জিপিএস কি। জিপিএস এর ব্যবহার, এখন বর্তমান সময়ে আপনারা প্রত্যেকে শুনেছেন GPS এই নামটা এবং দৈনন্দিন জীবনে আমরা অনেকেই জিপিএস (GPS) ব্যবহার করি। যেমন আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আপনি কোন একটি অচেনা জায়গায় ঘুরতে এগিয়ে রাস্তা না মনে পড়ায় আপনি জিপিএস ওপেন করে কিন্তু আপনারা সঠিক জায়গায় আসতে পারবেন।
এখন বর্তমান সময়ে জিপিএস এর উপর নির্ভর, GPS এর কারণে মূলত এখন গোটা বিশ্ব আপনার হাতের মুঠো চলে এসেছে ।
আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব GPS কি? ( GPS KI )। GPS কি কি কাজে লাগে । GPS কিভাবে চালু করতে হয়। জিপিএস এর ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই আর্টিকেল।
জিপিএস কি এ বিষয়ে আপনি যদি কোন কিছু না জেনে থাকেন, তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। জিপিএস কি এ বিষয়ে আপনি যদি জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের আর্টিকেল আপনাকে একদম শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে।
চলুন আর বেশি কথা না বলে জেনে নিই জিপিএস কি!
জিপিএস কি | What is GPS in Bengali
জিপিএস এর পুরো নাম হল গ্লোবাল পজিশনিং সিস্টেম ( global positioning system )। GPS হলো এক ধরনের Navigation সিস্টেম যেটি সাহায্যে নিয়ে আপনি বিশ্বের যেকোনো মুহূর্তে যে কোন সময়ে, যে কোন জায়গা বা স্থানে থাকুন না কেন আপনার লোকেশন অর্থাৎ আপনার পজিশনকে সব সময় ট্রাক করতে সক্ষম হবে।
অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে GPS হলো একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থা, যেটি সাহায্যে নিয়ে আপনি আমি যে কোন আবহাওয়াতে বা পরিবেশে যে কোন সময়ে ভূপৃষ্ঠের স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করতে ব্যবহার করি।
জিপিএস মানে কি | gps full meaning in Bengali
GPS অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম এর নামের সঙ্গে অর্থ লুকিয়ে আছে অর্থাৎ জিপিএস এর অর্থ হল বিশ্বের অবস্থান নির্ণায়ক ব্যবস্থা। গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), মূলত একটি NAVSTAR GPS, এটি satellite ভিত্তিক রেডিও Navigation সিস্টেম।
GPS এর পূর্ণরূপ কি | full form gps
GPS এর পুরো নাম হলো (global positioning system) জিপিএস এর বাংলা অর্থ হল বৈশ্বিক অবস্থান পদ্ধতি।
GPS এর ইতিহাস | History of GPS
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের মিলিটারি বিভাগ অর্থাৎ সামরিক কাজের জন্য প্রথম ১৯৭৮ সালে জিপিএস আবিষ্কার করেন। GPS সাধারণত আমেরিকান Navigation সিস্টেমকেই বোঝায় যা NAVSTAR নামে পরিচিত পায়।
এরপর জিপিএস টিকে ধীরে ধীরে আরো উন্নত এবং কার্য ক্ষমতার জন্য বৃদ্ধি করা হয়। GPS আবিষ্কারের প্রথম দিকে , এটি শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীর লোকেরা কেবলমাত্র ভালোভাবে জিপিএস ব্যবহার করতে পারত।
তারপর ১৯৯৩ সালে ২৪ টি স্যাটেলাইটের সম্মিলিত নেটওয়ার্ক অর্থাৎ GPS গোটা পৃথিবীর জনসাধারণের জন্য ব্যবহার করার উন্মুক্ত করে দেওয়া হয়।
জিপিএস কিভাবে কাজ করে
এখনো বর্তমান সময়ে আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি। আমাদের সবার স্মার্টফোনে যে জিপিএস চিপটি আছে ,সেটির নাম হচ্ছে GPS রিসিভার। এর কাজ হচ্ছে GPS স্যাটেলাইট থেকে আগত সিগন্যাল কে ভালোভাবে কানেক্ট করে থাকে।
বর্তমান বিশ্বের উপর মহাকাশে অনেকগুলো স্যাটেলাইট আছে। এর মধ্যে থেকে যে ৬টি স্যাটেলাইট এমন ভাবে মহাকাশে সাজানো হয়েছে এর মধ্যে থেকে অন্তরের ৪টি স্যাটেলাইট পৃথিবীর যেকোনো প্রান্তে, যেকোনো জায়গায় থেকে, যেকোনো সময় দৃশ্যমান থাকে।
