ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়: প্রিয় পাঠক, কোন ভুলবশত কারণে যদি আপনার ডিভাইস থেকে পিকচার বা ফটো delete করে থাকেন, তবে ডিলেট (delete) করা ফটোগুলি আপনি আবার পুনরুদ্ধার করতে পারবেন।
ডিলিট করা পিকচার ফিরিয়ে আনার কয়েকটি উপায় হয়েছে ৷
আপনি একটি ডেটা পুনরুদ্ধার অ্যাপস ব্যবহার করে বা ব্যাকআপ থেকে আপনার ফটো পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারেন।
আপনার নিজের কোন ভুলের কারণে হোক কিংবা অজ্ঞতাবশত হোক না কেন আপনাদের ডিভাইসে থাকা পছন্দের বা প্রয়োজনীয় ছবি গুলো কে ডিলিট করে ফেলেন।
কিন্তু অনেক সময় দেখা গেছে আপনি যখন আপনার কোন প্রয়োজনীয় ছবি কে ডিলিট করে ফেলেন কিন্তু এরপরে আপনার মনে হয় যে, আসলেই ছবি গুলো কে ডিলিট করা আপনার একেবারেই ভুল হয়েছে।
আর ঠিক তখনই আপনার সেই ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে।
হয়তোবা কোনো কারণবশত আপনিও এই ধরণের সমস্যায় পড়েছেন, আর যে কারণে আপনি এখন গুগলে সার্চ করছেন কিভাবে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলো কি কি।
আপনি আজকের এই আর্টিকেল থেকে জানতে পারবেন, ডিলিট করা ভিডিও ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার কোনটা, ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায়।
ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
যদি আপনি ডিলিট করা ছবি ফিরিয়ে পাবার উপায় এই বিষয়ে জানার জন্য আপনি গুগলের সার্চ করে থাকেন। তাহলে কিন্তু আপনি একেবারে সঠিক জায়গাতে চলে এসেছেন আপনি Dailytk.com এই ওয়েবসাইট থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় জানতে পারবেন।
আজকে আমি আপনাদের জানাবো ডিলিট হওয়া ভিডিও ফিরে পাওয়ার উপায়, মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ভিডিও এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব।
প্রিয় পাঠক, Dailytk.com এর আজকের নতুন আর্টিকেলে আপনাকে জানাই স্বাগতম। আমরা আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের সকল সমস্যার সমাধান করে থাকি।
ঠিক তেমনি ভাবে আপনার যদি কোন কারনে মোবাইল থেকে প্রয়োজনীয় ছবি গুলো ডিলিট হয়ে যায়। তাহলে কিভাবে আপনি আবার সেই ছবিগুলোকে ফিরিয়ে আনবেন।
অথবা আপনি যদি জনাতে আরো চান মোবাইল থেকে ডিলেট হওয়া ছবি কিভাবে পাব? আজকের এই আর্টিকেল পড়ে আপনার সেই পুরাতন ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন।
সেই গুলো বিষয় নিয়ে আজকে আমরা ধাপে ধাপে আলোচনা করব। আপনি যদি ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলোর সম্পর্কে সকল তথ্য জানতে চান।
তাহলে আজকের এই লেখাগুলি আপনাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে।
তাহলে আপনি খুব সহজেই আপনি আপনার ডিলিট করা ফটো ফিরে পাবার উপায় (Deleted photo recover) সম্পর্কে জানতে পারবেন এবং সেই ছবি বাহির করতে পারবেন। চলুন তাহলে এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক।
টপিক সূচিঃ
ডিলিট হয়ে যাওয়া ফটো কেন প্রয়োজন
যেহেতু বর্তমান সময়ে এখন আমরা প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি। সেহেতু আমরা এখন আমাদের সকল প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট গুলো কে মোবাইল অথবা কম্পিউটার ডিভাইসে রাখতে সবথেকে বেশি পছন্দ করি।
কারণ এখন বর্তমান সময়ে আমরা যেকোনো জায়গায় বা যেখানেই যাই না কেন আমাদের হাতে অন্ততপক্ষে একটি মোবাইল ফোন থাকে। আর যেকোনো সময় প্রয়োজনে সেই ডকুমেন্ট গুলো কে ব্যবহার করা যায়।
কিন্তু দেখা গেছে অনেক সময় আমরা সেই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো কে ডিলিট করে দিই বিভিন্ন ভুলবশত কারণে।
আর তখনই আমাদের সকল চিন্তার ভার মাথার উপর এসে পড়ে।
কারণ বর্তমান সময়ে আমাদের মধ্যে এমন অনেক ধরনের মানুষ আছে যারা কিনা তাদের মোবাইল অথবা কম্পিউটার গুলো তে অনেক গুরুত্বপূর্ণ নানান ডকুমেন্টস রাখে।
যা তার জন্য সেই ডকুমেন্টস অনেক অনেক বেশি প্রয়োজনীয় হয়ে থাকে।
এখন যদি দুর্ঘটনাবশত তার সেই ডকুমেন্টস গুলো সকল তথ্য ডিলিট হয়ে যায়। তাহলে তাকে অনেক বেশ বিপাকে পড়ে যেতে হবে।
আর সে সময়ই তার সকল ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনাটা অত্যন্ত বেশ জরুরী হয়ে পড়ে।
ঠিক একইভাবে যদি আমাদেরও যখন এরকম কোন সকল প্রয়োজনীয় ডকুমেন্টস ডিলিট হয়ে যাবে। তখন ঠিক সেই ভাবে ডিলিট হওয়া ছবি গুলো কে ফিরিয়ে আনার প্রয়োজন পড়বে।
সত্যিই কি ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনা সম্ভব !
এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে সত্যিই কি ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনা সম্ভব।
যদি আপনার এরকম প্রশ্ন মনে হয়, তাহলে আমি বলব হ্যাঁ, এখন বর্তমান সময়ে আপনি সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই আপনার ডিলিট হওয়া ছবি কে ফিরিয়ে আনতে পারবেন।
কেননা এখন বর্তমান সময়ে এমন অনেক ধরনের সফটওয়্যার বা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি খুব সহজেই ডিলিট হওয়া ছবি ফিরিয়ে নিতে পারবেন।
তবে আপনাকে এর জন্য বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে এবং সেই পদ্ধতি গুলো অনুসরণ করে আপনাকে ধাপে ধাপে কাজ করতে হবে।
আর আপনাদের বোঝার সুবিধার্থে আমরা নিচের আলোচনায় ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।
তাই অবশ্যই আপনি নিচের আলোচিত লেখাগুলি এবং সকল তথ্য গুলো একটু হলেও মন দিয়ে পড়বেন। যদি আপনি মনোযোগ সহকারে না পড়েন তাহলে আপনার অনেক কিছুই অজানা থেকে যাবে।
ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় কি ?
আপনি চাইলে আপনার মোবাইলে থাকা ডিলিট হওয়া যে কোন কিছু কি আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন।
আর ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় হিসেবে যে দুটি উপায় বেশ কার্যকরী এবং সব থেকে ভূমিকা পালন করে থাকে। আর সেই দুটি উপায় হচ্ছে,
- Deleted photo recover apps এর মাধ্যমে এবং
- Deleted photo recover Website এর মাধ্যমে
যেহেতু আপনি আপনার সকল ডিলিট করা ছবি আবার পুনরায় ফিরিয়ে আনবেন। সেহুতু আপনাকে অবশ্যই কোন সফটওয়্যার অথবা আপনাকে কোন ওয়েবসাইটের সাহায্য নিতে হবে।
বন্ধুরা, তবে আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো যে কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সফট্ওয়ারে মাধ্যমে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনবেন।
তো এখন বর্তমান সময়ে যে দুটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার রয়েছে যেগুলোর সাহায্যে নিয়ে আপনি খুব সহজেই ডিলিট করা ছবি কে ফিরিয়ে আনতে পারবেন।
চলুন, তাহলে এবার সেই সফটওয়্যার এর মাধ্যমে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ভালোভাবে জেনে নেয়া যাক।
০১| DiskDigger App (Restore deleted photo)
অনেক সময় দেখা গিয়েছে কারণবশত আপনার মোবাইল থেকে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো ডিলিট হয়ে যায়।
তাহলে আপনি অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই তা আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আবার সেই প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো আপনি পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন।
তবে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায় এই কাজটি করার জন্য আপনাকে DiskDigger সফটওয়্যারটি ভীষণ কার্যকরী ভূমিকা পালন করবে।
তবে আপনি যদি DiskDigger সফট্ওয়ারের মাধ্যমে আপনার সকল ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে অবশ্যই বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে।
বন্ধুরা, এবার তাহলে চলুন সেই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত বিষয় জেনে নেয়া যাক।
How to recover deleted photo from DiskDigger app
বন্ধুরা, আপনি যদি নিচে উল্লেখিত ধাপ গুলো সঠিকভাবে অনুসরন করেন। তাহলে আমাদের বিশ্বাস আপনি আপনার ডিলিট করা ছবি ফিরিয়ে আনতে পারবেন।
