SSC রেজাল্ট চেক করার নিয়ম

আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আর্টিকেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা আজকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে, এবং সকাল ১0 টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করবেন।

এরপর বেলা ১২ টা থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনারা ফলটি পেয়ে যাবেন, আজকের আর্টিকেল আমরা দেখব বাসায় বসে নিজে নিজে খুব সহজে সবার আগে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট আপনি কিভাবে ঠিক করবেন।

বন্ধুরা এসএসসি রেজাল্ট দেখার ২টি পদ্ধতি আছে ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে।

SSC রেজাল্ট ২০২৩ দেখার সহজ পদ্ধতি

SMS এর মাধ্যমে ফল দেখার সহজ পদ্ধতি হচ্ছে: প্রথমে আপনার মোবাইলে এসএমএস বা মেসেজ অপশনে যেতে হবে এরপর SSC<space>Board (১ম-৩ অক্ষর) <space>Roll<space>Year পাঠিয়ে দিবেন ১৬২২২ নম্বরে।

SSC-Result

SSC-Result-2023

এর জন্য আপনার এসএমএস চার্জ প্রযোজ্য হবে ৩ টাকা থেকে ৩.৫০ টাকার মধ্যে খরচ হতে পারে বা আপনার মোবাইল ব্যালেন্স থেকে কেটে নিবে।

উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি: প্রথমে আপনার এসএসসি দিবেন এরপর তিন অক্ষরের ঢাকা বোর্ডের নাম লিখবেন এরপর আপনার রোল দেবেন এরপর পরীক্ষার সাল দেখবেন তারপর পাঠিয়ে দিবেন ১৬২২২ নম্বরে।

যেমন, SSC Dha 112233 2022 লিখে পাঠিয়ে দিবে 16222 নাম্বারে।

যদি আপনি মাদ্রাসার শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে লিখবেন Dakhil এরপর Mad এরপর আপনার রোল নাম্বার 112233 এরপর আপনার পরীক্ষার সাল 2023 লিখে পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে

যেমন, Dakhil  MAD  112233  2022  SEND 16222

যদি আপনি কারিগরি (ভোকেশনাল) শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার মোবাইল এসএমএস অপশনে গিয়ে টাইপ করবেন এসএসসি স্পেস টিইসি স্পেস আপনার রোল নম্বর স্পেস পরীক্ষার সাল পাঠিয়ে দেবেন 16222 নম্বরে

যেমন, SSC  Tec  112233  2022  send 16222

সকল বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার জন্য তিন অক্ষর

  1. ঢাকা বোর্ড – DHA
  2. কুমিল্লা বোর্ড – COM
  3. রাজশাহী বোর্ড – RAJ
  4. যশোর বোর্ড – JES
  5. চট্টগ্রাম বোর্ড – CHI
  6. বরিশাল বোর্ড – Bar
  7. সিলেট বোর্ড – SYL
  8. দিনাজপুর বোর্ড – DIN
  9. ময়মনসিংহ বোর্ড – MYM
  10. মাদ্রাসা বোর্ড – MAD

এবার আসি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা এসএসসি রেজাল্ট চেক করবেন। রেজাল্ট দেখার জন্য দুটি ওয়েবসাইট রয়েছে প্রথমটি হচ্ছে: www.educationboardresults.gov.bd

দ্বিতীয়টি হচ্ছে: https://eboardresults.com/v2/

কিভাবে আপনারা রেজাল্ট চেক করবেন রেজাল্ট চেক করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন https://eboardresults.com/v2/ এই লিংক দিয়ে সার্চ করার পর এরকম একটা পেজ চলে আসবে আপনারা এখানে গিয়ে লিখবেন,

  • Examinatin এর ঘরে আপনারা SSC হলে SSC সিলেক্ট করবেন আর Dakhil হলে Dakhil সিলেক্ট করবেন
  • Year এর ঘরে আপনার পরীক্ষার সাল দিবেন
  • Board এর ঘরে আপনি যে বোর্ডের আন্ডারে সে বোর্ড সিলেক্ট করবেন
  • Result Type এর ঘরে Individual Result সিলেক্ট করবেন
  • Roll এর ঘরে আপনার পরীক্ষা রোল নাম্বার লিখবেন
  • Registration এর ঘরে আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর লিখবেন
  • Security Key (4digits) এর ঘরে দেখে শুনে লেখা গুলো পূরণ করবেন
  • এর পরে আপনি Get Result অপশনে ক্লিক করবেন
  • স্ক্রিনের সামনে আপনারা রেজাল্ট চলে আসবে ঠিক এভাবে করে আপনি এসএসসি রেজাল্ট দেখতে পারবেন।

আরেকটি রেজাল্ট দেখার ওয়েবসাইট রয়েছে যেমন: educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে যদি আপনি যদি রেজাল্ট চেক করতে চান।

  • প্রথমে, educationboardresults.gov.bd ওয়েবসাইটে যাবেন
  • রেজাল্ট ওয়েবসাইটে প্রবেশ করুন
  • এরপর, পরীক্ষার নাম সিলেক্ট করুন
  • পরীক্ষার বছর, সিলেক্ট করুন
  • এরপর, বোর্ড, সিলেক্ট করুন
  • এরপর, রোল নম্বর লিখুন
  • এরপর, রেজিষ্টেশন নম্বর লিখুন
  • সহজ একটি যোগ করুন
  • সাবমিট বাটনে ক্লিক করুন
  • এরপর ফলাফল

আশা করি রেজাল্ট দেখা এই পদ্ধতি গুলো আপনার ক্লিয়ার হয়েছে একদম। আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন আশা করি কোন সমস্যা হবে না। বন্ধুরা আজকে আর্টিকেল আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন?

ট্যাগ সমূহ: এস এস সি রেজাল্ট চেক করার নিয়ম, এস এস সি রেজাল্ট চেক করার নিয়ম,এস এস সি রেজাল্ট চেক করার নিয়ম,এস এস সি রেজাল্ট চেক করার নিয়ম,এস এস সি রেজাল্ট চেক করার নিয়ম ?

Leave a Comment