 2 এই গেমটি তাদের জন্য একদম নতুন একটি গেমস, এর আগে এই গেমটির প্রথম ভার্সন ছিল Hil Climb Racing কিন্তু এখন বর্তমানে গুগল প্লে স্টোরে Hil Climb Racing 2 ও রয়েছে।

বর্তমান সময়ে এই গেমটির মূল মজা বিষয় হচ্ছে যে যখন আপনি গেমসটি খেলবেন তখন পাহাড়ের মধ্যে উঁচু-নিচু রাস্তার ভিতর গাড়ি চালিয়ে রেস করা সিস্টেমে এই গেমসটি তৈরি করা হয়েছে এবং আপনি যখন গেমসটি খেলবেন তখন অন্যদের থেকে আগে গিয়ে ম্যাচ জেতা ।

Hill Climb Racing 2 এখন বর্তমান সময়ে প্লে স্টোরে গেম ডাউনলোড সংখ্যা প্রায় ৪২ লাখ+ , যা এই গেমটির প্লে স্টোর রেটিং হলো 4.5 ।

3.The Archers 2

The Archers 2 বর্তমান সময়ে এই গেমটি অনেকটাই অসাধারণ এবং অনেক মজার। যেমন আপনি যখন এই গেমস টি খেলবেন তখন তীর ধনুক দিয়ে আপনি আপনার এনিমি কে মারতে পারবেন।

আমাদের কাছে মনে হয়না যে এই The Archers 2 গেমটি খেলে আপনার বোরিং লাগবে। যদিও এই The Archers 2 এই গেমসটিতে বেশি একটা গ্রাফিক্সের ব্যবহার করা হয়নি কিন্তু তবে বেশ মজার এই গেমস।

তবে বর্তমান সময়ে গেমস গুলোর মধ্যে সিম্পল এর ভিতরে গর্জিয়াস। বর্তমানে এই গেমটির সাইজ তেমন বেশি নয়, গেমটি খুব বেশিদিন হয়নি যে প্লে স্টোরে লঞ্চ করা হয়েছে।

The Archers 2 গেমটির বর্তমানে ডাউনলোড সংখ্যা যা প্রায় ৩ লাখ+ । এবং গুগল প্লে স্টোরে এই গেমটি রেটিং পয়েন্ট 4.2।

4. Earn to Die 2

বন্ধুরা, Earn to Die 2 আপনি আপনার মতন করে যে কোন জায়গায় গিয়ে এই গেমসটি ভালোভাবে খেলতে পারবেন। Earn to Die 2 এই গেমটি গাড়ি গেম। আপনি যখন গেমস টি খেলবেন তখন আপনার রাস্তার সামনে যত কিছু থাকুক না কেন আপনি তা বিভিন্ন বস্তু ভেঙেচুরে দিয়ে আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌছলে আপনি তা জিতে যাবেন।

Earn to Die 2 ওভারঅল এই গেমের গ্রাফিক্স এবং সাউন্ড ইফেক্ট সবকিছু আপনার কাছে ভালো লাগবে। আমাদের কাছে মনে হয় Earn to Die 2 গেমটি খেলে আপনারা অনেক বেশি ভালো লাগবে।

Earn to Die 2 এই গেমসটি তিন থেকে চার ঘণ্টা একটানা এই গেম খেলা যায়। এখন বর্তমান সময়ে গুগল প্লে স্টোরে গেমটি ডাউনলোড সংখ্যা প্রায় ১৮ লাখ ছাড়িয়েছে।

Earn to Die 2 গেমটির রেটিং সংখ্যা 4.4 যা অনেক অনেক ভালো একটি গেম।

5. Real Bike Racing

এখনকার সময়ে অনেকের কাছে সব চাইতে বেশি এবং জনপ্রিয় গেমস গুলোর মধ্যে Real Bike Racing গেমস গুলো অনেকের কাছে বেশ জনপ্রিয়। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন প্লে স্টোর গেমস গুলোর মধ্যে সবচাইতে অনেক বেশি জনপ্রিয় গেমস হল বাইক রেসিং।

যেমন গেমসটিতে রয়েছে রেস্পন্সিভ তেমনি গেমসটির গ্রাফিক্স ডিজাইন তেমনি রয়েছে গেমস টির ভালো সাউন্ড কোয়ালিটি। আপনি Real Bike Racing গেমসটির প্লে স্টোর ডাউনলোড সংখ্যা দেখেই তা আপনি ভালোভাবে বুঝতে পারবেন গেমসটি কতটুকু জনপ্রিয়।

এই গেমটির পারফরম্যান্স এবং সাউন্ড কোয়ালিটি এবং সবকিছু ভালো দিক মিলিয়ে আপনার কাছে  এ গেমটা অসাধারণ লাগবে বলে আমি মনে করি এবং একটি মুহূর্তের জন্য আপনি Real Bike Racing গেমটি খেলে বোরিং হবেন না।

এই গেমসটি গুগল প্লে স্টোরে গেম ডাউনলোড সংখ্যা রয়েছে ১০ লাখের উপরে এবং এই গেমটি রেটিং হলো 4.2।

নতুন গেম ডাউনলোড দিব কিভাবে ?

আমাদের দেওয়া উপরের সেরা 5 টি জনপ্রিয় নতুন গেম ডাউনলোড সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। আপনি চাইলে এইগুলো গেমস এর নাম লিখে প্লে স্টোরে সার্চ করলেই তা আপনি পেয়ে যাবেন।

আর আপনি যদি এই ধরনের গেমস ডাউনলোড করতে কোন অসুবিধা হয় তাহলে আপনার যে ফোন মেমোরি রয়েছে তা আপনি জায়গাগুলো খালি করে রাখুন কারণ এগুলো গেম একটু বেশি জায়গা দখল করে থাকে।

আপনি এই গেমসগুলো গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং google এ সার্চ করলে গেমসগুলোর ডাউনলোড লিংক পেয়ে যাবেন।

Leave a Comment