- সবার প্রথমে আপনার ডিভাইসটিতে ইন্টারনেট বা নেট কানেকশন চালু করতে হবে।
- তারপর আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং আপনি সেখানে গিয়ে লিখে সার্চ করবেন DiskDigger।
- অথবা আপনি চাইলে সরাসরি এখানে ক্লিক করেও অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
- যখন আপনি গুগল প্লে স্টোর থেকে অথবা আমাদের উপরের লিংকে ক্লিক করে DiskDigger সফটওয়্যারটি ডাউনলোড করে নিবেন। এরপরে আপনাকে সেই সফটওয়ারটি আপনার ফোনে ইন্সটল করে নিতে হবে।
ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
যদি আপনি আমাদের দেওয়া উপরের ধাপ গুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। তাহলে আপনি ধরে নিন যে আপনি প্রথম ধাপের কাজ গুলো ভালোভাবে করতে পেরেছেন।
বন্ধুরা, এবার আপনাকে আবার সেই পরবর্তী ধাপ গুলো ভালোভাবে অনুসরণ করতে হবে। চলুন তাহলে সে সম্পর্কে বিস্তারিত আরো ভালোভাবে জেনে নেয়া যাক।
- এবার আপনাকে DiskDigger অ্যাপস ইন্সটল করার পর এবার অ্যাপসটি ওপেন করতে হবে।
- যখন আপনি DiskDigger অ্যাপটি ওপেন করবেন, তখন শুরুতেই আপনি দেখতে পাবেন “Start Basic Photo Scan” নামের একটা অপশন। মূলত আপনাকে “Start Basic Photo Scan” অপশনে ক্লিক করতে হবে।
- যখন আপনি উপযুক্ত অপশনে ক্লিক করবেন, তখন আপনার সামনে যে দুটি অপশন আসবে একটি হলো “Allow” এবং আরেকটি হলো “Deny”. আপনাকে ঠিক “Allow” অপশনে ক্লিক করতে হবে।
- তারপর আপনি বেশ কিছু ফোল্ডার দেখতে পারবেন, যে ফোল্ডার গুলোতে আপনার ডিলিট হওয়া ফটো গুলো থাকবে।
তারপর আপনাকে আর তেমন কিছুই করতে হবে না বরং উক্ত একটি স্ক্যান করে নিজে থেকেই আপনার ডিলিট হওয়া ফটো গুলোকে ব্যাকআপ করা শুরু করবে।
এবং আপনি স্ক্যান হওয়ার সময় ঠিক দেখতে পারবেন যে আপনার সেই কয়েক বছর আগের ডিলিট হওয়া পিকচার গুলোকে শো করছে।
আর এই কাজটি করার সময় আপনাকে অবশ্যই একটু সময় ধরে অপেক্ষা করতে হবে।
মূলত এই স্ক্যান টি করার জন্য সর্বমোট কতটা সময় লাগবে সেটা নির্ভর করবে আপনি আসলে আপনার কি পরিমান ছবি ডিলিট করেছেন তার উপর।
তবে একটা কথা মনে রাখবেন স্ক্যান 100% না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করে যেতে হবে। আর যখন দেখবেন 100% স্ক্যান হওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক তখন আপনাকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে।
বন্ধুরা, চলুন তাহলে এবার সেই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
- যখন আপনার 100% স্ক্যান করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি আপনার সকল ডিলিট করা ছবিগুলো লিস্ট আকারে তখন দেখতে পারবেন।
- তারপর আপনি আপনার যেসকল প্রয়োজনীয় ছবি গুলো কে সিলেক্ট করবেন, যেগুলো ছবি কে আপনি আবার পুনরায় ফিরিয়ে পেতে চান।
- তারপর আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করতে বলবে। তবে একটা বিষয় মনে রাখবেন, এখানে আপনি যে ফোল্ডার টি সিলেক্ট করবেন। সে ফোল্ডারে আপনার সকল ডিলিট হওয়া ফটো গুলো পুনরায় গিয়ে জমা হবে।
বন্ধুরা, আপনি যখন ফোল্ডার টি সিলেক্ট করে “OK”- তে ক্লিক করবেন ঠিক তখন আপনি Congratulation নামের একটি নোটিফিকেশন পাবেন।
এর মানে হচ্ছে আপনি আপনার সকল ডিলিট হওয়া ছবি গুলোকে সঠিকভাবে রিকভার করতে সক্ষম হয়েছে।
এবং পরবর্তীতে আপনি আপনার মোবাইলে থাকা মেমোরি কার্ডে গিয়ে ওই সকল সিলেক্ট করা ফোল্ডারে দেখতে পারবেন যে আপনার ডিলিট হওয়া ফটো গুলো পুনরায় আবার ফিরে এসেছে।
ঠিক এভাবেই করে আপনি মূলত DiskDigger অ্যাপের মাধ্যমে অতি সহজেই আপনার ডিলিট হওয়া ছবিগুলো ফিরিয়ে আনতে পারবেন।