GPS এস স্যাটেলাইট গুলির প্রত্যেকটি নির্দিষ্ট সময়ে GPS রিসিভারের কাছে তার অবস্থান এবং বর্তমান সময় সম্পর্কে তথ্য পাঠায়।
আমরা যখন যেকোনো জায়গায় থেকে অবস্থান অনুসন্ধান করি, তখন এই জিপিএস সিগন্যালটি স্যাটেলাইট থেকে পৃথিবীতে আসে এবং GPS রিসিভার (GPS receiver) এই সিগনালটি গ্রহণ করে।
তারপর GPS রিসিভার এই সিগনালটির সঠিক দূরত্ব এবং সময় পরিমাপ করে থাকে। কোন জায়গার অবস্থান জানার জন্য এইভাবে GPS কাজ করে থাকে এবং আমাদেরকে সেটির সঠিক অবস্থান খুঁজে দেখায়।
জিপিএস এর ব্যবহার
GPS আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, সেগুলো সম্বন্ধে আরো ভালোভাবে নিচে বিস্তারিত আলোচনা করা হল:
১. প্রতিরক্ষার ক্ষেত্রে জিপিএস এর ব্যবহার: বিশ্বের অনেক সামরিক বাহিনী দেশকে নিরাপদে রাখার জন্য অর্থাৎ প্রতিরক্ষা করার জন্য GPS ব্যবহার করে থাকে।
২. সঠিক অবস্থান নির্ণয় করতে জিপিএস এর ব্যবহার: জিপিএস এর ব্যবহার করার মাধ্যমে কোন স্থানে অবস্থান খুব সহজেই ভালোভাবে চিহ্নিত করা যায়। যেমন ধরুন আপনি অপরিচিত এমন একটা জায়গায় আছেন, সে অপরিচিত জায়গাটার নাম জানেন না।
তখন আপনি সেক্ষেত্রে আপনার মোবাইলের GPS লোকেশন অন করুন। জিপিএস ব্যবহার করে খুব সহজ জানতে পারবেন আপনি কোথায় কোন জায়গায় রয়েছেন।
৩. ক্রিমিনাল কে ধরতে জিপিএস এর ব্যবহার: এখন বর্তমান সময়ে অনেক সামরিক বাহিনী ক্রিমিনাল কে ধরার জন্য GPS এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রিমিনাল ধরার জন্য ক্রিমিনালের জি পি এস লোকেশন ট্র্যাক করে পুলিশ কিন্তু খুব সহজে তাকে ধরে ফেলতে পারে।
৪. দিক নির্ণয় এর জন্যে জিপিএস এর ব্যবহার : আপনি কোথাও ঘুরতে গেছেন সে জায়গা আপনি চেনেন না জানেন না সেক্ষেত্রে আপনি GPS লোকেশন অন করে গুগল ম্যাপে গিয়ে সেই অপরিচিত জায়গাটার নাম লিখে সার্চ করুন এরপর আপনারা গুগল ম্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই সেই পরিচিত জায়গাটিতে আপনারা পৌঁছে যেতে পারবেন।
৫. মানচিত্র তৈরিতে জিপিএস এর ব্যবহার: GPS ব্যবহার করে মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজে মানচিত্র তৈরি করতে সাহায্য করে।
৬. আবহাওয়ার পূর্বাভাস জানতে জিপিএস এর ব্যবহার: এখন টেকনোলজি উন্নত হওয়ার কারণে জিপিএস পদ্ধতি ব্যবহার করে আগামী ঝড় বৃষ্টি বন্যা ইত্যাদির পূর্বাভাস জানতে পারা যায়।
জিপিএস এর সুবিধা
চলুন তাহলে এবার আমরা GPS এর সুবিধা গুলো কি কি তা ভালোভাবে যেনে নিয়!
- জি পি এস আমাদের যেকোনো জায়গার অবস্থান জানতে সাহায্য করে।
- জি পি এস যেকোনো লোকেশন ট্র্যাক করতে সাহায্য করে।
- জি পি এস এর মাধ্যমে আমাদের আশেপাশের হোটেল, দোকান, রেষ্টুরান্ট, রাস্তা ইত্যাদি তথ্য জানতে পারি!
- জি পি এস এর মাধ্যমে আমরা রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম আছে কিনা সেটা GPS এর মাধ্যমে খুব সহজে ভালোভাবে জানতে পারি।
- জি পি এস আমাদের আবহাওয়ার পূর্বাভাস জানতে সাহায্য করে।
জিপিএস এর অসুবিধা
জি পি এস এর বেশ কিছু অসুবিধা রয়েছে সেগুলো আমরা নিচে আলোচনা করছি আপনি ভালভাবে দেখুন!
- ব্যাটারি চালিত ডিভাইসে GPS ব্যবহার করলে ব্যাটারি ডাউন এর সমস্যা হয়।
- মাঝে মাঝে GPS সিগনাল সঠিক ভাবে দেখাই না! এর ফলে আমাদেরকে অনেক বাধার সমস্যার সম্মুখীন হতে হয়।
প্রিয় বন্ধুরা, আজকের এই আর্টিকেল থেকে জিপিএস কাকে বলে । GPS কি কাজে লাগে । GPS কিভাবে চালু করতে হয়। GPS রিসিভার কি। GPS এর বিভিন্ন অংশের নাম কি ইত্যাদি বিষয় আপনারা ভালোভাবে জানতে পারলেন।
GPS বলতে কি বুঝায় এ নিয়ে আজকের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আরোও দেখুন..