সবচেয়ে ভালো ভিপিএন (VPN) কোনটি : আপনি যদি vpn সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেল আপনাকে একদম শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে ভালো ভিপিএন কোনটি?
এখন বর্তমান সময়ে অনেকেই ভিপিএন ব্যবহার করে। যে সকল কারণে সবাই ভিপিএন ব্যবহার করে থাকেন। ভিপিএন মূলত তৈরি করা হয়েছিল যে সকল লোকেরা ব্যবসা-বাণিজ্য ও প্রাইভেট নেটওয়ার্ক গুলোকে নিরাপদ ভাবে সংযুক্ত রাখার জন্য।
সেরা 5টি ভিপিএন আপনাদের মাঝে উপস্থাপন করা হল:
টপিক সূচিঃ
1. ZenMate VPN
এখন বর্তমান সময়ে সব থেকে সেরা ভিপিএনের মধ্যে অন্যতম একটি vpn হলো zenmate। এটি মূলত ভিপিএন এর মধ্য লাইট ওয়েট ব্রাউজার। এই ভিপিএন এর কোনো সাইন আপ নেই এবং এই ভিপিএন শুধুমাত্র ইমেইল ব্যবহার করে ভালোভাবে সুরক্ষিত এবং ব্যক্তিগত ব্রাউজিং সেবাগুলো পেয়ে থাকবেন।
লিংক: https://zenmate.com
2. Avira Phantom VPN
ভিপিএনের মধ্যে সবচেয়ে ভালো ভিপিএন এটি একটি Avira Phantom। এই ভিপিএনটি একদম ফ্রিতে বিনামূল্যে দেওয়া এই vpn যা আপনাকে প্রতি মাসে 500 মেগাবাইট ব্রাউজিং ডেটা দিবে। যেটা কম্পিউটার পিসিতে এবং স্মার্টফোন দুটোতেই আপনি ব্যবহার করতে পারবেন।
লিংক: https://www.avira.com/en/free-vpn-windows
3. Tunnel Bear VPN
Tunnel Bear VPN সবচেয়ে ভালো ভিপিএনের মধ্যে এটি একটি অন্যতম। Tunnel Bear VPN ডিজাইন বেশ হালকা ও একদম সিম্পল। এই ভিপিএন ব্যবহারও সহজ। Tunnel Bear VPN নিরাপত্তাও ভালো দেয়। এই ভিপিএনটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। তবে এই ভিপিএনটির ক্ষেত্রে কিছু লিমিটেশন রয়েছে।
লিংক: https://www.tunnelbear.com
4. hotspot shield VPN
আপনি যদি একদম ফ্রিতে বিনামূল্য কোন ভিপিএন ব্যবহার করতে চান, তার জন্য এই ভিপিএন আপনি ব্যবহার করতে পারেন। নিরাপত্তার দিক দিয়ে hotspot shield VPN অনেক স্ট্রং ও খুব সহজে এটি ফ্রিতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন।
এখন বর্তমান সময়ে hotspot shield VPN সার্ভিসের 500 মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।
লিংক: https://app.hotspotshield.com/sign-in
5. Radmin VPN
আপনি যদি ভালো মানের কোন ভিপিএন ব্যবহার করতে চান, সে ক্ষেত্রে সবচেয়ে ভালো ও সেরা ৫ ভিপিএনের তালিকা করলে দেখা যাবে Radmin VPN কে সে তালিকায় সবার প্রথমে। এটি আইটি পেশাদারদের সবার জন্য উপযুক্ত করে দেওয়া এটি একটি ভিপিএন।
এর উচ্চগতি 100 এম্বিপি/সেকেন্ড পর্যন্ত হয়। এই ভিপিএন আনলিমিটেড সার্ভিস দিয়ে থাকে। এর ফলে অনেকটাই ব্যবসায়ীদের ব্যবহারে খুবই সুবিধাজনক। Radmin VPN 100% ফ্রি সেবা দিয়ে থাকে। এর কোন প্রিমিয়াম সাবক্রিপশন নেই,
Radmin VPN এর কোন বৈশিষ্ট্য পে অল এর জন্য কোন লক করাও নেই।
লিংক: https://www.radmin-vpn.com
সবচেয়ে ভালো vpn কোনটি আর্টিকেল এই পর্যন্তই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ
আরো ও পড়ুন..