০২| Restore Image App
যদিওবা কোন কারনে প্রথম একটি মাধ্যমে আপনি খুব সহজেই আপনার যেকোনো ধরনের ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন।
কিন্তু অনেক সময় দেখা গিয়েছে কোন কারণবশত যদি আপনার উপরক্ত অ্যাপটি ভালো না লাগে সেই ক্ষেত্রে তাহলে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় হিসেবে আপনি দ্বিতীয় অ্যাপসটি ব্যবহার করতে পারেন।
কেননা, Deleted photo recover হিসেবে এই সফটওয়্যারটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বন্ধুরা, যদি আপনি Restore Image App এর সাহায্য নিয়ে আপনার ফোনের সকল ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে নিচে দেওয়া বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে।
আর এবার আমি সেগুলো ধাপ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আর শুধুমাত্র আপনাকে সেই ধাপগুলো একটু মনোযোগ দিয়ে নিচের দেওয়া ধাপ গুলো ভালোভাবে পড়তে হবে।
- সবার প্রথমে আপনার মোবাইল ফোনের ডাটা ইন্টারনেট কানেকশন অন করতে হবে।
- তারপর আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সেই গুগল প্লে স্টোরে গিয়ে “Restore Image App” – লিখে আপনাকে সার্চ করতে হবে।
- অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে অ্যাপসটি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন।
- যখন আপনি অ্যাপটি কে ডাউনলোড করবেন তখন অ্যাপস টি ইন্সটল করে নিয়ে পুনরায় আপনাকে সেই Apps কে ওপেন করতে হবে।
ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
বন্ধুরা, যখন আপনি আমাদের দেওয়া উপরোক্ত কাজ গুলো কে সঠিকভাবে করতে পারবেন, ঠিক তখন ধরে নিবেন যে আপনি ডিলিট হয়ে যাওয়া ছবি রিকভার করার সর্বপ্রথম যে ধাপ গুলো হয়েছে তা আপনি ভালোভাবে কমপ্লিট করতে পেরেছেন।
তারপর আপনাকে সেই পরবর্তী ধাপগুলো ভালোভাবে অনুসরণ করতে হবে। যেমন,
- Restore Image App টি ইন্সটল করার পর সেই অ্যাপটি কে ওপেন করতে হবে।
- যখন আপনি অ্যাপটিকে ওপেন করবেন তখন আপনি সর্বমোট তিনটি অপশন দেখতে পাবেন।
- প্রথমটি হল, Search the image you want to restore দ্বিতীয়টি হল, restored image এবং তৃতীয় অপশন টি হল, Donation.
- যেহেতু আপনি আপনার সকল ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান। সেহুতু আপনাকে অবশ্যই প্রথমে থাকা অপশন টি ক্লিক করতে হবে।
যদি আপনি উপরের দেওয়া অপশনটি তে ক্লিক করেন, তাহলে পুনরায় এই অ্যাপটি আপনার সকল ডিলিট হয়ে যাওয়া ছবি গুলো কে স্ক্যান করতে শুরু করবে।
বন্ধুরা, আপনি আপনার যে সকল অতীতে যে ছবি গুলো কে ডিলিট করেছেন সেই ছবি গুলো একটির পর একটি শো হতে থাকবে।
যখন এই অ্যাপটি 100% পার্সেন্ট স্ক্যান করা শেষ করবে। ঠিক তখন আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া সকল ছবি গুলো দেখতে পারবেন।
আপনি এবার আসলেই আমার জন্য কোন কোন ছবিগুলো কে পুনরায় ফিরে নিতে চান সেই সকল ছবিগুলো কে সিলেক্ট করে দিতে হবে।
যখন আপনার প্রয়োজনীয় যে সকল ছবিগুলো সিলেক্ট করবেন সেগুলো সিলেক্ট করা ছবি তখন অটো মেটিক্যালি সেই ছবি গুলো আপনার মেমোরি কার্ড অথবা অন্য কোন সিলেক্ট করা ফোল্ডারে গিয়ে জমা হবে।
আর ঠিক এভাবেই করে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া ছবি কে খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন।
ডিলিট করা ছবি ফিরিয়ে আনার সফটওয়্যার
প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের মাঝে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় হিসেবে উপরের আলোচনায় আমি মোট যে দুটি অ্যাপস এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি।
আমি আশা করি উপরের দেওয়া এই দুটো অ্যাপসের মাধ্যমে আপনি অতি সহজেই আপনার সকল ডিলিট হয়ে যাওয়া ছবি গুলো ফিরিয়ে আনতে পারবেন।
কিন্তু এই উপরে দেওয়া দুটি অ্যাপস ছাড়াও আরও অনেক ধরনের অ্যাপস রয়েছে যার মাধ্যমে এই কাজটি খুব সহজেই করা সম্ভব হবে।
বন্ধুরা, এবার চলুন তাহলে Deleted photo recover করার অন্যান্য অ্যাপস গুলোর সাথে একটু ভালোভাবে পরিচিত হওয়া যাক।
বিশেষ করে এই কাজটি করতে আপনাদের কোন প্রকার অসুবিধা না হয়। তো মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনার বেশ কয়েকটি জনপ্রিয় কিছু অ্যাপস এর নাম:
- Photo Recovery
- DigDeep Image Recovery
- View Deleted Messages & Photo Recovery
- Deleted Photo Recovery by Workshop
- Restore Deleted Photos by Dumpster
যদি উপরে দেওয়া অ্যাপ দুটিতে আপনার কোন ধরনের সমস্যা হয়, তাহলে আপনি এই সকল অ্যাপ গুলো ব্যবহার করে দেখতে পারেন।
কারণ এখন বর্তমান সময়ে ডিলিট হওয়া পিকচার ফিরিয়ে আনার উপায় এই কাজের জন্য উপরের এই পাঁচটি অ্যাপস বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
FAQ For Deleted File Recover
এবার আপনাদের মাঝে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলো নিয়ে অনেক লোকেরা প্রতিনিয়ত গুগলে সার্চ করে।
যদি আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে আনার পাশাপাশি আপনি আরো অন্যান্য সকল ডকুমেন্ট, ফাইল ফিরিয়ে আনতে চান। তাহলে আজকের এই প্রশ্নের উত্তর গুলো আপনার বেশ উপকারী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
ডিলিট করা ভিডিও ফিরিয়ে আনার উপায়
কোন ভুলবশত কারণে যদি আপনি আপনার মোবাইল ফোনের মেমোরি কার্ড থেকে প্রয়োজনীয় ভিডিও ডিলিট করে দেন।
তাহলে সেই ডিলিট করা ভিডিও আপনি অতি সহজেই পুনরায় ফিরিয়ে আনতে পারবেন।
বন্ধুরা, তবে এই সকল কাজটি করার জন্য আপনাকে বেশ কয়েকটি অ্যানড্রয়েড অ্যাপস এর সাহায্য নিতে হবে। যেগুলোর অ্যাপসের মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া ভিডিও কে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। এই সকল অ্যাপস এর নাম নিচে দেওয়া হল যেমন’
- UltData for Android
- iSkysoft Android Data Recovery
- MyJad Android Data Recovery
- Dumpster Bin File Recovery
- DiskDigger
আমি উপরে যে সকল অ্যাপস এর লিস্ট দিয়েছি, সেই অ্যাপস গুলোর সাহায্য আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ভিডিও ফিরিয়ে আনতে পারবেন।
আর এই সকল সফটওয়্যার গুলোতে আসলে কিভাবে কাজ করতে হয়, সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
শেষ কথা,,
প্রিয় পাঠক বন্ধুরা, আপনি যখন কোন ছবি বা প্রয়োজনীয় ফাইল বা ডুকুমেন্ট আপনি ভুলবশত ডিলিট করে ফেলেন। তখন আপনি বেশ চিন্তায় পড়ে জান ৷
আর আপনার সেই সকল চিন্তা কে দুর করার জন্য আমরা আজকে এই আর্টিকেলে লিখেছি ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলো নিয়ে এবং আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি।
আমি আশা করি আপনি আজকের আলোচিত ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলো পড়ে আপনি খুব সহজেই আপনার সকল ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন ৷
তবে তারপরও আপনার যদি কোনো সমস্যা হয়। তাহলে আমাদের নিচে কমেন্ট করে জানাবেন।
আর এমন সব অজানা টিপস-এন্ড-ট্রিকস সহজ ভাষায় আপনি যদি জানতে চান তাহলে আমাদের সাথে কানেক্ট থাকবেন, ধন্যবাদ।